SIM Card – সিম কার্ড কেনার নতুন নিয়ম চালু করলো মোদী সরকার। আর ইচ্ছে মতো সিম কেনা যাবে না। 10 লক্ষ জরিমানা।

মোবাইল সিম কার্ড বা SIM Card কেনা নিয়ে TRAI এর নতুন নিয়ম শুরু হতে চলেছে আগামী মাস তথা ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে। সিম কার্ড কেনার জন্য এবার প্রয়োজন হবে ডিজিটাল কেওয়াইসি (SIM Card E-KYC) দেওয়ার। মূলত সিম কার্ড জালিয়াতি কাজ রোধ করার জন্যই সরকারের এমন উদ্যোগ। ব্যাংক একাউন্ট বা পোস্ট অফিসের একাউন্টের ক্ষেত্রে যেমন KYC দিতে হয় ঠিক তেমনি সিম কার্ড নিতে গেলেও কেওয়াইসির প্রয়োজন হবে।

SIM Card Buying New Rule.

SIM Card এখনকার দিনে আমাদের সকলের কাছে একটি অতি গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে একটি হয়ে উঠেছে। লারন এই সিম কার্ড ছাড়া আমরা নিজেদের মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারব না। আর ইন্টারনেট ছাড়া এক কথায় সকলে অন্ধ!! এখন আলপিন টু এলিফেন্ট সব কিছু সম্পর্কে জানতে বা কিনতে এই ইন্টারনেট হল সঞ্জীবনী শুধা। আর এই জন্য এই SIM Card নিয়ে নানা ধরণের দুনম্বরী শুরু করেছে প্রতারকেরা।

সিম কার্ড কেনার নতুন নিয়ম

তবে SIM Card নেওয়ার ক্ষেত্রে ফিজিক্যাল ভেরিফিকেশনের বেশি প্রয়োজন রয়েছে। ফিজিক্যাল ভেরিফিকেশন করতে গেলে টেলিকম সংস্থার অনেক টাকা খরচ হয়ে যাবে। এই খরচের কথাটি মাথায় রেখে আবার সিম কার্ড জালিয়াতি রোধে করার জন্য সরকার নতুন নিয়ম চালু করতে চলেছে। ২০২৪ সালের ১লা জানুয়ারির পর থেকে সিমের কানেকশন নিতে গেলে ক্রেতাকে দিতে হবে ই-কেওয়াইসি। কাগজভিত্তিক কেওয়াইসি বাতিল করার ফলে অনেক অর্থ ব্যয় কমবে টেলিকম সংস্থা গুলির।

এই নতুন নিয়ম কিন্তু এখনই সরকার ঘোষণা করেনি। SIM Card নেওয়ার যে নতুন নিয়ম সেই নতুন নিয়ম ঘোষণা করেছিল কেন্দ্র সরকার গত আগস্ট মাসে। আগস্ট মাসে নতুন নিয়মের কথা ঘোষণা করলেও সেই সিদ্ধান্ত কার্যকর হতে বেশ বিলম্ব হয়েছে। দিনে দিনে সাইবার ক্রাইম প্রতারণার ঘটনা বাড়ছে। আর এই সাইবার ক্রাইম প্রতারণার ফলে লক্ষ লক্ষ মানুষ তাদের কষ্টের টাকা হারাচ্ছে।

Leave Rules (ছুটির নিয়ম)

এই ঘটনাকে রোধ করার জন্যই সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি ব্যক্তির সিম কার্ড যাচাই করণ পদ্ধতির। সাইবার প্রতারণার ঘটনা কে রোধ করার জন্য সরকার সম্প্রতি জালিয়াতি এবং অবৈধ লেনদেনের সঙ্গে যুক্ত ৭০ লাখ মোবাইল নম্বর ব্লক করেছে। নতুন নিয়ম যেমন সিম কার্ড কেনার ক্ষেত্রেও থাকছে আবার নতুন নিয়ম আসতে চলেছে টেলিকম সংস্থাগুলির জন্য ফ্রাঞ্চাইজি, ডিস্ট্রিবিউটর এবং পয়েন্ট অফ সেল (POS) এজেন্টদের ক্ষেত্রেও।

কম দামে ভারতীয় বাজারে মোবাইল ফোন আনল JIO. দুর্দান্ত ফিচার্সের সঙ্গে আরও আকর্ষণীয় অফার।

নিয়ম না মানলে জরিমানা

এই সমস্ত এজেন্টের রেজিস্ট্রেশন করাতে হবে। তারা যদি রেজিস্ট্রেশন না করায় তাহলে ১০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। রেজিস্ট্রেশন এর সময় হিসেবে তারা পাবেন এক বছর। আর একজন জাগরুক নাগরিক হিসাবে আপনাদের উচিত SIM Card কেনার আগে এই সম্পর্কে সকল তথ্য ঠিক করে জেনে নিয়ে তবেই কেনা। কারণ আপনারা সতর্ক হলেই তবে দেশ সতর্ক হবে, ধন্যবাদ।
Written by Nupur Chattopadhyay.

জেলায় জেলায় প্রাইমারি স্কুলে কর্মী নিয়োগ। বেতন 22000 টাকা।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment