কবে খুলবে (School Opening West Bengal) এটাই এখন শিক্ষক অভিবাবক ও পড়ুয়াদের কাছে বড় প্রশ্ন। পুজোর পর স্কুল খুলবে সবাই জানে। কিন্তু স্কুল খুলে দিলেই তো হল না। ভ্যাক্সিনহীন শিশুদের কিছু হয়ে গেলে দায়িত্ব কে নেবে? সম্প্রতি পুজোর মধ্যেই কেন্দ্র শিশুদের ভ্যাক্সিন দেওয়া নিয়ে সবুজ সঙ্কেত দিলেও কার্যত তা শুরু হয়নি এখনো। এদিকে পয়লা সেপ্টেম্বর থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের পুনরায় ক্লাস শুরু হওয়ার পর তা আবার বন্ধ করে দিতে হয়েছে কারন প্রায় ৪০০ ছাত্র-ছাত্রী করোনায় আক্রান্ত। এরপর রাজ্যে বাড়ছে শিশুদের অসুস্থতার হার। ডাক্তারি ভাষায় এটা করোনা না হলেও, তৃতীয় ঢেউ এর প্রাক্কালে এই মুহূর্তে স্কুল কলেজ খোলা কতটা রিস্কের। এদিকে নবমীর দিন সুপ্রীম কোর্টে স্কুল কলেজ খোলা নিয়ে করা মামলায় বিচারপতি বলেন স্কুল খোলা এই পরিস্থিতিতে রাজ্যের হাতে, সুপ্রিম কোর্ট অতিমারীর সময়ে নির্দেশ দিতে পারে না।
অন্যদিকে ডবল ডোজ নেওয়ার পর ও নাকি ২০% এর দেহে তৈরী হয়নি প্রতিরোধ ক্ষমতা, দাবী করছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম। এই পরিস্থিতে আপনি কি চান। অনলাইনে নিজের মতামত পিটিশনে সাইন করে জানাতে পারেন। সাইন করতে এখানে ক্লিক করুন লাস্ট আপডেট ১৫ অক্টোবর ২০২১