SSC CGL 2022 – সম্পূর্ণ নতুন পদ্ধতিতে হতে চলেছে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা, 20000 শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি।

সম্পূর্ণ নতুন রূপে হতে চলেছে SSC CGL 2022, শূন্যপদ 20000।

SSC CGL 2022 পরীক্ষায় পদ্ধতি এবং সিলেবাসে বড় রদবদল আনল স্টাফ সিলেকশন কমিটি। SSC CGL বা স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেবেলের পরীক্ষার বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে মোট শূন্যপদের সংখ্যা ২০ হাজারেরও বেশি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে গ্ৰুপ বি এবং গ্ৰুপ সি-এর বিভিন্ন পদে নিয়োগের জন্য এই পরীক্ষাটি নেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বছরের CGL পরীক্ষাটি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে মাত্র দুটি ধাপে পরীক্ষা সম্পন্ন হবে।
এই দুটি ধাপকে Tier 1 এবং Tier 2 বলা হয়।
আগের বছর অবধিও, তিনটি ধাপ এবং বিশেষ কিছু পদের জন্য চতুর্থ ধাপে পরীক্ষাটি নেওয়া হতো। কিন্তু নতুন নিয়মে, মাত্র দুটি ধাপেই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
Tier 1 ধাপের মোট নম্বর হলো ২০০। কম্পিউটারের মাধ্যমে এম.সি.কিউ (MCQ) প্যাটার্নে এই ধাপটির পরীক্ষা হবে। মোট ১০০ টি প্রশ্ন থাকবে, এবং প্রতি প্রশ্নের জন্য ২ নম্বর করে থাকবে, অর্থাৎ মোট ২০০ নম্বার।
প্রতিটি সঠিক উত্তরের জন্য ২ নম্বার এবং ভুল উত্তরের ০.৫ নম্বার করে কেটে নেওয়া হবে। এই পরীক্ষাটির জন্য ১ ঘন্টা সময় ধার্য্য করা হয়েছে।

SSC CGL 2022 Tier 1 এ যেসব বিষয়ের প্রশ্ন আসবে, তা হলো কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড
জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজিওনিং
জেনারেল অ্যাওয়ারনেস
এবং
ইংলিশ কম্প্রিহেনশন

SSC CGL 2022
এই ধাপটি শুধুমাত্র কোয়ালিফাইং প্রকৃতির। অর্থাৎ কেবলমাত্র পাশ করলেই হবে।
UR: 30%
OBC: 25%
এবং
অন্যান্য ক্যাটাগোরি: 20% নম্বর পেলেই আপনি পরবর্তী ধাপের জন্য উত্তীর্ণ বলে বিবেচিত হবেন।
পুরোনো পদ্ধতিতে এই পেপারের নম্বার ফাইনালেও যোগ হতো, এবার থেকে নতুন পদ্ধতিতে তা হবে না।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এক্সক্লুসিভ সাক্ষাৎকার, অবশেষে টেট (TET) নিয়ে মিডিয়ার সামনে অজানা তথ্য প্রকাশ করলেন

অন্যদিকে , SSC CGL 2022 Tier 2 এর ক্ষেত্রে মোট ৩৯০ নম্বরের পরীক্ষা হবে এবং এই পরীক্ষাটির জন্য ধার্য্য করা সময়ের পরিমাণ ২ ঘন্টা ৩০ মিনিট।
Tier 2 এর প্রতি প্রশ্নের মান ৩ নম্বর। এই ধাপে যেসব বিষয়ে প্রশ্ন আসবে, তা হলো:
ম্যাথমেটিক্স থেকে ৩০টি প্রশ্ন এবংজেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজিওনিং থেকে ৩০ টি প্রশ্ন।
এই দুই বিষয়ের জন্য ১ ঘন্টা বরাদ্দ করা হয়েছে।

ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড কম্প্রিহেনশন থেকে ৪৫ টি প্রশ্ন এবং জেনারেল নলেজ থেকে ২৫ টি প্রশ্ন।
এই দুটি বিষয়ের জন্য বরাদ্দ সময়ের পরিমাণও ১ ঘন্টা।
এবং
সাধারণ কম্পিউটার জ্ঞান থেকে ২০ টি প্রশ্ন। এই কম্পিউটারের বিভাগটি অবশ্যই পাশ করতে হবে প্রার্থীদের। যদি এই বিভাগে পাশ নম্বর না পান কোনো প্রার্থী, তাহলে তাকে ‘অযোগ্য’ বলে ধরা হবে। এই বিভাগের জন্য ১৫ মিনিট সময় দেওয়া হবে।

ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল কাজে 3068 জন ট্রেডসম্যান ও অফিস এসিস্ট্যান্ট

SSC CGL 2022 Tier 2 এর সর্বশেষ অংশটি হলো ডাটা এন্ট্রি স্পিড টেস্ট। এই বিভাগে প্রার্থীদের ১৫ মিনিটে ২০০০ টি শব্দ টাইপ করতে হবে।
Tier 2 এ প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করেই ফাইনাল মেরিট লিস্ট বের করা হবে।
বিস্তারিত তথ্যের জন্য www.ssc.nic দেখুন।
Written by Antara Banerjee.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment