Seba Sakhi Prakalpa – বাংলার নতুন প্রকল্প। টাকার অভাব থাকবেনা। গ্রামে থাকলে 255 টাকা ও শহরে থাকলে 300 টাকা করে পাবেন, প্রতিদিন।

মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী সেবা সখী (Seba Sakhi) প্রকল্পের সূচনা করেন। দেশ ও সমাজ নির্বিশেষে মহিলাদের স্বাবলম্বী হওয়া ভীষণভাবে প্রয়োজন। বর্তমান সময়ে মহিলারা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জীবনে এগিয়ে চলেছেন। কিন্তু চাকরির বাজার খুব একটা ভালো না হওয়ায় নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছেন না তাঁরা। এবার কর্মসংস্থানের এই আকাল দূর করতে নতুন একটি প্রকল্প নিয়ে হাজির হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এর দৌলতে রাজ্যের মহিলারা কাজ পাবেন।

বাংলায় কর্মসংস্থানের অবস্থা খুব একটা ভালো নয়। এবার সেই অবস্থারই তুলনামূলক উন্নতি করতে এক বিশেষ প্রকল্পের সূচনা করতে চলেছেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রতিটি ব্লক থেকে ২০ জন মহিলাকে নির্বাচন করা হবে এই কাজের জন্য। এরপর তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে মিলবে কাজ। এই কারণে বেকারত্বের সংখ্যা বেশ কিছুটা কমতে পারে বলেই আশা করা যাচ্ছে। এই প্রকল্পের নাম ‘সেবা সখী’ (Seba Sakhi)। গ্রাম ও মফস্বল এলাকার স্বাস্থ্যকেন্দ্রে কাজ করার জন্য প্রতিটি ব্লক থেকে ২০ জন মহিলাকে বেছে নেওয়া হবে। এরপর পশ্চিমবঙ্গ সরকার তাঁদের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেবে। এই প্রশিক্ষণ দেওয়া হবে গ্রামীণ জীবিকা মিশন প্রজেক্ট এর অধীনে। তবে আপাতত এই কাজ এখন শুরু হচ্ছে না। দুর্গা পুজোর পর এই প্রকল্পের তোরজোর শুরু হয়ে যাবে।

কিন্তু প্রাথমিকভাবে গোটা রাজ্যে এই প্রকল্প শুরু হবে না। পূর্ব মেদিনীপুরের পাশকুড়া ব্লক, উত্তর ২৪ পরগনার রাজারহাট, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর আর হাওড়ার আমতায় ‘সেবা সখী’ (Seba Sakhi) প্রকল্পের কাজ শুরু হবে। এই ৪ টি ব্লক কে বেছে নেওয়া হয়েছে পাইলট প্রজেক্ট হিসেবে‌। এতে সফলতা পাওয়া গেলে তবেই গোটা রাজ্য প্রকল্পের কাজ শুরু করা হবে। তবে আপাতত শহরের কাছাকাছি গ্রামীণ এলাকা গুলিকে এই প্রকল্পের অন্তর্গত করার বিষয়ে ভাবনাচিন্তা চলছে।

Job offer for wb employment exchange card holders

এই ৪ টি ব্লক থেকে মহিলাদের নির্বাচন করার পর টানা ১ মাস তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। এই সময় তাঁরা ব্যান্ডেজ করা, হৃদরোগে আক্রান্ত হলে সিপিআর দেওয়ার পদ্ধতি, ব্লাড প্রেসার মাপা, যাবতীয় ওষুধ সম্বন্ধে স্বচ্ছ ধারণা ইত্যাদি নানান চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ পাবেন। প্রশিক্ষণ শেষে তাঁরা দক্ষ সেবা কর্মী হিসেবে কাজ শুরু করতে পারবেন‌। শয্যাশায়ী ও বয়স্ক মানুষদের দেখাশোনার কাজও তাঁরা করতে পারবে না। গ্রামীন এলাকায় কাজ করলে দৈনিক তাঁরা ২৫৫ টাকা করে পাবেন আর শহরাঞ্চলে কাজ করলে তাঁরা প্রতিদিন পেয়ে যাবেন ৩০০ টাকা।

আরোও পড়ুন » PAN Aadhaar – হাতে মাত্র দুই দিন। ব্যাংক ও বিনিয়োগের ক্ষেত্রে 30 সেপ্টেম্বরের মধ্যে এই নথি গুলো জমা দিন।

সেবা সখী প্রকল্পে আবেদন করার পদ্ধতি(Seba Sakhi Prakalpa application process)

দুর্গাপুজোর পর এই প্রকল্পে আবেদন করার কাজ শুরু হবে। অনলাইন আর অফলাইন ২ ভাবেই আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া শুরু হলে আমরা আপনাদের নতুন একটি প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেবো।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment