পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক তথা Migrant Workers দের সুবিধার্থে প্রতিমাসে ৫০০০ টাকা পেতে Shramashree App চালু করেছে রাজ্য সরকার। শ্রমশ্রী প্রকল্পে (Shramashree Scheme) এ আবেদন করতে কর্মসাথী পোর্টালের পাশাপাশি শ্রমশ্রী অ্যাপ থেকেও অনলাইনে মোবাইল থেকে আবেদন করা যায়। যারা ইতিমধ্যে আবেদন করেছেন, তারা টাকা পেয়েছেন কিনা, সেই চিন্তায় রয়েছেন। আবার অনেকেই মোবাইলে মেসেজ পেয়েছেন। যারা এখনো মেসেজ পাননি, তারা কি কি ভুল করতে পারেন, সেগুলো ও জেনে নিন। কিভাবে আবেদন করলে সহজেই টাকা পাবেন, সেটিও জেনে নিন।
Shramashree Scheme online apply through Shramashree App
শ্রমশ্রী প্রকল্প চালু হবার প্রথম সপ্তাহের মধ্যেই বিপুল সাড়া মিলেছে। প্রথম সপ্তাহে ৪০০০০ আবেদন জমা পড়েছে। দ্বিতীয় সপ্তাহে ৫০০০০ এর বেশি, এবং ধীরে ধীরে তা বাড়ছে। পশ্চিমবঙ্গের প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক তথা Migrant Workers ভিন রাজ্যে কাজ করেন। তাদের মধ্যে যে কেউ পশ্চিমবঙ্গে ফিরে এলেই তারা এই প্রকল্পের অধীনে পরই মাসে ৫০০০ টাকা করে পাবেন।
Shramashree App Download and apply online
এবার যারা এখনও শ্রমশ্রী স্কিমে আবেদন করেননি, তারা কর্মসাথী পোর্টাল থেকে Shramashree App Download করে মোবাইল থেকেই আবেদন করতে পারবেন। আবেদন করা হয়ে গেলে, অনলাইনে খুব শীঘ্রই ভেরিফিকেশন শুরু হবে, এবং দ্রুত এই প্রকল্পের টাকা পাওয়া যাবে। কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন, জানতে হলে এখানে ক্লিক করুন।
শ্রমশ্রী প্রকল্পের টাকা পেতে বাধ্যতামূলক এই নিয়ম
অনলাইনে ভেরিফিকেশনের পর দেখা গেছে, অনেক আবেদন জমা পড়েছে, যারা প্রকৃত পরিযায়ী শ্রমিক (Parijayee Shramik) নন। অনেকেরই পোর্টালে নাম নথিভুক্ত নেই। অনেকেই অন্য প্রকল্পের টাকা পাচ্ছেন। তাই এই প্রকল্পের টাকা পেতে হলে, প্রকৃত পরিযায়ী শ্রমিক হতে হবে। এবং সকলের একাউন্ট ভেরিফিকেশন বাধ্যতামূলক। এছাড়া প্যান ও আধার কার্ড লিংক থাকা আবশ্যক। ১০০ দিনের জব কার্ড থাকলে টাকা পাবেন না, স্থায়ী চাকরি কলে ও তিনি এই প্রকল্পের টাকা পাবেন না।
আরও পড়ুন, মোবাইল রিচার্জ না করলেও এত দিন চালু থাকবে সিম। TRAI এর নিয়মে Jio, Airtel, VI তে কত দিন ফ্রি পাবেন?
শ্রমশ্রী প্রকল্পে আবেদন
এই প্রকল্পে আবেদন করতে হলে প্রথমে কর্ম সাথী পোর্টাল থেকে শ্রমশ্রী অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটি ইনস্টল করার পর স্ক্রিনে লগইন এবং রেজিস্টার এর অপশন দেখতে পাবেন। এবার যারা নতুন আবেদন করছেন, বা প্রথমে খুলছেন তারা রেজিস্টার করে নিন। যারা আগেই রেজিস্টার করেছেন, তারা লগিন করে নিন। এরপর পরের অপশন পেতে এখানে ক্লিক করুন।
শ্রমশ্রী প্রকল্পে টাকা কবে পাবেন, চেক করুন স্ট্যাটাস
যারা এই প্রকল্পে প্রথম সপ্তাহেই আবেদন করেছেন, সেই ৪০০০০ আবেদনকারীর নথি যাচাই প্রায় সম্পন্ন। এবার অর্থ দপ্তরের সম্মতি হলে পুজোর আগেও টাকা পেতে পারেন। তবে পুজোর মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকাও পুজোর পরে দিচ্ছে। তাই এই প্রকল্পের টাকা পুজোর পরই পাওয়া যাবে বলে মনে হচ্ছে। তবে আবেদনকারী চাইলেই তার নিজের আবেদনের স্ট্যাটাস লগিন করেই দেখতে পারবেন। টাকা ছাড়া হলে বা আবেদন গৃহীত হলে, সেখানেই আপডেট পাবেন।
আরও পড়ুন, ভাতার টাকার অপেক্ষা না করে, বাড়ি বসে প্রচুর টাকা ইনকাম করার উপায় দেখুন।
উপসংহার
শ্রম শ্রী প্রকল্প পরিযায়ী শ্রমিক দের জন্য একটি সেবামুলক প্রকল্প। যারা সত্যিই পরিযায়ী শ্রমিক, তারা সমস্ত তথ্য সঠিক দিলেই টাকা পেয়ে যাবেন। তবে মিথ্যা তথ্য বা ভুয়ো ব্যাংক একাউন্ট নম্বর দিলেই বা কোনও অসাধু উপায় অবলম্বন করলেই আবেদন ফর্ম বাতিল হবে। অন্যদিকে এই প্রকল্পের বৈধতা ১ বছরের। তাই এই সময়ের মধ্যেই সরকার বা শ্রমিকদের নতুন কাজ খুঁজে না পেলে, তাদের আবার বেকার জীবন শুরু হবে। সেই দিকেও সরকারের খেয়াল রাখা উচিৎ। এই বিষয়ে আরও তথ্যের জন্য অফিসিয়াল সাইট ফলো করুন, পরবর্তী আপডেট পেতে EK24 News দেখুন। প্রতিবেদনটি তথ্যমুলক মনে হলে এখানে একটি লাইক 👍 করুন।