Snake Bite Anti-venom – সাপ ধরার নির্দেশ

বহুবছর আগেই বনদপ্তর নিষিদ্ধ করে দিয়েছিলো সাপ ধরার প্রবনতাকে । কিন্তু এই নিষিদ্ধ বার্তা আবার কার্যকরি করেছেন তারা ‌। সাপে কামড়ানোর ওষুধ অ্যান্টিভেনাম এর যে উপাদান তাতে চরম ঘাটতি পড়েছে । আর সেই ঘাটতির জোগান পেতেই এমন সাপ ধরার আদেশ আবার বনদপ্তরের । মূলত চার ধরনের সাপ ধরা যাবে বলে তারা জানায় ‌। তার মধ্যে কেউটে , গোখরো , কালাচ আর আছে চন্দ্রবোড়া । এই সাপ ধরে তাদের সঠিক নিয়মে রেখে তাদের বিষ জোগান দিতে হবে অ্যান্টিভেনাম উৎপাদনকারী সংস্থাদের কাছে । বনদপ্তর থেকে রাজ্যের স্বাস্থ্যদপ্তরে চিঠি পাঠিয়ে তারা জানিয়েছে যে প্রতিটি সাপকে রাখতে হবে সর্পঘরে । বহুমানুষ অ্যান্টিভেনাম এর টিকা না পেয়ে দিনদিন মারা যাচ্ছেন যেখানে চিকিৎসকদের হাত পা বাঁধা । তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ওষুধ তৈরির জন্য । প্রসঙ্গত তবে সাপ সকলে ধরতে পারবেন না, বন্দপ্তরের অনুমোদন ও পর্যবেক্ষণ অনুযায়ী করা হবে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment