School Reopen During Covid – স্কুল খুলতে ভ্যাক্সিন জরুরী নয় পড়ুয়াদের, রিপোর্ট

পড়ুয়াদের করোনা ভ্যাকসিন জরুরি নয় স্কুল খোলার জন্য… বৃহস্পতিবার করোনার তৃতীয় ঢেউ নিয়ে দেশজুড়ে জল্পনা ও আতঙ্কের মধ্যে স্বস্তির কথা শোনাল কেন্দ্র। স্কুলে যাওয়ার জন্য পড়ুয়াদের টিকা না নিলেও চলবে। অভিভাবক শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের টিকাকরণই যথেষ্ট। সরকারের ভ্যাকসিন সংক্রান্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির চেয়ারম্যান ডাঃ বিনোদকুমার পল স্পষ্টই জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষ যদি সম্পূর্ণভাবে কোভিড বিধি মেনে চলে, তাহলে করোনা ভ্যাকসিন শিক্ষার্থীদের জন্য জরুরি নয়। বাকিদের টিকাকরণ হয়ে থাকলে নির্দ্বিধায় স্কুল খোলা যাবে।স্কুল খোলা নিয়ে চর্চা এখন দেশজুড়ে। বহু রাজ্য ইতিমধ্যেই ধাপে ধাপে স্কুল খুলতে শুরু করেছে। পশ্চিমবঙ্গ সরকারও জানিয়েছে, পরিস্থিতি ঠিক থাকলে পুজোর পর এ বিষয়ে ভাবনাচিন্তা করা হবে। এমন একটা সময়ে কেন্দ্রের বিশেষজ্ঞদের এহেন বার্তা যথেষ্টই ইতিবাচক। ইতিমধ্যেই জোরকদমে চলছে ভ্যাকসিন অভিযান। সংক্রমণ রোখার গ্যারান্টি না থাকলেও সঠিক সময়ে টিকাকরণ যে মৃত্যু রুখবে, সে কথা হলফ করে বলছে আইসিএমআরের রিপোর্ট। কেন্দ্র চাইছে, ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে দেশবাসীর মনে যেন দ্বিধা না থাকে। এদিনই তাই স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, টিকা নেওয়াটা জরুরি। বিশেষ করে সামনেই যখন উৎসবের মরশুম। কেন্দ্রের দাবি, টিকার প্রথম ডোজেই মৃত্যু আটকাতে পারে ৯৬.৬ শতাংশ। আর দু’টি ডোজ নেওয়া থাকলে মৃত্যুর ঝুঁকি কমে যাবে সাড়ে ৯৭ শতাংশ। আপনার কি মনে হয়, মতামত জানাবেন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment