Travel Allowance – শুধু DA নয়, জুলাই মাসে রাজ্য সরকারি কর্মীরা TA পাবেন। পকেটে ঢুকবে আরো বেশি টাকা।

রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ খবর। বেতনের সাথে যুক্ত হচ্ছে Travel Allowance বা TA? ইতিমধ্যেই গত ১১ জুন অর্থ দপ্তর এক ঘোষণায় জানিয়েছে মে মাসের ডিএ এপ্রিল মাস থেকে দেওয়া হবে। সেই অনুযায়ী, জুলাই মাসে ৪ শতাংশ অতিরিক্ত ডিএ অর্থাৎ বেসিক পের সঙ্গে মোট ১৮ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা।

Advertisement

Travel Allowance for State Government Employees

তবে কেবল এই ডিএই নয়, এমাসে আরও কিছু টাকা সকলে বাড়তি পেতে পারেন বলে শোনা যাচ্ছে বর্তমানে। কারণ রাজ্যের অর্থ দপ্তর এবার কর্মচারীদের ট্রাভেলিং অ্যালাওয়েন্স (Travel Allowance) নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে। যার কারণে ডবল সুবিধা পেতে চলেছেন তারা। কত টাকা পাওয়া যাবে? কিভাবে তা পাবেন? জানতে হলে শেষ পর্যন্ত পড়ুন প্রতিবেদনটি।

Advertisement

Travel Allowance Rules

১. অনুমোদনের প্রয়োজন নেইঃ
এবার থেকে সরকারি কর্মীদের ভ্রমণ ভাতা (TA) বরাদ্দ করার জন্য অর্থ দফতরের অনুমোদনের প্রয়োজন হবে না। যে কোনও সরকারি দফতর নিজেরাই কর্মীদের জন্য TA বরাদ্দ করতে পারবে।
২. গাড়িতে ভ্রমণের সুবিধাঃ
এই নতুন নীতি অনুযায়ী, সরকারি কর্মীরা এবার থেকে বিমান, ট্রেন ছাড়াও গাড়িতে করে ভ্রমণ করে TA পেতে পারবেন।

Travel Allowance per KM

৩. স্বল্প দূরত্বের জন্য TA হারঃ
স্বল্প দূরত্বের গন্তব্যে যাতায়াতের জন্য (যেখানে বিমান বা ট্রেন প্রয়োজন নেই) প্রতি কিলোমিটারে ১৬ টাকা TA দেওয়া হবে।

Travel Allowance Employee Benefits

১. সময় বাঁচবেঃ
অর্থ দফতরের অনুমোদনের জন্য অপেক্ষা করার প্রয়োজন হবে না, ফলে কর্মীরা দ্রুত টাকা পেতে পারবেন।
২. সুবিধা বৃদ্ধিঃ
এবার থেকে কর্মীরা গাড়িতে করে ভ্রমণ করে TA পেতে পারবেন, যা তাদের জন্য সুবিধাজনক হবে।

Advertisement

আরও পড়ুন, সরকারি কর্মীদের ছুটি বাতিল। নতুন নিয়মে এবার কাজের চাপ আরো বাড়ল।

৩. ডিএর সঙ্গে টিএঃ
জুলাই মাসে মহার্ঘ ভাতার পাশাপাশি TA পেলে কর্মীদের বেতনও বৃদ্ধি পাবে।
৪. দক্ষতা বৃদ্ধিঃ
দ্রুত টাকা পেলে কর্মীরা তাদের কাজের প্রতি আরও মনোযোগী হতে পারবেন এবং তাদের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে।

আরও পড়ুন, স্টেট ব্যাংকের এই স্কীমে প্রতিমাসে ৫০০০ টাকা পাবেন। সুদের হার ও হিসাব দেখে নিন

Travel Allowance Exeption

অর্থ দপ্তর জানিয়েছে, গাড়ি ভাড়া ভাতা (Travel Allowance) পেতে হলে, রাজ্যের সকল দফতরকেই অর্থ দফতরের নির্ধারিত মেমোর নিয়ম মেনে চলতে হবে। রিইম্বার্সমেন্ট পেতে, সংশ্লিষ্ট কর্মীকে ভ্রমণের প্রয়োজনীয়তা, যাতায়াতের মাধ্যম, গন্তব্য, খরচের বিবরণ সহ প্রয়োজনীয় এবং বৈধ নথি জমা দিতে হবে। অর্থ দফতরের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে এই নতুন নীতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment