Summer Vacation – প্যাচপ্যাচে গরমে আবার একাধিক রাজ্যের স্কুল ছুটি ঘোষণা। কাদের এই ছুটি?

তীব্র গরমের জের। কমছে না তাপমাত্রা। স্কুলে আসতে গিয়ে অসুস্থ হচ্ছে শিক্ষার্থীরা। এই কারণে ফের তড়িঘড়ি Summer Vacation বাড়িয়ে স্কুল ছুটি ঘোষণা (School Holiday) হল একাধিক রাজ্যের প্রাইমারি ও হাইস্কুল। আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। সম্প্রতি বিভিন্ন রাজ্যের প্রাথমিক শিক্ষা বিভাগের (Primary Education Department) তরফে নোটিশ জারি করা হয়েছে এই নিয়ে। আর তাতে রাজ্য সরকার সিলমোহর দিতেই সকলকে বিষয়টি সম্পর্কে অবগত করা হয়েছে।

Advertisement

School Summer Vacation extended in some states

তিন মাস ধরে একই হারে গরম লেগে রয়েছে। এদিকে জুন মাসের শেষ হয়ে গেল এখনো বর্ষার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মাঝেমধ্যে সামান্য বৃষ্টিপাত হলেও তাতে গরম কমার বদলে উল্টে বেড়ে যাচ্ছে আরো। আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন প্রধানত এল নিনোর (EL NINO) কারণেই এবারে একই অক্ষরেখার উপর অবস্থান করছে মৌসুমী বায়ু। তার ফলেই রাজ্যে বর্ষার আগমনে দেরি হচ্ছে।

Advertisement

প্রায় দেড় মাস ধরে বন্ধ থাকার পর Summer Vacation শেষ করে গত ১০ই জুন থেকে ফের খুলে গিয়েছে পশ্চিমবঙ্গের স্কুলগুলি। যথারীতি আগের মতই বেলা ১০ টা বাজলে পড়ুয়াদের বেরোতে হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। কিন্তু প্রচন্ড রোদের কারণে অনেক পড়ুয়াই স্কুলে যেতে সমস্যায় পড়ছে বলে শোনা যাচ্ছে। এমনকি কেউ কেউ আবার স্কুলে গিয়েও অসুস্থ হয়ে পড়ছে।

যদিও ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি স্কুলই পড়ুয়াদের কথা চিন্তা করে মর্নিং ক্লাস (Morning School) করানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তা সত্ত্বেও বাড়ি ফেরার সময় সমস্যায় পড়ছে শিক্ষার্থীরা। তবে মর্নিং স্কুলের সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। কিন্তু ছুটি বৃদ্ধি করলে যে পড়াশোনার ব্যাপক ক্ষতি হবে, সেকথা কারো অজানা নয়। তাই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ও আপাতত ছুটি দেওয়ার পথে হাটতে রাজি নয়। কারণ ছুটি বৃদ্ধি করলে সিলেবাস শেষ হবে না, আর পড়ুয়াদের ও Learning Gap তৈরী হবে।

আরও পড়ুন, ছাত্র ছাত্রীরা এবার নগদ টাকা পাবে, আধার কার্ড থাকলে আবেদন করুন।

কোন কোন রাজ্যে স্কুল ছুটি ঘোষণা?

ইতিমধ্যেই উত্তর প্রদেশে ২৪ জুনের বদলে সেই ছুটি বৃদ্ধি করে ৩০শে জুন পর্যন্ত Summer Vacation করা হয়েছে।
এদিকে বিহারে আগে থেকেই ৩০শে জুন পর্যন্ত স্কুল ছুটি ঘোষণা করা রয়েছে।
ইতিমধ্যেই উত্তর প্রদেশে গরমের কারনে প্রচুর শিশু স্কুলে অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে, তাই অবস্থা বেগতিক দেখে ছুটি ঘোষণা হয়েছে।

Advertisement

অন্যদিকে পশ্চিমবঙ্গের প্রাইভেট স্কুল গুলোতে গতকাল অর্থাৎ সোমবার থেকেই মর্নিং স্কুলের বদলে ডে স্কুল চালু হয়েছে। এবং আগামী ৩০জুনের পর সমস্ত সরকারি স্কুল ও ডে স্কুল বা স্বাভাবিক ছন্দে ক্লাসে ফিরবে। আগামী মাসে সমস্ত স্কুলে পরীক্ষা রয়েছে, তাই বাকি দিনগুলোতে পুরো দমে ক্লাস যাতে হয়, সেইদিকে নজর রয়েছে প্রশাসনের।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment