School Admission – প্রাইমারী ও হাইস্কুলে নতুন ক্লাসে ভর্তির নোটিশ জারি করলো শিক্ষাদপ্তর, কি কি নিয়ম মানতে হবে?

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২রা জানুয়ারী থকে (School Admission) শুরু হতে পারে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সমস্ত ক্লাস। আর নতুন শিক্ষাবর্ষে কিভাবে ছাত্র ভর্তি হবে, কি কি নিয়ম মানতে হবে, সেই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা জারী করলো পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর।

যেহেতু আগামী জানুয়ারি থেকে শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ, তাই প্রাক প্রাথমিক (Pre parimary) থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি প্রক্রিয়া (School Admission) শুরু করে দিল স্কুলশিক্ষা দপ্তর। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষাদপ্তর জানিয়েছে, আগামী ডিসেম্বরের ৭ তারিখ থেকে শুরু হবে নতুন ভর্তি। যেহেতু গতবছর স্বাভাবিক পঠনপাঠনে অতিমারীর কারনে বাঁধা সৃষ্টি হয়েছে তাই কোনও স্কুল চাইলে আগামী শিক্ষাবর্ষে ভর্তির নির্দিষ্ট বয়সের থেকে চারমাস ছাড় দিতে পারে। কী কী নিয়ম মেনে ছাত্রছাত্রীদের প্রাক প্রাথমিকে ভর্তি নেওয়া হবে, তাও নির্দিষ্ট করে দিয়েছে স্কুলশিক্ষা দপ্তর (School Education Department)।

যেহেতু আগামী ৬ ডিসেম্বরের মধ্যে পড়ুয়ারা Activity Task জমা দিয়ে দেবে, এরপর অতিমারী বিধি মেনে আগামী ৭ থেকে ১৪ ডিসেম্বর ভর্তির ফর্ম দেওয়ার নির্দেশ দিয়েছে স্কুলশিক্ষা দপ্তর। ১৫ থেকে ২০ তারিখের মধ্যে হবে লটারি। স্কুলগুলিকে চলতি মাসের ২১ থেকে ২৪ তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া (School Admission) শেষ করতে হবে। শিক্ষার অধিকার আইন মেনে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তিতে প্রবেশিকা পরীক্ষা (Admission Test) নেওয়া যাবে না। পড়ুয়া বা অভিভাবকদের ইন্টারভিউও নিষিদ্ধ। স্কুলে আসন বাড়াতে চাইলে স্কুলশিক্ষা দপ্তরের কমিশনারের কাছে আবেদন করতে হবে।

কোনও পড়ুয়া লটারির মাধ্যমে সুযোগ না পেলে নির্দিষ্ট জেলার ডিআইকে (DI) জানাতে হবে। বাড়ির কাছের কোনও স্কুলে ৩১ জানুয়ারির মধ্যে সেই ছাত্র বা ছাত্রীকে ভর্তি করতে হবে। শিক্ষার অধিকার আইন (RTE) মোতাবেক ১৪ বছর বয়স পর্যন্ত (বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ১৮ বছর) সবাইকে স্কুলশিক্ষার অধীনে আনতে তৎপর রাজ্য সরকার। (School Admission)

আরও পড়ুন, টিউশনি পড়া যাবে না, ক্লিক করুন

প্রাক প্রাথমিকে ভর্তির বয়স পাঁচ থেকে ছ বছরের মধ্যে বয়স হতে হবে। অষ্টম শ্রেণি পর্যন্ত এই বয়সের সীমা বাড়বে এক বছর করে। এদিনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও স্কুলের প্রধান শিক্ষক চাইলে ভর্তির সময় ছাত্রছাত্রীদের বয়সে চার মাস ছাড় দিতে পারবেন। অর্থাৎ নির্দিষ্ট ক্লাসে ভর্তির বয়সের (School Admission) চেয়ে চারমাস বেশি বা কম হলে তা মঞ্জুর করতে পারবেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক।

আরও পড়ুন, আবার বন্ধ হবে স্কুল, ক্লিক করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment