অনশন, জলকামান, গ্রেপ্তার, লাঠিচার্জ এই শব্দগুলো শিক্ষক আন্দোলনের প্রতিশব্দ মেনে নেওয়াই যায়। বিগত বছরগুলোতে বার বার এই দৃশ্য দেখেছে কলকাতা। নির্বাচনের প্রাক্কালে নর্দমায় গলা জলে নেমে প্রতিবাদ ও দেখেছে কলকাতা। আর এবার সব কিছুকে ছাড়িয়ে বিকাশ ভবনের সামনে 5 শিক্ষিকার আত্মহত্যার চেষ্টা নাড়িয়ে দিয়েছে গোটা শিক্ষক কুলের আবেগ। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষিকাদের অবস্থা গুরুতর। প্রথমে বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও অবস্থা খারাপ হওয়ায় NRS, ও RG Kar হাসপাতালে শিক্ষিকাদের স্থানান্তরিত করা হয়। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরে শিক্ষক আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষক নেতা পিন্টু পাড়ুই আমাদের জানিয়েছেন, শিক্ষকদের আন্দোলনের উপর রাজ্য সরকারের বর্বরোচিত আক্রমন, পুলিশি নির্যাতন এবং মাত্র ৫০০০টাকা বেতন প্রাপ্ত শিক্ষিকাদের আন্দোলনের কারনে সুদুর উত্তরবঙ্গে ট্রান্সফারের তীব্র নিন্দা করি। বিষ খাওয়াকে সর্মথন করি না কিন্তু এই পযার্য়ে নিয়ে যেতে বাধ্য করেছে যিনি সেই তালিবানি কায়দায় শিক্ষকদের উপর আক্রমনের জন্য যিনি সেই শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগ দাবী করছি।