বর্তমানে অনেকেই শখের বসে বা ভাগ্য নির্ধারণ করতে লটারি কেটে থাকেন। আপনি কি জানেন Tax on Lottery বা লটারি জিতলে সরকার কে ট্যাক্স দিতে হয়? কত টাকা লটারি জিতলে কত টাকা ট্যাক্স দিতে হয়, জেনে নিন।
Tax on lottery winnings income in india
আপনি কি ভারতের বাসিন্দা? নিয়মিত লটারি কাটেন? ভাবছেন লটারি জিতলেই অনায়াসেই সব টাকা একাউন্তে ঢুকবে? সেক্ষেত্রে একটু ভুল ভাবনা রয়েছে আপনার। কারণ লটারি জিতলে ভাগ্যের ফেরে অনেক টাকা তো আপনার ঘরে ধুকবেই। তবে তার সাথে অনেক টাকা ট্যাক্স হিসাবে সরকারের খাতায় ও জমা করতে হয়।
লটারি জিতলে কি কর দিতে হয়?
লটারিতে কোটি টাকা জিতলে তার অনেকটাই দিতে হয় সরকারের কাছে Tax on Lottery বা ট্যাক্স রূপে। যার পর গ্ৰাহকের লাভ খুব কমই থাকে। আয়করের নিয়ম অনুযায়ী, লটারি বা প্রতিযোগিতায় জেতা অর্থের ওপর ৩০ শতাংশ ফ্ল্যাট কর দিতে হয়। এই করের কোনো মৌলিক ছাড়ের সীমা নেই, অর্থাৎ যে কোনও পরিমাণ অর্থ জিতলে এই হারেই কর দিতে হবে। সাধারণ হিসাবে বলা যায় ১০০ টাকা লটারিতে জিতলে ৩০ টাকা ট্যাক্স দিতে হবে। তবে টাকার অংকের উপর সেই সীমা কম বেশি হতে পারে।
১ কোটি টাকার লটারি থেকে কত ট্যাক্স কাটা হয়?
করের হার ও হিসাবঃ
বর্তমান আয়করের নিয়ম অনুযায়ী, লটারি বা প্রতিযোগিতায় অর্থ জিতলে ৩০ শতাংশ কর আরোপ করা হয়। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি যদি লটারি জিতে ১ কোটি টাকা পান, তবে তাঁকে ৩০ শতাংশ কর দিতে হবে। এর মানে, ১ কোটি টাকার ৩০ শতাংশ হল ৩০ লক্ষ টাকা। ফলে, ১ কোটি টাকার পুরস্কার জিতলেও, কর দেওয়ার পর বাড়ি নিয়ে যেতে পারবেন কেবল ৭০ লক্ষ টাকা। তবে সেই টাকায় ও ভাগ বসাতে পারে অন্যান্য খরচ।
এটা শুধু বড়ো অঙ্কের পুরস্কারের ক্ষেত্রে নয়, ছোট অঙ্কের পুরস্কারের ক্ষেত্রেও Tax on Lottery প্রযোজ্য। ধরুন, কেউ যদি ১ লক্ষ টাকা লটারি জিতেন, তাঁকে ৩০ হাজার টাকা Tax on Lottery হিসাবে কর দিতে হবে। অর্থাৎ, হাতে পাবেন মাত্র ৭০ হাজার টাকা।
লটারি প্রাইজ মানি কিভাবে পাওয়া যায়?
লটারি জেতার পর অনলাইন বা অফলাইনে লটারি সংশ্লিষ্ট লটারি সংস্থার কাছে বিজয়ী টিকিট টি জমা দিতে হয়। এবং পুরস্কারের অর্থ থেকে ট্যাক্স কেটে বিজয়ীকে দেওয়া হয়। লটারি বা প্রতিযোগিতায় জেতা অর্থের ওপর কর দেওয়ার নিয়মটি মোটামুটি সরল, তবে এর প্রভাব ব্যাপক। লটারি বা প্রতিযোগিতার পুরস্কার হিসেবে পাওয়া অর্থকে মোট আয়ের অংশ হিসেবে ধরা হয় এবং এর ওপর নির্ধারিত হারে কর দিতে হয়। এখানে কোনো মৌলিক ছাড় নেই, ফলে কোনো ব্যক্তি যে পরিমাণ অর্থ জিতবেন তার পুরো অংশের ওপর ৩০ শতাংশ কর আরোপ হবে।
আরও পড়ুন, লটারি জেতার গোপন সুত্র। এই সংখ্যার লটারি কাটলেই পুরষ্কার জেতার চান্স বেড়ে যাবে।
এর ফলে, বড়ো পুরস্কার জিতলেও পুরস্কারের পুরোটা হাতে পাওয়া যায় না। প্রায় ৩০ শতাংশ অর্থ কর হিসেবে চলে যায়, যা অনেকের জন্য হতাশাজনক হতে পারে। তবুও, এই নিয়মটি প্রয়োগ করা হয় সরকারের আয় বৃদ্ধির জন্য এবং যাতে সমস্ত আয়করদাতারা সঠিকভাবে কর পরিশোধ করেন।
Written by Nabadip Saha.