আপনার যদি বাইক কেনার শখ থেকে থাকে, কিন্তু টাকার অভাবে না কিনতে পারেন তবে SBI Super Bike Loan স্কিমের মাধ্যমে সকলের সেই স্বপ্নপূরণ করার জন্য এগিয়ে এলো স্টেট ব্যাংক তথা SBI. অর্থাৎ আপনার কাছে টাকা না থাকলেও বাইক কেনার স্বপ্ন পূরণ করার সুযোগ দবে স্টেট ব্যাংক। যত দামি বাইকই আপনি কিনতে চান না কেন, তার টাকা অগ্রীম টাকা নিতে পারবেন। তাই আপনি যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একজন একাউন্টধারী হয়ে থাকেন তবে আপনার জন্য রয়েছে সুখবর। নিজের গ্রাহকদের জন্য অভিনব সুপার বাইক লোন স্কিম চালু করেছে ভারতীয় স্টেট ব্যাংক (State Bank of India).
SBI Super Bike Loan apply online
যেখানে গ্রাহকদের জন্য ১.৫০ লক্ষ থেকে সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত লোন (Super Bike Loan) প্রদান করে থাকে ব্যাংক। এই লোনের টাকা নিয়ে একজন ব্যক্তি সহজেই নিজের জন্য একটি ভালো বাইক কিনতে পারেন (Loan EMI). এখনো পর্যন্ত এসবিআই এর অনেক গ্রাহক এই সুবিধার দ্বারা চরমভাবে উপকৃত হয়েছেন। এবার চাইলে সেই লাভ ওঠাতে পারেন আপনিও। আজই চাইলে স্টেট ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে বাইক লোনের (Bike Loan) ব্যাপারে কথা বলুন।
স্টেট ব্যাংক সুপার বাইক লোন স্কিম ২০২৪
শুধুমাত্র যে বিলাসিতা করার জন্য সকলে বাইক কেনেন সেটা কিন্তু একদমই নয়। এখনকার সময়ে দেশের জন সংখ্যা এত বেশি যে গণ পরিবহন পর্যাপ্ত নয়। তাই নিজের গন্তব্যে যাওয়ার জন্য বাইক কেনা আবশ্যক। সেই জন্য আজকে এই Super Bike Loan সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। যেমন – এই লোনের জন্য কত হারে সুদ (Interest Rate) নেবে ব্যাংক? কত করে মাসিক ইএমআই (Equated Monthly Installment) জমা দিতে হবে আপনাকে? Bike Loan EMI calculator ইত্যাদি। তাহলে সুবিধা হবে।
জীবনে টাকার অভাব কখন হয় তা কি কেউ বলতে পারে? আমরা সকলেই তো রোজগার করি। কিন্তু নানা প্রয়োজনে অনেক সময়েই টাকা ধার করতে হয়। এই পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই ব্যাংক থেকে লোন (Super Bike Loan from Bank) নিয়ে থাকেন। এসবিআই গ্রাহকরা সহজ শর্তে ব্যাংক থেকে বিভিন্ন লোন পান। যে গুলোর মধ্যে বাইক লোনও অত্যন্ত জনপ্রিয় স্টেট ব্যাংকের।
Bike Loan interest rate
এখানে সর্বোচ্চ ১.৫০ লক্ষ টাকা থেকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত লোন নেওয়া যায়। লোন শোধ করার মেয়াদ থাকে সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত। সুতরাং একজন ব্যক্তি সুবিধা জনক শর্তে এই লোন (Bike Loan eligibility) নিয়ে নিজের দামি বাইক কেনার স্বপ্ন পূরণ করতে পারেন। তবে তার জন্য আগে দেখতে হবে আপনি লোন পাওয়ার যোগ্য কিনা।
SBI Super Bike Loan Eligibility Check
১. প্রথমেই, লোন পাওয়ার জন্য যে ব্যক্তি আবেদন করছেন তার বয়স হতে হবে ২১ থেকে ৫৭ বছরের মধ্যে।
২. যে কোনো রাজ্য, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, অথবা পাব্লিক সেক্টর আন্ডারটেকিং, কর্পোরেশন, বেসরকারী সেক্টর কোম্পানি এবং নামী প্রতিষ্ঠানের নিয়মিত কর্মচারীরা এসবিআই সুপার বাইক লোনের জন্য আবেদন করতে পারেন।
৩. এছাড়াও কৃষি অথবা ব্যবসায়িক ক্রিয়াকলাপে নিযুক্ত ব্যক্তিরাও এই লোন পাওয়ার যোগ্য, তবে অবশ্যই স্থায়ী আয় থাকতে হবে।
৪. যে কোনো চাকরিজীবী অথবা পেনশনভোগীর ক্ষেত্রে বার্ষিক আয় সর্বনিম্ন ৩ লক্ষ টাকা হতে হবে।
৫. তারা যদি আয়কর প্রদান করেন তবে সেই আয়কর রিটার্নের ফাইল (ITR File) দেখাতে হবে।
৬. কৃষক এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে এই আয় সর্বনিম্ন ৪ লক্ষ টাকার কম হওয়া যাবে না।
৭. কৃষকদের ক্ষেত্রে আয়কর ফাইল জমা দেওয়ার দরকার নেই।
SBI Super Bike Loan Interest Rate
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকদের ১২.১৫ থেকে ২০.৪০ শতাংশ হার সুদে সুপার বাইক লোন প্রদান করে থাকে। গ্রাহকের সিবিল স্কোর যদি উন্নত হয় তাহলে এই সুদের হার খানিকটা কম হতে পারে। মনে করুন আপনি যদি বেতনভোগী না হন, তবুও আপনার সিবিল স্কোর ভালো থাকলে আপনি সর্বোচ্চ ১৩.১৫ শতাংশ সুদে এই লোন পাওয়ার যোগ্য।
Super Bike Loan EMI calculator
ধরে নিন, আপনি একজন এসবিআই গ্ৰাহক। বাইক কেনার জন্য ২ বছরের হিসাবে সবচেয়ে কম হলেও ১.৫০ লক্ষ টাকা লোন নিতেই হবে ব্যাংক থেকে। লোন পরিশোধের মেয়াদ রাখলেন ২ বছর। সিবিল স্কোর ভালো হবার জন্য বার্ষিক সুদ নেওয়া হবে ১৩.১৫ শতাংশ করে। সেক্ষেত্রে কত টাকা করে মাসিক ইএমআই জমা দিতে হচ্ছে? ২ বছর পর সুদ আসল মিলিয়ে কত টাকাই বা হচ্ছে?
এসবিআই কার লোন ক্যালকুলেটর (SBI Loan interest rate Calculator) অনুযায়ী, এই জন্য ৭,১৪২ টাকা করে মাসিক ইএমআই দিতে হবে আপনাকে। তাহলে সুদ আসল মিলিয়ে আপনাকে ২ বছর শেষে শোধ করতে হবে মোট ১,৭১,৪০৪ টাকা। অর্থাৎ এক্ষেত্রে আপনার সুদের পরিমাণ ২১৪০৪ টাকা। আর সময়ে এই টাকা রিটার্ন না দিলে আপনাকে ফাইনও দিতে হতে পারে।
Loan Amount | Loan Interest Rate | EMI Calculator (24 Month) |
150000 | 13.15% | 7,142 |
200000 | 13.15 | 9523 |
৩ বছরে পরিশোধ করলে
আপনি যদি একই পরিমাণ ঋণ নেন এবং ৩ বছরের মেয়াদে তা শোধ করার চিন্তা করেন তাহলে ৫,০৬৫ টাকা করে মাসিক ইএমআই দিতে হবে। এক্ষেত্রে সুদ আসল মিলিয়ে তিন বছর শেষে আপনার হচ্ছে ১,৮২,৩৩৮ টাকা। সুতরাং এখানে আপনার মোট সুদের পরিমাণ (Bike Loan Total Interest) থাকছে ৩২,৩৩৮ টাকা।
মাসিক আয় ২০ হাজার টাকা হলে, ১ কোটি টাকা জমাতে কিভাবে বিনিয়োগ করবেন, জেনে নিন।
৪ বছরে পরিশোধ করলে
এরপর যদি ৪ বছর অর্থাৎ সর্বোচ্চ মেয়াদে আপনি ঋণ শোধের কথা ভাবেন তাহলে কত সুদ দিতে হবে? দেড় লক্ষ টাকা লোনে চার বছরের জন্য আপনাকে প্রতি মাসে ৪,০৩৫ টাকা করে ইএমআই (EMI) গুনতে হবে। মেয়াদ শেষে সুদ আসল মিলিয়ে আপনি মোট শোধ করবেন ১,৯৩,৬৯৪ টাকা। যেখানে শুধু সুদ থাকছে ৪৩ হাজার ৬৯৪ টাকা।
অর্থাৎ এই নিয়মে আপনি আপনার টাকার প্রয়োজন হলেই বাইক লোন নিতে পারবেন। বিষদে জানতে যেকোনো SBI ব্যাংকে যোগাযোগ করন। এই বিষয়ে কোনও মতামত থাকলে নিচে কমেন্ট করুন। নিয়মিত অর্থনৈতিক পোস্ট পেতে EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.