Salary Hike – অবশেষে স্কুল শিক্ষকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার। ভোটের মুখে বড় ঘোষণা।

ভোটের মাসেই বিরাট সুখবর রাজ্যের সমস্ত স্কুল শিক্ষকদের জন্য। লোকসভা নির্বাচনের মুখে বাড়ানো হলো বেতন (Salary Hike). এই মর্মে কয়েকদিন আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল শিক্ষা দপ্তর (School Education Department). যেখানে শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধির বিষয়টি উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে এও স্পষ্ট করা হয়েছে কার বেতন কত বাড়তে চলেছে।

School Teacher Salary Hike News In Bihar.

এই বেতন রাজ্য ও কেন্দ্র সরকার উভয় মিলেই বেতন বাড়াচ্ছে (Salary Hike) শিক্ষকদের জন্য। যেখানে রাজ্যের শেয়ার থাকছে ৪০ শতাংশ আর বাকি ৬০ শতাংশ দিচ্ছে কেন্দ্র সরকার। শিক্ষকরা পদোন্নতি (School Teacher Promotion) ও বেতন বৃদ্ধি (Salary Hike) নিয়ে অনেক বিক্ষোভ করেছেন রাজ্যের বিরুদ্ধে। এই ঘটনার পর আশা করা যায় সকলের মুখে হাসি ফুটবে।

How Much Salary Hike For School Teachers?

রাজ্যের মোট ২ লাখ ৭৫ হাজার ৫৮ জন শিক্ষকের বেতন বৃদ্ধির (Salary Hike) নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। ভোটের আগেই নতুন বেতন স্কেল (Pay Scale) ধার্য করা হবে তাদের জন্য। শিক্ষা দপ্তরের চিঠিতে জানানো হয়েছে বেতনের অর্থ প্রদানে কোনও অনিয়মের খবর পাওয়া গেলে তার সম্পূর্ণ দায়ভার শিক্ষা প্রকল্প কাউন্সিল, আঞ্চলিক পর্যায়ে প্রোগ্রাম অফিসার এবং জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর বর্তাবে। বেতনের বরাদ্দ কোনো অর্থ যাতে অন্য কোন খাতে ব্যবহার না হয় সেই জন্য কড়া নির্দেশ এসেছে শিক্ষা বিভাগের তরফ থেকে।

Which State Government Announce Salary Hike For Teachers?

পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহার। সেখানেই সম্প্রতি এই ঘোষণা করা হয়েছে। আসলে বিহারের শিক্ষা বিভাগ বহুদিন পর পঞ্চায়েতি রাজ এবং পৌর সংস্থা গুলির অধীনে স্কুল গুলিতে শিক্ষক, আপগ্রেডেড মিডল স্কুলের জেলা ক্যাডারের স্নাতক প্রশিক্ষিত বেতন স্কেল শিক্ষক এবং প্রধান শিক্ষকের পদে পুনরায় কর্মীদের পুনর্বহাল করেছে। কিন্তু সকলের মনে একটাই আশঙ্কা ছিল যে তাদের বেতন (Salary Hike) আদৌ ঠিক মতো দেবে তো সরকার।

Primary TET - পশ্চিমবঙ্গ প্রাইমারী টেট পরীক্ষা

যদিও এতদিন যাবত বেতন পেতে কোনো শিক্ষকের সমস্যা হয়নি। কারোর বেতন আটকেও থাকেনি। এই মুহূর্তে সেই সব শিক্ষকদের বেতন নিয়ে আশ্বস্ত করেছে সরকার। রাজ্যের শিক্ষা বিভাগের আধিকারিক কে পাঠক শিক্ষকদের উদ্দেশ্যে জানিয়েছেন, “আপনারা সৎ ভাবে কাজ করুন। বাকিটা সরকার দেখে নেবে। তবে শুধু ঠিক মতো বেতন পাওয়াই নয়, নতুন বেতন স্কেল (New Pay Scale Salary Hike) এনে তাদের বেতন বাড়ানোয় আরো খুশি হলেন শিক্ষকরা।

ভুলে যান Fixed Deposit. এবার থেকে সেভিংস একাউন্টেই পাবেন 8.05% সুদ।

প্রসঙ্গত বলে রাখি, কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ে মিলেই এই বেতন দিচ্ছে শিক্ষকদের। কেন্দ্রের তরফ থেকে পাওয়া যাবে ৬০ শতাংশ এবং রাজ্য দেবে ৪০ শতাংশ বেতন। শিক্ষকদের বর্তমান স্কেল অনুযায়ী বর্ধিত বেতন পাবেন তারা এরপর থেকে। আর ভোটের মুখে এই সিদ্ধান্তের ফলে খুশি হয়েছেন অনেকে। এই বেতন বৃদ্ধি শুধুমাত্র বিহার রাজ্যের শিক্ষকদেরই হচ্ছে।
Written by Nabadip Saha.

1 কোটি সরকারি কর্মীর কপাল খুলে গেল। ভোটের আবহে সরকারের দারুণ সিদ্ধান্ত।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment