School Closed News – সোমবার থেকে আংশিক বিধিনিষেধ। বন্ধ হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান।
এই মুহূর্তে বড় খবর (School Closed News)। ওমিক্রনের জেরে আগামী ৩রা জানুয়ারী থেকে রাজ্যে শুরু হচ্ছে আংশিক বিধি নিষেধ ইতিমধ্যেই নবান্নকে সতর্ক করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। আজই স্বাস্থ্য ভবন থেকে নবান্নে চিঠি এসেছে। আর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আবার বন্ধ হতে পারে বলে জানা যাচ্ছে।
ইতিমধ্যেই আপাতত রাজ্যে স্থগিত করে দেওয়া হল দুয়ারে সরকার (Duare Sarkar) শিবির করার কর্মসূচি। এর পাশাপাশি, আগামী সোমবার, অর্থাৎ ৩ জানুয়ারি স্টুডেন্ট উইক (Student Week) পালনের অনুষ্ঠানও স্থগিত করে দেওয়া হয়েছে। রাজ্যের অতিমারী পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। (School Closed News)
এর আগেই দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ৩ জানুয়ারি থেকে বেশ কিছু কড়া বিধিনিষেধের পথে হাঁটতে পারে রাজ্য সরকার। কোভিড পরিস্থিতি কেমন থাকে, তা বিচার করে স্কুল-কলেজ চালিয়ে নিয়ে যাওয়ার বিষয়টিও বিবেচনা করে দেখার কথা বলেন মুখ্যমন্ত্রী। তার মধ্যেই এই সিদ্ধান্তের কথা জানা গেল। School Closed News
আরও পড়ুন, তুন বছরে ফাটাফাটি অফার জিওর, মাত্র 82 টাকায় পাবেন আনলিমিটেড কল ও ডেটা
এরই মধ্যেই রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে লেখা চিঠিতে পরিস্থিতি মোকাবিলায় কী কী পদক্ষেপ করা দরকার, তা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। এবং যেহেতু স্কুল পড়ুয়াদের ভ্যাক্সিন দেওয়া হয়নি, তাই এই বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। School Closed News
অন্যদিকে পরিস্থিতির কথা বিবেচনা করে, আগামী ৩ জানুয়ারী থেকে বন্ধ হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান (School Closed News )। আগামীকাল এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে শিক্ষাদপ্তর এবং নবান্ন। তবে চলতি সপ্তাহ জুড়ে মিড ডে মিলের কর্মসূচী চলবে।
রাজ্য যে আগামী সপ্তাহে স্কুল বন্ধ করতে পারে তার আভাস পাওয়া গেছে আগের থেকেই। কারন ১ এবং ২ জানুয়ারী ছুটির দিনেও স্কুল খোলা রাখার নির্দেশে আগেই আন্দাজ করা গেছিলো। পরবর্তী আপডেট আসছে, সঙ্গে থাকুন। School Closed News