তালিবানদের দখলে এখন গোটা আফগানিস্থান তা আমাদের সকলেরই জানা । কিন্তু ওই দেশের সন্ত্রাসবাদের ভারতীয় উপমহাদেশে প্রভাব পড়ার আশঙ্কায় বিভর এখন প্রতিরক্ষা বিশ্লেষকেরা । তাদের আশঙ্কা যে একেবারেই মিথ্যা নয় তারও প্রমাণ মিলেছে । সদ্য বাংলাদেশ পুলিশের জালে আটক হয়েছে আল-কায়েদার শাখা সংগঠন আনসার আল ইসলামের দুই জঙ্গি । গত মঙ্গলবার RAB জওয়ানরা তাদের গ্ৰেফতার করেছে বাঁশখালি ও হাটহাজারি থেকে । ধৃত দুই জঙ্গির নাম প্রকাশ্যে এসেছে । প্রথমজন হল মেরাজুল আবরার ও দ্বিতীয়জন সাহিদ হোসেন । তাদের ফোন এবং কিছু বই বায়েজাপ্ত করা হয়েছে বলেই এখনো পর্যন্ত জানা গেছে । তবেকি বাংলাদেশ হয়ে ঘুর পথে ভারতে প্রবেশের চেষ্টা করছে তালিবান? আশঙ্কা বাড়ছে বিশ্লেষকদের। যদিও তালিবান আগেই বিবৃতি দিয়েছে কাশ্মীর ইস্যু নিয়ে তাদের কোনও আগ্রহ নেই, তবুও গ্যারান্টি কি আছে?