SSC Tainted List: অবশেষে অযোগ্য প্রার্থী তালিকা প্রকাশ। SSC মামলায় দাগী শিক্ষকদের বাতিল, যোগ্যদের চাকরি ফেরত। গ্রুপ সি, গ্রুপ ডি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে বড় আপডেট। অফিসিয়ালি না হলেও অবশেষে সংবাদ মাধ্যমের সামনে এলো SSC Tainted List তথা অযোগ্য প্রার্থী তালিকা বা দাগী প্রার্থী তালিকা। এই বিষয়টি নিয়ে খবর এতোটাই স্পর্শকাতর যে কেউ এটিকে অযোগ্য প্রার্থী তালিকা বলছেন, কেউ SSC Tempted Candidate List বলছেন, কেউ SSC Tented List বলছেন। তবে আদালতের ভাষায় এটির সঠিক নাম SSC Tainted Candidate List বা আভিধানিক অর্থে শিক্ষক নিয়োগ মামলায় দাগী প্রার্থী তালিকা।

এসএসসি অযোগ্য প্রার্থী তালিকা

যদিও এই প্রার্থী তালিকা স্কুল শিক্ষা দপ্তর বা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেনি, তবে TV9 ও অন্যান্য সংবাদ মাধ্যমে যে তালিকা সামনে এসেছে, তাঁর খোজ করতে গিয়ে বড় তথ্য সামনে এসেছে। এই প্রতিবেদনে সেই তালিকা, যোগ্য শিক্ষকদের পূর্বের চাকরিতে ফেরত এবং SSC এর নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হবে।

West Bengal SSC Tented List (Unofficial)

গতকাল সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ অর্থাৎ শনিবারের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা জানিয়েছিলেন। এছাড়া আদালতে তিনি অন রেকর্ড এও বলেছিলেন যে, SSC এর পুনঃনিয়োগ পরীক্ষায় কোনও অযোগ্য প্রার্থীরা আবেদন বা পরীক্ষায় বসতে পারবেন না। ফলত ২৬০০০ চাকরি বাতিলের অন্যতম কারণ ই ছিলো এই যোগ্য অযোগ্য আলাদা না করা। আর এবার অযোগ্যদের তালিকা প্রকাশ হলেই জট খুলে যাবে বলে মনে করছেন অনেকেই। তবে সরকারি ভাবে এই তালিকা প্রকাশ হওয়ার আগেই সংবাদ মাধ্যমে একটি তালিকা সামনে এসেছে। যদিও এই তালিকা কতটা সত্য বা সঠিক সেই ব্যাপারে নিশ্চিত নয়।

আজ শনিবার স্কুল সার্ভিস কমিশন তালিকা প্রকাশ করবে বলে আদালতে জানিয়েছেন, কল্যান বাবু। তবে তাঁর আগেই TV9 বাংলার হাতে পৌঁছেছে SSC Tented List তথা দাগিদের নাম। এই তালিকা অনুযায়ী বাতিল হওয়া ২৬০০০ শিক্ষকদের মধ্যে মোট ‘দাগি’র সংখ্যা ১৮০৩। তবে নিচে কয়েকটি ক্যাটাগরি দেওয়া হয়েছে, কিন্তু এদের সংখ্যা মোট ১৮০৩ কিভাবে, সেটা আলাদা করা যায়নি। এই তালিকা অনুযায়ী

  • নবম-দশমে দাগি শিক্ষকের সংখ্যা ৯৯৩
  • একাদশ-দ্বাদশে দাগি শিক্ষক ৮১০ জন
  • নবম দশমে OMR জালিয়াতির সংখ্যা ৮০৮ জন
  • একাদশ-দ্বাদশে OMR জালিয়াতির সংখ্যা ৭৭১ জন
  • নবম-দশমে র‌্যাঙ্ক  জাম্পিং করে চাকরি হয়েছে ১৮৫ জনের।
  • একাদশ দ্বাদশে র‌্যাঙ্ক জাম্পিং করে চাকরি হয়েছে ৩৯ জনের।

click here red button

এছাড়া প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও অনেক শিক্ষকের চাকরি হয়েছে। যেটি আদালতে প্রমানিত হয়েছে। তবে সেই সমস্ত প্রার্থীদের কি SSC Tainted List বা দাগিদের তালিকায় রাখা হবে কিনা, সেই নিয়ে তথ্য জানা যায়নি। আজ যদি এই তালিকাটি অফিসিয়ালি প্রকাশিত হয়, তবে সেই ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।

অযোগ্য প্রার্থী তালিকায় বড় নাম

শুক্রবার রাতে সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া SSC Tainted List বা তালিকায় যেসমস্ত নাম উঠে এসেছে, তাতেই বেজায় চটেছেন বিরোধী শিবির! বাংলা হান্ট ও TV9 এর প্রতিবেদন অনুসারে, এই তালিকায় রয়েছে শাসকদলের নেতা থেকে শুরু করে বিধায়কের পরিবারের সদস্যেরও। এদিন প্রকাশিত হওয়া আনঅফিসিয়াল দাগী প্রার্থী তালিকায় শাসকদলের অঞ্চল সভাপতির নাম থেকে শুরু করে, রয়েছে এক বিধায়কের মেয়ের এবং এক পূর্ত কর্মাধ্যক্ষের ছেলের নাম। আর তারপরই এই নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই নিয়ে শাসক দল কে খোঁচা দিয়ে বলেন, “এ হল স্বজনপোষণ ও দুর্নীতির চরম উদাহরণ। প্রকৃতপক্ষে এই তালিকা আরও দীর্ঘ। যাদের নাম প্রকাশ না করলেই নয়, শুধু তাদেরই নাম সামনে আসতে শুরু করেছে!”

যোগ্য শিক্ষকদের পূর্বের চাকরিতে ফেরত

২৬০০০ চাকরি বাতিল মামলায় পুনঃরায় পরীক্ষার দিন ঘোষণা হতেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবং শিক্ষা দফতরের ছাড়পত্র দেওয়ার পরই, পুরনো চাকরি ফিরে পাচ্ছেন ৪২০০ চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মী। এনাদের বেশির ভাগই প্রাথমিক ও মাদ্রাসার শিক্ষক ছিলেন বলে জানা গেছে। ৪২০০ শিক্ষকের চাকরি যাওয়ার পর, তাদের পূর্বের চাকরিতে ফেরানোর আবেদন করেছিল শিক্ষকেরাই। আর তাদের আবেদন মঞ্জুর করে গতকাল, ৪২০০ জনকে চাকরি পুনরায় দেওয়ার জন্য চিঠি দেওয়া হচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে।

আরও পড়ুন, পাওয়ার গ্রিড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত। যোগ্যতা, বেতন ও আবেদন প্রক্রিয়া জেনে নিন

হাই স্কুলে গ্রুপ C ও গ্রুপ D পদে নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরি বাতিল হয়েছে শিক্ষক ও শিক্ষা কর্মী সকলের। তবে শিক্ষকদের স্কুলে আপাতত আসার নির্দেশ দিলেও বঞ্চিত ছিলেন শিক্ষা কর্মীরা। এবার তাদের জন্য বড় সুযোগ রাজ্যের হাই স্কুলে গ্রুপ C ও গ্রুপ D পদে বিশাল নিয়োগের ঘোষণা করলো স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ তারা স্কুলে না ফিরতে পারলেও পুনরায় চাকরি পেয়ে স্কুলে ফেরার পথ খুলে গেল। আগামী ১৬ই সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে, এবং চলবে ৩১শে অক্টোবর ২০২৫ পর্যন্ত।

আরও পড়ুন, দেশের SC ST OBC বেকার যুবক যুবতীদের ২৫০০০ টাকা পর্যন্ত দিচ্ছে। অনলাইনে আবেদন করুন

উপসংহার

একদিকে পশ্চিমবঙ্গ SSC মামলায় যোগ্য ও অযোগ্য তালিকা আলাদা হতে চলেছে। অন্যদিকে চাকরি বাতিলের পর পুনঃরায় নিয়োগ শুরুর প্রক্রিয়া শুরু হয়েছে। তাই যারা এখনও আগের চাকরিতে বহাল হওয়ার জন্য রিভিউ পিটিশন করেছেন, তাদের হতাশা বাড়ছে। তবে অফিসিয়ালি SSC Tainted List প্রকাশিত হলে আরও অনেক কিছু জানা যাবে। আরও আপডেট পেতে EK24 News ফলো করুন।

শেয়ার করুন: Sharing is Caring!