Summer Vacation – গরমের ছুটির মধ্যেই স্কুলে যাওয়ার নির্দেশ।
গত ১৫ই জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে গরমের ছুটি (Summer Vacation West Bengal) থাকলেও গত সপ্তাহে তীব্র গরমের জন্য সেই ছুটি আবার ১২ দিন বাড়িয়ে দেওয়া হয়। তবে স্কুল বন্ধ থাকলেও কয়েকটি কারনের জন্য স্কুল খোলা রাখতে বলা হয়েছে।
এবং গত দুইদিন তাপমাত্রা নিয়ন্ত্রনে আসায় আজ মুখ্যমন্ত্রীর দপ্তরে স্কুল খোলার জন্য লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে, আগামী সোমবার থেকে স্কুল খোলার আর্জি জানানো হয়েছে। সব মিলিয়ে নির্ধারিত দিনের আগেই পশ্চিমবঙ্গে খুলতে পারে স্কুল। এদিকে গরমের ছুটিতে (Summer Vacation) স্কুল বন্ধ থাকার অর্ডার থাকলেও স্কুল খোলা রেখে শিক্ষকদের উপস্থিত থাকতে বলা হয়েছে, দেখা যাক কোন কোন কারনে স্কুল খোলা থাকবে।
ছুটির মধ্যেই যে সমস্ত কাজ সারতে হবেঃ
১) প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত পড়ুয়াদের গরমের ছুটির মধ্যে আবার মিড ডে মিল সামগ্রী দেওয়া হবে, সেই জন্য সমস্ত শিক্ষককে অন্তত তিন দিন স্কুলে যেতে হবে, জেলা ও স্কুল ভেদে এই তারিখ নির্ধারিত হবে। Summer Vacation
২) গরমের ছুটির (Summer Vacation) পর সমস্ত পড়ুয়াদের নীল সাদা ড্রেস দেওয়া হবে, যে সমস্ত স্কুল এখনো ড্রেসের মাপ দেয়নি, ছুটির মধ্যেই স্কুল খোলা রেখে পড়ুয়াদের ড্রেসের মাপ নিয়ে জমা করতে হবে, এই মর্মে জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিস থেকে নির্দেশ এসেছে।
পহেলা জুলাই থেকে সপ্তাহে 3 দিন ছুটি, দিনে ১২ ঘন্টা কাজ, দুবার বেতন বৃদ্ধি, জানুন
৩) মাধ্যমিকের রেজাল্টের পর সমস্ত পড়ুয়াদের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য সমস্ত দিন স্কুল খোলা থাকবে। এছাড়া আগামী ২০ তারিখ পর্যন্ত উচ্চ মাধ্যমিক পাশ পরীক্ষার্থীদের খাতা রিভিউ করার আবেদন চলবে।
৪) উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলি হওয়া শিক্ষকেরা গরমের ছুটির (Summer Vacation) মধ্যেই নতুন স্কুলে যোগদান করবেন।
আরও পড়ুন, রোজ 1 জিবি ডেটা, ফ্রি কল, 150 টাকার সেই আগের প্লান ফিরিয়ে আনলো জিও, দেখুন
সংবাদমাধ্যম সুত্রের খবর আজই স্কুল খোলা নিয়ে আরেক দফা আলোচনা হতে পারে। নতুন করে ছুটি বাড়ানোর পর বিভিন্ন মাধ্যমে সমালোচনার মুখে পড়তে হয় রাজ্যকে। অন্যদিকে ছুটি ঘোষণার পরই রাজ্যের আবহাওয়া আবার পরিবর্তিত হয়েছে। এই মুহূর্তে স্কুল খোলা উচিত? আপনার কি মনে হয়, নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপডেট আসছে।
আরও পড়ুন, আজ থেকে ফের বাড়ল LPG গ্যাসের দাম, অতিরিক্ত কত টাকা চোকাতে হবে