Summer Vacation – গরমের ছুটিতে কাটছাঁট, ১৬ তারিখ থেকেই শিক্ষা প্রতিষ্ঠানে কাজকর্ম শুরু।

Summer Vacation – গরমের ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত

দুই বছর পর স্কুল কলেজ খুলেছে, আর তীব্র গরম পড়ায় আবার ছুটি (Summer Vacation) ঘোষণা করা হয়েছে। কিন্তু স্কুল কলেজ খোলার পর শিক্ষক অধ্যাপকেরা ক্লাস নিয়েই বুঝেছেন, এই দুই বছরে শিক্ষার্থীরা অনেক কিছুই ভুলে গেছে। আর এই দেড় মাস ক্লাস হওয়াতে কিছুটা মেকাপ করা গেছে। আর তার মধ্যে আবার নতুন করে দীর্ঘ ছুটি পড়ে যাওয়ায় আবার পড়াশোনার ব্যাপক ক্ষতি হবে বলে মনে করছেন শিক্ষক থেকে অবিভাবকেরা।

যার জেরে রাজ্য শিক্ষা দপ্তরের ছুটি (Summer Vacation) দেওয়ার সিদ্ধান্তের পুনর্বিবেচনার আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। আর গত ৮ তারিখ সেই মামলা গৃহীত হয়। ১৯শে মে মামলাটির পরবর্তী শুনানী। আর তার আগেই গরমের ছুটি নিয়ে নয়া সিদ্ধান্ত।

গতকাল রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে আগামী ১৫ই মে এর পর অর্থাৎ ১৬ মে থেকে পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয় (West Bengal State University) বা বারাসাত বিশ্ববিদ্যালয় গতকাল এই বিজ্ঞপ্তি জারি করেছে। অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয় ও আগামী ১৬ ই মে থেকে খুলতে পারে। Summer Vacation

প্রসঙ্গত উল্লেখ্য, গরমের ছুটি (Summer Vacation) দেওয়ার পর থেকেই বিতরক শুরু হয়েছে, আর তার পরেই এই সিদ্ধান্ত। তবে নিয়মিত কবে থেকে অফলাইন ক্লাস শুরু হবে তা এখনো জানানো হয়নি। এদিকে স্কুল কবে খুলবে, সেই বিষয়েও শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, এই বিষয়ে ভাবনাচিন্তা চলছে।

 অনলাইনে মোবাইল থেকে দেখে নিন এ সপ্তাহের লটারির রেজাল্ট

তবে আগামী ১৯শে মে যেহেতু গরমের ছুটি (Summer Vacation) নিয়ে মামলা রয়েছে, তাই ১৯শে মে তে আদালতের সিদ্ধান্ত কি হয়, তার পর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই মনে করছেন অনেকে। যদিও ১৯শে মে এর পর আবার গরমের ছুটি পড়ে যাচ্ছে আদালতে। তাই ১৯ তারিখের মধ্যে এই মামলা শেষ না হলে স্কুল বন্ধই থাকবে, যদিনা শিক্ষা দপ্তর নতুন কোনও সিদ্ধান্ত না নেয়।

এবার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশ করলেই পাবে এই ৫টি স্কলারশীপ।

১৬ তারিখ থেকে তো কলেজ খুলে গেলো (Summer Vacation), এই মুহূর্তে স্কুল কি খুলে দেওয়া উচিত? নিচে কমেন্ট করে জানাবেন। এছাড়া শিক্ষা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পেতে EK24 News এর সঙ্গে থাকুন।

পশ্চিমবঙ্গের ডিএ মামলার রায়, AICIP হারে ডিএ কবে পাবেন,

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment