এখনই দেখে নিন SBI Scholarship 2022 স্কলারশিপের মাধ্যমে কীভাবে পেয়ে যাবেন 15 হাজার টাকা!
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য SBI দিতে চলেছে বার্ষিক ১৫ হাজার টাকা মূল্যের SBI Scholarship 2022 স্কলারশিপ, যার নাম SBI Asha Scholarship 2022 বা আশা স্কলারশিপ।
এই SBI Scholarship 2022 স্কলারশিপে আবেদন করতে চাইলে, আবেদনকারীকে নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে।
১ আবেদনকারীকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত হতে হবে।
২ আবেদনকারীকে পূর্ববর্তী পরীক্ষায় অন্তত ৭৫% নম্বর পেয়ে পাশ করতে হবে।
৩ পরিবারের বার্ষিক আয় তিন লক্ষের বেশি হওয়া যাবে না।
৪ আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
SBI Scholarship 2022 স্কলারশিপের মূল্য : বছরে ১৫ হাজার টাকা।
এই স্কলারশিপে আবেদন করতে হলে যেসব ডকুমেন্ট লাগবে, তা হলো:
১ আগের বছরের মার্কশিট
২ পরিচয়পত্র (আধার/ভোটার/প্যান কার্ড/ড্রাইভিং লাইসেন্স)
৩ বর্তমান বছরে ভর্তির প্রমাণপত্র
৪ বার্ষিক আয়ের সার্টিফিকেট
৫ ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস
৬ পাসপোর্ট সাইজ ছবি
SBI Scholarship 2022 আবেদন প্রক্রিয়া :
আবেদন করতে গেলে আবেদনকারীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটটিতে ক্লিক করলে একটি পেজ খুলে যাবে যেখানে লেখা আছে ‘Apply Now’ , সেখানে ক্লিক করতে হবে। তারপর পড়ুয়াদের নিজেদের ডিটেইলস দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
শাহরুখ খান স্কলারশিপ, আবেদন করলেই মিলবে পড়াশোনার সব খরচ ও নগদ টাকা।
খেয়াল রাখতে হবে, আবেদন করার সময় অবশ্যই বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি দিতে হবে। কারন রেজিস্টার করার সময় ফোনে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি দিয়ে রেজিস্টার করতে হবে। তারপর মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে আবেদনকারীকে লগইন করে, Start Application অপশনে ক্লিক করতে হবে। এখানে সমস্ত ডকুমেন্ট আপলোড করার পরে ফর্মটি ভালো করে চেক করে ‘সাবমিট’ করে দিতে হবে।
দেখে নিন Official Website : https://www.buddy4study.com/page/sbi-asha-scholarship-program
Written by Antara Banerjee.
এছাড়া অন্যান্য স্কলারশীপে আবেদন করতে নিচের লিঙ্কে ক্লিক করুন। এবং পড়াশোনা ও স্কলারশীপ সম্পর্কিত আরও তথ্যের জন্য EK24 NewsK ফলো করুন। আপনার কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।
নবান্ন স্কলারশীপ 2022 – আবেদন শুরু, যারা কোনদিন স্কলারশীপ পায়নি, তাদের পড়াশোনার সমস্ত খরচ দেবে
পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য দুর্দান্ত নতুন Scholarship, আবেদন করলেই পাবেন 12 হাজার টাকা