আকাশ ছোঁয়া মোবাইল রিচার্জ এর খরচ থেকে এবার দেশের মানুষকে স্বস্তি দিল TRAI. Telecom News and statistics এর রেকর্ড অনুযায়ী বিগত কয়েক বছর ধরে ক্রমেই বেড়ে চলছে রিচার্জ প্ল্যানের দাম, ফলে হিমশিম খেতে হচ্ছে গরিব মানুষদের। এদিকে মোবাইল রিচার্জ না করিয়েও উপায় নেই। সেই সমস্যা থেকে মুক্তি দিতে এবার বিশেষ সিদ্ধান্ত নিয়েছে ভারতের টেলিকম অথরিটি তথা কেন্দ্রীয় টেলিচম মন্ত্রক TRAI. যেটুকু পরিষেবা নেবেন শুধু সেটুকু খরচ দেবেন, এর বাইরে এক টাকাও নয়। ট্রাই এর এই উদ্যোগে উপকৃত হতে চলেছেন বিপুল সংখ্যক মোবাইল ব্যবহারকারীরা। আসলে এই নিয়মটি কি? কাদের সুবিধা হবে এতে? সেটাই আজকের আলোচ্য বিষয়।
Telecom News on Mobile Recharge Tariff Hike
TRAI new rules
ট্রাইয়ের পরিকল্পনা অনুযায়ী, যাঁরা মোবাইল ডেটা ব্যবহার করেন না, তাঁদের জন্য বিশেষ রিচার্জ কুপন আনা হচ্ছে। এই কুপনের মাধ্যমে গ্রাহকরা শুধুমাত্র ভয়েস কল এবং এসএমএস-এর জন্য টাকা পরিশোধ করবেন। মেয়াদও গ্রাহকদের চাহিদা অনুযায়ী নির্ধারণ করা হবে ৯০ দিন থেকে ৩৬৫ দিন পর্যন্ত। ফলে ডেটা ব্যবহার না করেও অযথা খরচ করা থেকে রেহাই পাবেন গ্রাহকরা।
নতুন নিয়মের সুবিধা
- গ্রাহকদের অপ্রয়োজনীয় খরচ থেকে মুক্তি।
- দীর্ঘমেয়াদি রিচার্জ প্যাকেজের ফলে বারবার রিচার্জ করার ঝামেলা এড়ানো যাবে।
- গ্রামীণ এবং নিম্ন-আয়ের মানুষের আর্থিক সুরক্ষা বৃদ্ধি।
- সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষভাবে সহায়ক।
আরও পড়ুন, ব্যবসা শুরু করতে টাকা দিচ্ছে মোদী সরকার। এই প্রকল্পে আবেদন করলেই একাউন্টে টাকা ঢুকবে
কারা উপকৃত হবেন?
এই নতুন নিয়মে সবচেয়ে বেশি উপকৃত হবেন দেশের গ্রামীণ অঞ্চলের মানুষ, যাঁদের অনেকেই এখনও স্মার্টফোন ব্যবহার করেন না। সমীক্ষা বলছে, ভারতে প্রায় ১৫০ মিলিয়ন মানুষ এখনও স্মার্টফোনবিহীন। এঁদের মধ্যে অনেকেই শুধুমাত্র ভয়েস কল এবং SMS এর জন্য রিচার্জ করেন, কিন্তু ডেটার জন্যও টাকা দিতে হয়। এই নিয়ম কার্যকর হলে বিশেষত সিনিয়র সিটিজেন এবং সাধারণ ফোন ব্যবহারকারীরা আর্থিকভাবে স্বস্তি পাবেন। নতুন নিয়মের ফলে কেউ যদি শুধু ভয়েজ কলিং এর জন্য রিচার্জ করেন, তার ডেটা এর জন্য টাকা দিতে হবে না। অর্থাৎ নুন্যতম মোবাইল রিচার্জের দাম কমে যাবে।
আরও পড়ুন, জানুয়ারি মাসেই শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। আপনার এলাকায় কবে হবে জেনে নিন
টেলিকম সংস্থাগুলোর প্রতিক্রিয়া
ট্রাই ইতিমধ্যেই রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং অন্যান্য টেলিকম সংস্থার সঙ্গে আলোচনায় বসেছে। এই সিদ্ধান্তকে সব পক্ষই ইতিবাচকভাবে গ্রহণ করেছে। টেলিকম সংস্থাগুলি বলছে, এটি শুধু গ্রাহকদের সুবিধা দেবে না, বরং দীর্ঘমেয়াদে ব্যবসার ক্ষেত্রেও উপকারী হবে।
আরও পড়ুন, PAN CARD নিয়ে বড় ঘোষণা। বছরের শুরুতে নতুন নিয়ম চালু করল কেন্দ্র সরকার
চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা
এই নিয়ম কার্যকর করতে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। যেমন, গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, টেলিকম সংস্থাগুলিকে এই নিয়ম মেনে চলতে বাধ্য করা ইত্যাদি। তবে ট্রাইয়ের বিশ্বাস, এই উদ্যোগ সফল হলে দেশের টেলিকম পরিষেবার খরচ উল্লেখযোগ্যভাবে কমবে।
Written by Nabadip Saha.