Starlink Internet – ঘুম উড়লো Jio কোম্পানির। ভারতে ফ্রি ইন্টারনেট দেবে Elon Musk.

বিগত কিছুদিন ধরে Starlink Internet নিয়ে আমাদের চারিপাশে অনেক ধরণের খবর শুনে আসছি। আর এই সংস্থার কর্ণধার হলেন বিশ্বের বিশিষ্ট শিল্পপতি ইলন মাস্ক (Elon Mask). সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি ভোডাফোন আইডিয়া (VI), বিএসএনএল (BSNL), এয়ারটেল (Airtel) প্রভৃতি সংস্থাকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে জিও। বলতে গেলে টেলিকম বাজারে একা রাজত্ব করছে আম্বানির এই জিও। তবে এবার হয়তো জিওর বাজার শেষ হতে চলেছে। জিওর বাজার খারাপ করতে টেলিকম বাজারে এন্ট্রি নিতে পারেন টেসলার ইলন মাস্ক (Elon Musk)।

Starlink Internet Is Come Soon In India?

বিএসএনএল, ভোডাফোন আইডিয়া, এয়ারটেলের বাজার যখন রমরমিয়ে চলছিল ঠিক তখন টেলিকম বাজারে এন্ট্রি নিয়েছিল আম্বানি সৃষ্ট JIO. একের পর এক জিওর পদক্ষেপ কাস্টমার সরে গিয়েছিল এয়ারটেল ভোডাফোন আইডিয়া বিএসএনএল থেকে। এবার হয়তো জিওর দিন শেষ করার জন্য প্রবেশ করবে ইলন মাস্কের Starlink Internet. খবর পাওয়া গেছে যদি সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৪ সালে ভারতের টেলিকম বাজারে প্রবেশ করবে ইলন মার্কসের স্টারলিংক।

আমরা সকলেই জানি ভারতবর্ষের টেলিকম বাজারে ২০১৬ তে এক বিপ্লবের সূচনা হয়েছিল। আর এই বিপ্লব ঘটিয়েছিলেন মুকেশ আম্বানি। প্রথমে টেলিকম বাজারে প্রবেশ করে কাস্টমার ছিনিয়ে নেয়ার জন্য জিও বিনামূল্যে পরিষেবা দেওয়া শুরু করেছিল। তারপর এক এক করে কাস্টমাররা ভোডাফোন, এয়ারটেল, আইডিয়া ছেড়ে জিওতে পরিষেবা পরিবর্তিত করে। বর্তমান সময়ে ভারতবর্ষের টেলিকম বাজারের প্রথম শাড়িতে রয়েছে Jio. এবারে Starlink Internet ও সেই একই পদ্ধতি অবলম্বন করতে চলেছে।

জিওর ৫৫ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে ভারতে। দ্বিতীয়তে রয়েছে এয়ারটেল সংস্থা। আর ভোডাফোন আইডিয়া নিজেদের অস্তিত্ব বাজারে টিকিয়ে রাখার জন্য লড়াই করে চলেছে প্রতিনিয়ত। বিশ্বের ধনী ব্যাবসায়ীদের মধ্যে অন্যতম হলেন ইলন মাস্ক। ইলন মাস্ক বহু অর্থের অধিকারী। তিনি তৈরি করেন Starlink Internet কোম্পানিকে। এই কোম্পানি ভারতের বাজারে আসলে জিওর সঙ্গে পাল্লা দিতে পারবে।

KMC Recruitment 2023 (কলকাতা পৌরসভায় চাকরি)

Starlink Internet যদি সত্যিই আসে তাহলে টেলিকম বাজারের চিত্রটা অন্যরকম দেখা যাবে। ভারতের বাজারে টিকে থাকতে গেলে ইলন মার্কসকে জিওর মত বিনামূল্যে পরিষেবা কিছুদিনের জন্য দিলে চলবে না তাকে অন্তত এক বছরের জন্য বিনামূল্যে পরিষেবা দিতে হবে। ইলন মাস্কের বহু অর্থ থাকার জন্য তিনি হয়তো ভারতবর্ষে ব্যবসার ঝুঁকি নিতে ইচ্ছুক হবেন।

PM Kisan – পিএম কিষান যোজনার টাকা নিয়ে সরকারের বড় ঘোষণা, কৃষক বন্ধুদের জন্য।

যে সমস্ত কাস্টমাররা বিশেষ করে ইন্টারনেট ব্যবহার করেন তারা ইলন মাস্কের Starlink Internet ব্যবহার করে বেশ উপকৃত হবে। কিন্তু এখনো কবে ও কিভাবে এই বিনামূল্যে ইন্টারনেট (Free Internet) দেবে সেই সম্পর্কে এখনো কিছু সঠিক করে জানানো হয়নি। এবারে দেখার অপেক্ষা যে ভারতে এই কোম্পানি নিজেদের যাত্রা কবে থেকে শুরু করে এবং এর ফল JIO, Airtel, VI ও BSNL এর ওপরে কি পড়তে চলেছে।
Written By Nupur Chattopadhyay.

Post Office Time Deposit – অল্প সময়েই টাকা ডবল! পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিম সাড়া

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment