ভারতবর্ষের একটি বড় সংখ্যার মানুষের প্রতি মাসে অন্ন সংস্থানের অন্যতম একটি উপায় হল রেশন কার্ড (Ration Card). কেন্দ্রীয় সরকারের তরফে বিনামূল্যে রেশন বিতরণের বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করা হলো। এই বিশেষ কাজটি না করলে আগামী মাস থেকে আর মিলবে না ফ্রি রেশন সামগ্রী। এখনো পর্যন্ত ভারতবর্ষের প্রচুর মানুষ দুবেলা দুমুঠো খাবার জোগাড় করার জন্য হিমশিম খেয়ে যান। আর সেই সমস্ত নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবারগুলিকে খাদ্য সুরক্ষা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে শুরু করা হয়েছে Ration Distribution. তবে এবারে রেশন পরিষেবায় এমন একটি পরিবর্তন আসতে চলেছে, যা জানলে একেবারে চমকে উঠবেন। তাই ফ্রি রেশন চালু রাখতে চলতি মাসেই ব্যবস্থা নিন।
Ration Card and Free Ration Distribution
কেন্দ্রীয় সরকারের রেশন পরিষেবার সাথে যুক্ত থাকা লক্ষাধিক মানুষকে প্রতি মাসে সম্পূর্ণ বিনামূল্যে চাল ডাল এবং খাদ্য সামগ্রী দেওয়া হয়ে থাকে। ২০২০ সাল থেকেই সম্পূর্ণ বিনামূল্যের রেশন পরিষেবা শুরু হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে। তবে সম্প্রতি বহু গ্রাহক রেশন সামগ্রী পাওয়া নিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকেই যথাযথ পরিমাণে রেশন পাচ্ছেন না বলে অভিযোগ। এই সমস্ত সমস্যার সমাধান এবং দুর্নীতির প্রকোপ বন্ধ করার জন্য কেন্দ্রের তরফে বড় পদক্ষেপ নেওয়া হল। বর্তমানে ভারতের যে সমস্ত রেশন গ্রাহক রয়েছেন, সকলকেই এই কাজটি বাধ্যতামূলকভাবে করতে হবে।
রেশন বিতরণ নিয়ে কড়া নিয়ম চালু
রেশন কার্ড এবং রেশন বিতরণ (Ration Distribution) প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকার এবার কঠোর হচ্ছে। নিয়মে আছে একাধিক পরিবর্তন এবং কড়া পদক্ষেপ। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুসারে, রেশন কার্ড চালু রাখতে হলে প্রত্যেকটি গ্রাহকের কেওয়াইসি (KYC) করিয়ে নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। যে সমস্ত গ্রাহকেরা এখনও পর্যন্ত কার্ডের সাথে কেওয়াইসি (KYC) করিয়ে নেননি, তাদের রেশন গ্রহণ একেবারেই বন্ধ হয়ে যাবে। আগামী মাস অর্থাৎ আগস্ট মাস থেকেই সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে চলেছে বিনামূল্যে রেশন পরিষেবা। তবে সেটি শুধুমাত্র KYC না করা গ্রাহকদের জন্যই প্রযোজ্য হবে।
রেশনের সঙ্গে কেওয়াইসি করার কারণ কী?
বর্তমানে বিভিন্ন সরকারি প্রকল্পে যে বিপুল পরিমাণে দুর্নীতির প্রভাব বিস্তার হয়েছে, সেটিকে আটকানোর জন্যই মূলত রেশন কার্ডের সঙ্গে কেওয়াইসি করার বিষয়টি শুরু করা হয়েছে। এর ফলে প্রতিটি উপভোক্তার নামে একটি করে রেশন কার্ড থাকবে। উপভোক্তাদের আধার কার্ডের সঙ্গেই বায়োমেট্রিক সংযুক্ত করনের মাধ্যমে এই রেশন কার্ড লিঙ্ক করানো থাকবে। এর ফলে রেশন দোকানে গিয়ে রেশন তোলার জন্য প্রয়োজন হবে গ্রাহকের ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক ডিটেইল।
আরও পড়ুন, ব্যাংকের ঋণ এর কিস্তি মকুব? যারা লোন নিয়েছেন বা নেবেন দেখুন।
কীভাবে KYC করাবেন?
রেশন কার্ডের সঙ্গে কেওয়াইসি করার জন্য উপভোক্তাদের নিকটবর্তী রেশন দোকানে চলে যেতে হবে। সেখানে গেলেই বিশেষজ্ঞ রেশন ডিলারদের দ্বারা অনায়াসেই বায়োমেট্রিক সংযুক্তকরণ ও KYC এর কাজ সম্পন্ন হবে। এই কাজ করার জন্য একটিও টাকা লাগবে না গ্রাহকদের। তবে এতদিনের নির্দেশিকার পরেও যদি এবারেও কোন রেশন গ্রাহক কেওয়াইসি না করান, তাহলে রেশন পরিষেবা থেকে একেবারেই বঞ্চিত হবেন সেই সমস্ত উপভোক্তা।
রেশন কার্ডের KYC অনলাইনে কিভাবে করবেন?
অফলাইনে রেশন দোকানে গিয়ে কেওয়াইসি করার পাশাপাশি বাড়িতে অনলাইন পোর্টালে লগইন করেও এই কাজ করতে পারেন আপনি। এক্ষেত্রে রেশনের অনলাইন পোর্টালে লগইন করে আধার নম্বর ও রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি এর সাহায্যে কেওয়াইসি আপডেট করাতে হবে। তবে বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্টের কোন সমস্যা থাকলে অফলাইন সেন্টারে গিয়েই আধারের কেওয়াইসি আপডেট করাতে হবে উপভোক্তাদের।
আরও পড়ুন, আপনার জরুরী প্রয়োজনে টাকার দরকার হলেই, সরকারের এই প্রকল্পে আবেদন করুন।
উপসংহার
রেশন কার্ড এবং রেশন প্রকল্পে একাধিক দুর্নীতি মুক্ত করে ভারতের সঠিক উপভোক্তাদের কাছে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই রেশন ই কেওয়াইসি করা হচ্ছে। এরপরে প্রকৃত গ্রাহকদের কাছেই রেশনের খাদ্য সামগ্রী পৌঁছবে এবং রেশন দোকান থেকে খালি হাতে আর ফিরে যেতে হবে না যোগ্য উপভোক্তাদের। সুতরাং সময় থাকতে সরকারি নির্দেশিকা অনুযায়ী রেশন পেতে ব্যবস্থা নিন।