রাজ্যে স্কুল খোলার অনুমোদন, ১০৯ কোটি টাকা খরচ – School Opening Date West Bengal Granted Rs 109.42

অবশেষে দীর্ঘ পৌনে দুই বছর পর রাজ্যে স্কুল খোলার অনুমোদন ১০৯ কোটি ৪২ লক্ষ টাকা খরচের সিদ্ধান্ত ও ফান্ড রিলিজ ও করা হলো ( School Opening Date West Bengal Granted Rs 109.42 )। এদ্দিন শিক্ষাদপ্তর কিম্বা স্কুল বোর্ড পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে স্কুল খোলার চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছিলো না। যদিও মাননীয়া মুখ্যমন্ত্রী ভাই ফোটার পর স্কুল খুলবে, জানিয়েছিলেন। গত সপ্তাহে শিক্ষাদপ্তর সুত্রে জানা যায় ১৫ নভেম্বর নাগাদ স্কুল খুলতে পারে। আর এবার স্কুল খোলার আগে পরিকাঠামো ঠিক করতে বিশাল অঙ্কের অর্থ অনুমোদন ও করলো।

গতকাল শিক্ষাদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজ্যের ৬৪৬৮ টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল এর জন্য প্রসাশনিক অনুমোদন এবং আর্থিক ছাড়পত্রের ভিত্তিতে ১০৯ কোটি ৪২ লক্ষ ৩৭ হাজার ১৩৩ টাকা অনুমোদন করা হয়েছে। এই টাকা সারা রাজ্য ব্যাপী স্কুল খোলার প্রাক্কালে পরিকাঠামোগত কাজে ব্যাবহার করা হবে। এই টাকা ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের অর্থদপ্তর থেকে রিলিজ করা হয়েছে। খুব শীঘ্রই স্কুলে স্কুলে টাকা পৌছে যাবে। ( School Opening Date West Bengal Granted Rs 109.42 )

শিক্ষাদপ্তর সূত্রে আরও জানা যাচ্ছে, ইতিমধ্যেই বিভিন্ন স্কুল বাংলারশিক্ষা পোর্টালের মাধ্যমে স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য কত টাকা লাগবে সেটা জানিয়েছে ( School Opening Date West Bengal Granted Rs 109.42 )। আর এই টাকা স্কুলের একাউন্টে পৌঁছানোর পর স্কুলের কাজে ক্ষরচ করে তার UC প্রত্যেক স্কুল কে জমা দিতে হবে। সংবাদ সূত্রে আরো জানা গেছে ইতিমধ্যেই প্রত্যেক স্কুল পড়ুয়াদের আধার লিপিবদ্ধ করছে। এবার যে পুজোর পর স্কুল খুলছে কার্যত তা নিশ্চিত।

প্রসঙ্গত গত মাসের ১৫ থেকে ২০ সেপ্টেম্বরে রাজ্যের বিভিন্ন শিক্ষা অধিকারিকদের নিয়ে বিশেষ কমিটি গঠিত হয় সেই কমিটিতে রাজ্যের সার্বিক পরিস্থিতি এবং সেই সাথে তৃতীয় ঢেউ নিয়ে পর্যালোচনার কথাও বলা হয়। এবং সেই কমিটি সম্প্রতি যে রিপোর্ট জমা দিয়েছে, তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত। মাননীয়া মুখ্যমন্ত্রী ভাই ফোটার পর স্কুল খুলবে, জানিয়েছিলেন, সেই হিসাবে দিনটি হয় ৬ নভেম্বর, তবে ১০ নভেম্বর ছট পুজো, ১৩ নভেম্বর জগদ্ধাত্রী পুজো, ১৪ নভেম্বর রবিবার। তাই ১৫ নভেম্বর থেকে স্কুল খোলার কথা বলা হয়েছে। (School Opening Date West Bengal Granted Rs 109.42)

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment