Starlink Internet – 2 বছর বিনামূল্যে ইন্টারনেট পরিষেবার দিন শুরু। Jio Airtel এর ঘুম উড়িয়ে সিদ্ধান্ত নিল Elon Musk.

ভারতের বাজারে জিও কে টেক্কা দিতে এবার বড় চাল খেললেন Starlink Internet এর কর্ণধার এলন মাস্ক (Elon Musk). মাস্কের স্টারলিংক ইন্টারনেট কোম্পানির নাম আমরা সকলেই শুনেছি। সারা বিশ্ব অত্যন্ত জনপ্রিয় এর ইন্টারনেট পরিষেবা (Satelite Internet Service). এবার এই কোম্পানি ঘোষণা করল তার সমস্ত গ্রাহকদের জন্য ২ বছরের রিচার্জ বিনামূল্যে দেওয়ার। এই দু’বছর একটা টাকা পয়সা দিতে হবে না কাউকে।

Starlink Internet Provide Free Service.

উল্টে গ্রাহকরাই পাবেন সমস্ত সুবিধা আনলিমিটেড। ভয়েস কল থেকে শুরু করে ভিডিও কল মেসেজ এবং আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন প্রত্যেক দিন। যদিও Starlink Internet এই দেশে চালু হয়নি এখনো। কিন্তু তাও ভারতের ইন্টারনেট ব্যবহারকারীরা চাইলে এর সুবিধা নিতে পারেন বলে জানিয়েছেন ইলন মাস্ক।
বর্তমানে ভারতের ইন্টারনেট বাজার কাঁপিয়ে চলেছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio).

২০১৬ সালে জিও কোম্পানিটি তৈরি হয়। আর প্রথম থেকেই এটি রণনীতি সাজিয়েছিল সুপরিকল্পিতভাবে। যার কারণে দেশের বড় বড় কোম্পানি গুলি যেমন এয়ারটেল (Airtel), ভোডাফোন (VI) কেও টেক্কা দিতে সক্ষম হয় এই সংস্থা। গ্রাহকদের হাত করার জন্য এই কোম্পানিই প্রথম চালু করেছিল আনলিমিটেড রিচার্জ প্ল্যান। জিওর এই প্ল্যান গুলিতে বরাবরই দাম সস্তা কিন্তু সুবিধা বেশি। এবারে এই একই রাস্তায় হাটতে চলেছে Starlink Internet.

তাছাড়াও বিভিন্ন সময়ে নানা ধরনের আকর্ষণীয় অফার গ্রাহকের দেয় এই সংস্থা। এই সব কারণেই বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় নেটওয়ার্ক জিও। তবে এবার জিও চালেই জিও কে বাজিমাত করতে চলে এলো এলন মাস্কের স্টার লিংক (Starlink Internet). তাহলে এবারে এই ইন্টারনেট পরিষেবা কবে থেকে শুরু হতে চলেছে? এবারে এই সম্পর্কে আরও তথ্য জেনে নিন।

Starlink Internet Free Recharge Plan

স্টারলিংক বর্তমানে X কোম্পানির অধীনে। X অর্থাৎ আগে যার নাম ছিল টুইটার। ২০২৩ সালে X কোম্পানিটি প্রথম এই দু বছরের রিচার্জ বিনামূল্যে দেওয়া‌ শুরু করে। এই পরিষেবাটি মূলত ঘোষণা হয়েছিল আইফোন প্রিমিয়াম ইউজারদের (Iphone Premium User) জন্য। এই মোবাইলে যারা যারা এক্স অর্থাৎ টুইটার ব্যবহার করেন সকলেই নিতে পারতেন এই সুবিধাটি। একবার Starlink Internet এর কানেকশন নিলে দু’বছর আর লাগতো না কোন রিচার্জ।

Jio Recharge Plan (জিও রিচার্জ প্ল্যান)

তখন মূলত আনলিমিটেড অডিও কলিং এরই সুবিধা দেওয়া হতো গ্রাহকদের। কিন্তু এই বছর জানুয়ারিতে মাস্ক ঘোষণা করেছেন যে শুধুমাত্র আইফোন ব্যবহারকারীরাই নন, সঙ্গে অ্যান্ড্রয়েড ইউজাররাও এই পরিষেবা পাওয়ার যোগ্য এখন। তার সঙ্গে তিনি এও জানান এখন থেকে আনলিমিটেড অডিও কলিং এর সঙ্গে ভিডিও কল এবং ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন গ্রাহকরা। ভারতেও মিলবে এই Starlink Internet পরিষেবা।

গ্রাহক বাড়াতে 31 দিনের ফ্রি অফার দিলো জিও। দেশের সবচেয়ে সস্তার মোবাইল রিচার্জ প্ল্যান।

How To Activate Starlink Internet Service

১. আপনার ফোনে যদি X অ্যাপটি ইনস্টল করা থাকে, তবে এটিকে ওপেন করুন।
২. Settings মেনুতে গিয়ে কিছু নির্দিষ্ট সেটিংসের পরিবর্তন করুন।
৩. Privacy And Safety সেকশনে গিয়ে Audio And Video Calling এর ভেতর ঢুকতে হবে।
৪. Chat অপশনে গিয়ে Calling ফিচারটি এন্যাবেল করে দিলেই আপনি অ্যাপটিতে আনলিমিটেড অডিও ভিডিও কলিং করতে পারবেন ইন্টারনেট দ্বারা।
Written by Nabadip Saha.

সম্পূর্ণ ফ্রি পরিষেবার দিন শুরু আবার। Jio Airtel কে টেক্কা দিতে ময়দানে Elon Musk.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment