স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে পাবেন? SVMCM Scholarship Status Check বা কবে টাকা ঢুকবে দেখে নিন।

আপনিও কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (SVMCM Scholarship) মাধ্যমে টাকা পান? তাহলে আজকের এই খবরটি সেই সকল পড়ুয়াদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (Swami Vivekananda Scholarship) জন্য আবেদন করেছিলেন তাদের স্ট্যাটাস আপডেট করল এবার পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal). অনেক দিন ধরে শিক্ষার্থীরা আবেদন করে বসে আছেন এই স্কলারশিপে (Scholarship).

Advertisement

SVMCM Scholarship Status Check

কিন্তু টাকা ঢোকেনি এখনো তাদের একাউন্টে। এই দিকে জানা যাচ্ছে অনেকের SVMCM Scholarship এর আবেদন নাকি এখনো এপ্রুভই করা হয়নি বিকাশ ভবন (Bikash Bhavan) মারফত। তাদের কি হবে? কবে আদৌ টাকা পাবেন এই সব প্রার্থীরা? সেই নিয়ে সংবাদ মিলেছে বর্তমানে। জানা যাচ্ছে এই মে মাস অথবা জুন মাসেই স্ট্যাটাসে বড়সড় পরিবর্তন আসতে পারে আবেদনকারীদের। তবে কি খুব শীঘ্রই টাকা ঢুকবে তাদের একাউন্টে?

Advertisement

SVMCM Scholarship টাকা ঢুকতে দেরি কেন?

কেন এখনো বিবেকানন্দ স্কলারশিপের টাকা ঢোকেনি একাউন্টে? দেরি হওয়ার কারণ কি? তবে আপনাদের বলে রাখি এই জন্য অনেকেই লোকসভা নির্বাচনকে দায়ি করছেন। গোটা দেশে বর্তমানে ভোট পর্ব চলছে। স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অন্যান্য সরকারি কর্মচারী সকলেরই ডাক পড়েছে ভোটের ডিউটি দিতে। এই কারণে শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ এই মুহূর্তে। সেই সঙ্গে বন্ধ বেশ কিছু অফিস কাছারিও।

যে সমস্ত দপ্তরে SVMCM Scholarship আবেদন পত্র ভেরিফিকেশন হয়, সে গুলোতে অ্যাপ্রুভ করা হয়, বা টাকা দেওয়ার জন্য ফান্ড বরাদ্দ করা হয়, কর্মীর অভাবে সেই সব অফিস গুলোতেও কাজ চলছে না এখন। এই কারণেই বর্তমানে স্কলারশিপের টাকা দেওয়ার প্রক্রিয়া থমকে রয়েছে। আর এই ভোট ও ভোট গণনার পর্ব না মেটা পর্যন্ত এই সম্পর্কে কোন আপডেট পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

When SVMCM Scholarship Money Credit on Bank Account?

আগেই বলা হয়েছে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অনেক আবেদনকারীদের আবেদন এখন গ্রহণ করেনি রাজ্য সরকার। আবার কারোর কারোর অনুমোদন চলে এলেও ফান্ড বরাদ্দ করা হয়নি। এই পরিস্থিতিতে কার কত সময় লাগতে পারে টাকা পেতে? তবে বলে রাখি যাদের আবেদন ছাড়পত্র পেয়ে গিয়েছে শুধু টাকা স্যাংশন হতে বাকি, তাদের খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে একাউন্টে।

Advertisement

আগামী ৪ জুন ভোটের রেজাল্ট। ভোট মিটলে জুন মাস থেকেই শুরু হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (SVMCM Scholarship) টাকা ছাড়ার কাজ। সেক্ষেত্রে মোটামুটি ১০ তারিখের পর থেকে একাউন্টে টাকা পেতে শুরু করতে পারেন আবেদনকারীরা। তবে এক সঙ্গে সকলের টাকা ঢুকবে না। অপেক্ষা করুন, এক মাস কিংবা দু মাসের মধ্যেই আস্তে আস্তে সবার একাউন্টে টাকা দিয়ে দেবে রাজ্য।

বাকিদের এখন কি করণীয়?

এবার আসি অন্য কথায়, যাদের এখনো আবেদন অনুমোদনই পায়নি তাদের কবে টাকা মিলবে? এই সব প্রার্থীদের আগে ভেরিফিকেশন করা হবে, তারপরে ফান্ড অ্যালট করা হবে, এবং অবশেষে টাকা মিলবে একাউন্টে। এই জন্য বেশ কিছুটা সময় লাগতে পারে (SVMCM Scholarship). তবে নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে ছাত্র ছাত্রীরা তাদের আবেদন দ্রুত ভেরিফাই করার জন্য আর্জি জানাতে পারে।

মেধাশ্রী স্কলারশিপ (Medhashree Scholarship)

তাহলে কি কলেজ পাস হয়ে যাওয়ার পর টাকা পাবেন?

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অনেক কলেজ পড়ুয়া আবেদনকারীদেরই ভয় একটা। আগামী জুন জুলাই মাসেই তাদের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা। এই দিকে টাকা ঢুকতে যদি দেরি হয় ততদিনে ডিগ্রি শেষ হয়ে যাবে তাদের। তখন কি আর টাকা পাওয়ার যোগ্য থাকবেন কেউ? তবে বলে রাখি আগামী সেপ্টেম্বর মাসে পুনরায় শুরু হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (SVMCM Scholarship) আবেদন।

এই পরীক্ষায় পাশ করলে বছরে 12000 টাকা পাবে পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীরা।

আর তার আগেই চলতি প্রক্রিয়ার সমস্ত টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকার। যারা জুন জুলাইতে পরীক্ষা দেবে তাদের রেজাল্ট বেরোতে বেরোতে মোটামুটি আগস্ট সেপ্টেম্বর হবে। আর যতদিন না রেজাল্ট বের হচ্ছে তাদের ডিগ্রি ও শেষ হবেনা। তাই SVMCM Scholarship টাকা ছাড়লে অবশ্যই তাদের একাউন্টে পাবে ছাত্র ছাত্রীরা। এই সম্পর্কে ভবিষ্যতে আরও আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment