স্টেট ব্যাংকে SBI WeCare ফান্ডে মাত্র কয়েক বছরে টাকা ডবল। আজই বিনিয়োগ করুন

কোটি কোটি গ্রাহকের কথা রাখল ভারতীয় স্টেট ব্যাংক। যারা দ্রুত ও নিরাপদে টাকা দ্বিগুন করতে চান SBI WeCare FD) তাদের ইচ্ছে পুরনের সুযোগ দিচ্ছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank Of India) হল গ্রাহক পরিষেবার দিক থেকে দেশের সবচেয়ে বড় ব্যাংক। আর এই ব্যাংকে রয়েছে উচ্চ মানের পরিষেবা ও একাধিক প্রকল্প। গ্রাহকের সামর্থ্য ও সুবিধার কথা চিন্তা করে শতাধিক সঞ্চয় প্রকল্প রয়েছে। SBI WeCare FD ফান্ডে বিনিয়োগ করলে অল্প সময়ে টাকা ডবল হতে পারে। এই প্রকল্পে কিভাবে বিনিয়োগ করবেন, কি কি নিয়মাবলী রয়েছে, একনজরে দেখে নিন।

Advertisement

SBI WeCare Fixed Deposit Scheme

স্টেট ব্যাংকের এই ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগকারীদের ডবল সুবিধা প্রদান করা হয়। অন্যান্য স্থায়ী আমানত বা Fixed Deposite স্কিম গুলোর (SBI FD Scheme) তুলনায় এখানে সুদের হার অনেক বেশি। SBI WeCare Fixed Deposit Scheme এ বিনিয়োগের মাত্র কয়েক বছরের মধ্যে টাকা ডবল হয়ে যায়, সেই সঙ্গে করছাড়ের সুবিধাও (Tax Saving Scheme) দেওয়া হয়। কিন্তু SBI WeCare Fixed Deposit Scheme সকলের জন্য নয়। তাহলে কাদের জন্য এই প্রকল্প জেনে নিন।

Advertisement

প্রথমত এই SBI WeCare Fixed Deposit Scheme বয়স্ক নাগরিক তথা সিনিয়র সিটিজেনের জন্য। এবং সাময়িক সময়ের জন্য অর্থাৎ ৩১শ মার্চ পর্যন্ত এই স্কীমে বিনিয়োগের সুবিধা দেওয়া হয়েছিলো। তবে অনেক গ্রাহকই এখান থেকে লাভ উঠানোয় তারা SBI এর কাছে আর্জি জানিয়েছিলেন যেন SBI WeCare FD এর মেয়াদ আরো বৃদ্ধি করা হয়। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই আরো ৫ মাস এই স্কিমের সুবিধা বাড়ালো সংশ্লিষ্ট ব্যাংক কতৃপক্ষ। আর এই স্কিমের মাধ্যমে বাকি সকল ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিমের তুলনায় বেশি টাকা রিটার্ন পাওয়া যায়। তাহলে এই স্কিম সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।

You Will Get SBI WeCare FD Benefits

স্টেট ব্যাংকের বিভিন্ন জনপ্রিয় স্কিম গুলির মধ্যে উইকেয়ার ডিপোজিট (SBI WeCare FD) অন্যতম। এই স্কিমে সমস্ত সুবিধাই ডবল দেওয়া হয় গ্রাহকদের জন্য। ২০২০ সালে কোভিড মহামারীর সময় গ্রাহকদের অর্থ নিরাপদে রাখতে এবং তার ওপর বেশি লাভ দিতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই এফডি (SBI FD) চালু করেছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে এই স্কিমটি বন্ধ করে দেওয়ার কথা বলেছিল এসবিআই।

কিন্তু তারপর থেকে গ্রাহকদের অনুরোধে ক্রমশই চলে আসছে এই স্কিমটি। এসবিআই এর তরফ থেকে শেষ বার বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল, উইকেয়ারের মেয়াদ শেষ হচ্ছে। যার পর থেকে আর গ্রাহকরা এর সুবিধা পাবেন না। কিন্তু আবারো কোটি কোটি গ্রাহকদের দাবি মেনে নিয়ে উইকেয়ার এফ ডি এর সময় সীমা বাড়ালো স্টেট ব্যাংক।আগামী পাঁচ মাস অর্থাৎ ৩০ শে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত এখন গ্রাহকরা এই SBI WeCare FD মাধ্যমে ডবল সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।

Advertisement

5 লাখ টাকা দিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। সঠিক আবেদন করলেই একাউন্টে টাকা ঢুকবে।

SBI WeCare FD Scheme For Senior Citizen

এসবিআই এর উই কেয়ার ডিপোজিট অল্পদিনের একটি স্কিম হলেও সবচেয়ে জনপ্রিয়। কারণ গ্রাহকরা এখানে যে লাভ পান তা আর অন্য কোন প্রকল্পে নেই। এসবিআই উইকেয়ার স্কিমে সুদের হার ৭.৫ শতাংশ। এই স্কিমে ৫ থেকে ১০ বছর মেয়াদে বিনিয়োগ করা যায়। নতুন এবং পুনর্নবীকরণযোগ্য এফডিতে একই হারে সুদ (SBI WeCare FD Interest Rate) দেওয়া হয়।

Bonus Share Multibagger Stock

SBI WeCare Fixed Deposit Scheme Interest Rate

স্টেট ব্যাংকের এর অন্যান্য ফিক্সড ডিপোজিট স্কিমে সাধারণ বিনিয়োগকারীদের চেয়ে ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ দেওয়া হয় প্রবীণ নাগরিকদের। কিন্তু উই কেয়ার ডিপোজিটে ১০০ বেসিস পয়েন্ট বেশি অর্থাৎ ১ শতাংশ বেশি সুদ দেওয়া হয় প্রবীনদের। এমনকি উই কেয়ার এফডি (SBI WeCare FD Online) স্কিমটি কেবল প্রবীন নাগরিকদের জন্যই তৈরি। প্রবীণ নাগরিকরা সাধারণত নিরাপদ জায়গায় বিনিয়োগ করতে চান।

মাত্র 500 টাকা করে জমিয়ে সর্বোচ্চ 5 লাখ টাকা রিটার্ন পাবেন। গরীব ও মধ্যবিত্তের সঞ্চয় প্রকল্প

যাতে নিশ্চিত রিটার্ন মেলে। ঝুঁকি নিতে না হয়। তাই তাদের জন্য বিশেষ করে এই স্কিমটি চালু করেছে এসবিআই। ৩১ মার্চ মেয়াদ পেরিয়ে যাওয়ায় অনেক প্রবীণ নাগরিকই (Senior Citizen FD) ভেবেছিলেন এবার থেকে হয়তো তাদের এই সুবিধা বন্ধ হয়ে গেল। তবে এসবিআই এর নতুন বিজ্ঞপ্তি দেখে স্বস্তি পেলেন তারা। তাহলে আর দেরি না করে আপনারা এই স্কিমের লাভ নেওয়ার জন্য এগিয়ে আসুন।
এই সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। অর্থনৈতিক নিয়মিত আপডেট পেতে EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.

কম CIBIL Score এর জন্য লোন পাচ্ছেন না? আজই এই কাজ করুন। 

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment