Petrol Refill – পেট্রোল ডিজেল সঞ্ছয়ের কিছু সহজ নিয়মাবলী, মানলে হবেন লাভবান।
মূল্যবৃদ্ধির এই বাজার এ পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোয়া (Petrol Refill)। তার উপর রাশিয়া ইউক্রেনের পারস্পরিক যুদ্ধের ফলে আরও হু হু করে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। আর এই আকাশ ছোয়া দামের হাত থেকে বাঁচতে অনেকেই কম টাকার পেট্রোল কেনেন। কিন্তু জানেন কি এর মাধ্যমে আপনারা আরও বড় প্রতারণার শিকার হতে পারেন?
অনেক অসাধু পেট্রোল পাম্প কর্তপক্ষ রয়েছে যারা ক্রমাগত গ্রাহকদের ঠকিয়ে লাভ করে চলেছেন। তাদের এই প্রতারণা এড়াবেন কি ভাবে? এর জন্য কিছু বিষয় মাথায় রাখতে হবে আপনাদের, নিজের ক্ষতি রুখতে হবে নিজেকেই (Petrol Refill)। জেনে নিন কিভাবে। বেশিরভাগ মানুষই পেট্রোল পাম্পে গিয়ে ১০০, ২০০ এবং ৫০০ টাকার রাউন্ড ফিগারে তেল ভর্তি করান। অনেক সময় পেট্রোল পাম্প মালিকরা রাউন্ড ফিগার ঠিক করে রাখেন মেশিনে। ফলে গ্রাহকরা অনেক বেশি পরিমাণে প্রতারিত হন।
এই প্রতারণা থেকে বাঁচতে আপনাকে কয়েকটি সতর্কতা অবলম্বন করতে হবে। রাউন্ড ফিগারের টাকায় কখনোই তেল ভরাবনে না। প্রয়োজনে রাউন্ড ফিগারের থেকে 10 বা 20 টাকা বেশি দিয়ে তেল ভরিয়ে নেবেন (Petrol Refill)। এতে প্রতারণার সম্ভাবনা কমে যাবে অনেকটাই। এছাড়াও আরও ভালো হয় যদি আপনি লিটারের হিসেবে পেট্রোল বা ডিজেল গাড়িতে ভরান। হাতে যদি খুচরো পয়সা না থাকে তাহলে পে করেদিন অনলাইনে।
বাইকের ট্যাংক একদম খালি অবস্থায় কখনই পেট্রোল ভরাবেন না। ট্যাংক সম্পূর্ণ খালি থাকলে তাতে কিছু পরিমাণ বাতাস ভরে থাকে (Petrol Refill)। তাই পেট্রোল ভরানোর সময় হিসেবের গোলমাল হতে পারে। সবসময় অর্ধেক ট্যাংক ভর্তি থাকা অবস্থায় পেট্রোল ভরিয়ে নিন।
পেট্রোল চুরি করতে পাম্প মালিকরা অনেক সময় আগে থেকেই মিটারে কারসাজি করে রাখে। যদিও সব পেট্রোল পাম্পই প্রতারণা করেনা কিন্তু কিছু কিছু পেট্রোল পাম্প এই ধরনের লোক ঠকানোর কাজে যুক্ত রয়েছে। বিশেষজ্ঞদের মতে, অনেক পেট্রোল পাম্প এখনো পুরনো প্রযুক্তিতে চলে তাই তাতে কারচুপি করা খুবই সহজ।
পেট্রোল ভরানোর সময় আপনাদের আরো একটা কথা মনে রাখতে হবে। পেট্রোল সবসময় ডিজিটাল মিটার যুক্ত মেশিন থেকে ভরবেন এতে প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যায়। পুরনো প্রযুক্তির মেশিন থেকে পেট্রোল ভরালে অনেক সময় মিটার এর গন্ডগোলের জন্য পেট্রোল কম পরিমাণে ভরার সম্ভাবনা থাকে (Petrol Refill)। তাই পেট্রোল ভরানোর আগে নিশ্চিত করে নিন মেশিনটি ডিজিটাল কিনা। এছাড়াও পেট্রোল ভরানোর আগে মেশিনের মিটার শূন্য সেট করা আছে কি না তা অবশ্যই চেক করে নেবেন।
আবার অনেক ক্ষেত্রে দেখা যায় পেট্রোল ভরানোর সময় অনেক মানুষই গাড়ি থেকে নামেন না। এর সুযোগে কারসাজি করার সুযোগ পায় পেট্রোল পাম্পের লোকরা। তাই পেট্রোল বা ডিজেল ভরানোর সময় অবশ্যই গাড়ি থেকে নেমে মিটার এর কাছে গিয়ে সমস্ত ব্যবস্থাটি চেক করে নেবেন।
পেট্রোল ডিজেলের এই আকাশ ছোয়া দামের পাশাপাশি পেট্রোল পাম্পের মালিকদের কারসাজি খুবই অসুবিধেয় ফেলেন গ্রাহকদের। তাই প্রতারণার হাত থেকে বাঁচতে অবশ্যই সতর্ক হন। আরো খবর জানতে পেজ টিকে ফলো করুন। ধন্যবাদ।
আরও দেখুন : এবার ঘরে বসে অনলাইনে রিনিউ করুন আপনার ড্রাইভিং লাইসেন্স।