Share Market বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে আমরা অনেকেই ভয় পাই। কারণ আমাদের মধ্যে অনেকের মনে হয় যে ফট করে যদি আমাদের টাকা ডুবে যায়! তাহলে কি হবে? কিন্তু এটাও সত্যি যে এইখানে টাকা বিনিয়োগ করে অনেকেই কোটিপতি হয়েছেন। ব্যাংক বা পোস্ট অফিসে আমরা অনেকেই তো টাকা বিনিয়োগ করে থাকি। কিন্তু এই প্রতিষ্ঠানগুলি আপনাকে মূলধনের ওপর কতই বা লাভ দেয়।
Share Market Latest News In January 2024.
টাকা ডবল করে দেওয়ার কথা বললেও যখন মেয়াদ শেষ হয় তখন দেখেন মূলধনের সমান লাভও আপনার হয়নি।কিন্তু এরপর আর ঠকবেন না। আজ আমরা এখানে এমন একটি স্কিমের কথা বলব যেখানে আপনি অর্থ বিনিয়োগ করলে দ্বিগুণ নয়, সরাসরি 11 গুণ টাকা রিটার্ন পাবেন মেয়াদ শেষে (Share Market). এখানে কোন মধ্যস্থতাকারী নেই। যার জন্য কোন অতিরিক্ত কমিশনও (Share Market) গুনতে হবে না আপনাকে।
আর সেহেতু কোন ব্যাংক (Bank) বা পোস্ট অফিস (Post Office) আপনি এই স্কিমটি পাবেন না। আর এই কারণের জন্যই সকলে শেয়ার মার্কেট বা Stock Market এ বিনিয়োগ করতে পছন্দ করছে। সম্প্রতি দারুন জনপ্রিয় হয়ে উঠেছে এই Share Market বিনিয়োগের ক্ষেত্রে আপনিও যদি এর লাভ উঠাতে চান দ্রুত জেনে নিন। কিভাবে এখানে বিনিয়োগ করবেন? কিভাবে রিটার্ন পাবেন? ইত্যাদি।
Dixon Tech Share
Dixon Tech শেয়ারটি (Share Market) হলে একটি মাল্টিব্যাগার স্টক (Multibagger Stock). Dixon Tech কোম্পানি নানা ধরনের ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সার্ভিস (EMS) এর পরিষেবা প্রদান করে। এটি উত্তর প্রদেশের নয়ডায় অবস্থিত। এটি টেলিভিশন, ওয়াশিং মেশিন, স্মার্টফোন, LED বাল্ব, ব্যাটন, ডাউনলাইটার এবং সিসিটিভি নিরাপত্তা সিস্টেম গুলির জন্য কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার।
কোম্পানিটি ২০১৭ সালের প্রাথমিক পাবলিক অফারিংয়ের (IPO) পর থেকে BSE (Bombay Stock Exchange) এবং NSE (National Stock Exchange) তালিকাভুক্ত। ডিক্সন টেকের কিছু উল্লেখযোগ্য গ্রাহক হল Samsung, Xiaomi, Panasonic, Philips, Walmart এবং Amazon. এই কোম্পানিরই শেয়ারটির নাম হল Dixon Tech Share. বর্তমানে দারুন জনপ্রিয় এই কোম্পানির শেয়ার। কারণ অনেক মানুষ এখানে (Share Market) টাকা বিনিয়োগ করে কোটিপতি হয়ে গেছেন। নীচে আমরা এর বিভিন্ন লাভ সম্পর্কে জেনে নেব।
কত রিটার্ন দেয় এই শেয়ার?
২০১৭ তে এই কোম্পানির একটি শেয়ারের (Share Market) মূল্য ছিল ৫৩১ টাকা। তখন থেকে মোট ১১০০ শতাংশ রিটার্ন দিয়েছে এই শেয়ারটি অর্থাৎ তখন যদি আপনি টাকা বিনিয়োগ করতেন তবে আজ আপনার ১১ গুন লাভ হতো। আপনি যদি ১ লাখ তখন বিনিয়োগ করতেন তবে এখন রিটার্ন পেতেন ১১ লাখ। যাই হোক, এরপর ১১ জানুয়ারি ২০১৯ থেকে এই শেয়ারের মুল্য ১৪৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এক বছর আগে 30 শে জানুয়ারি ২০২৩ এ এই ডিক্সন শেয়ারের মূল্য খানিকটা বেড়ে গেছিল। ৫৩১ থেকে তখন তা এসে দাঁড়ায় ২৬৭৯ টাকায়। বর্তমানে তা আরও ১৫০ শতাংশ বেড়ে গিয়েছে। যার ফলে এখন এর একটি শেয়ারের মূল্য হয়েছে ৬২৭০ টাকা। তখনো দারুন লাভ দিয়েছে এটি বিনিয়োগকারীদের (Share Market Investor). ৬ মাসে সরাসরি ৬০ শতাংশ রিটার্ন পেয়েছেন সকলে।
কেন্দ্রীয় সরকারের এই বন্ডে টাকা রাখলে ডবল রিটার্ন নিশ্চিত!! ব্যাংক পোস্ট অফিস ধারে কাছে নেই।
গত কয়েকদিন ধরে ডিক্সন টেকের শেয়ারে দুর্বলতা চলছিল। এর ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর ৬৭৬৫ টাকা এবং ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর ২৫৫৩ টাকা। তবে বিশেষজ্ঞদের মত, আগামী দিনে ভারতে (Indian Share Market) এই শেয়ারটি অধিক লাভজনক হয়ে উঠবে। এছাড়াও এই ধরণের আরও অনেক ধরণের শেয়ার আছে যার মধ্যে আপনারা বিনিয়োগ করে ভালো টাকা রোজগার করতে পারবেন।
Written by Nabadip Saha.
ট্যাক্স বাঁচানোর বিরাট সুযোগ এই 3 টি কাজের মাধ্যমে! ক্লেম না করলেই