SBI Interest Rates On FD : বেশি লাভ তুলুন, FD-তে সুদ বাড়াল ষ্টেট ব্যাঙ্ক।
দেশের চরম আর্থিক পরিস্থিতি এবং দ্রব্যমূল্য বৃদ্ধির মধ্যেও কিছুটা হলেও স্বস্তির খবর (SBI Interest Rates On FD). চলতি কোয়ার্টারে সুদের হার বাড়ালো ষ্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank Of India). কোন প্রকল্পে কত সুদ পাবেন, রইলো বিস্তারিত বিবরন।
ব্যাঙ্কিং ব্যবসায় প্রতিযোগিতা শুরু হওয়ার ফলে গ্রাহকরা কিছুটা হলেও তার লাভ ঘরে তুলতে পারেন। যদিও প্রতিদিনই সাধারণ মানুষের কষ্ট করে উপার্জিত টাকা ব্যাঙ্কে রাখলে সুদ পাওয়া যায় নাম মাত্র। তাই প্রত্যেকেই চান ব্যাঙ্কে বিভিন্ন প্রকল্পে টাকা জমা দিয়ে যদি কিছুটা হলেও সুদের হার বৃদ্ধি করে লাভের মুখ দেখা যায়। SBI Interest Rates On FD
আরও পড়ুন, দিনে মাত্র 5 টাকায় 2 GB 4G Data, আনলিমিটেড কলিং, সস্তার প্লানে
সাধারণ মানুষের কাছে বর্তমান সময়ে সেটা দূরাশা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) তাদের একাধিক ফিক্সড ডিপোজিট স্কিমের (Fixed Deposit Scheme) সুদের হার বাড়িয়েছে (SBI Interest Rates On FD). কিন্তু সেই সুদের হার 2 কোটি টাকা বা তার উপরে ফিক্সড ডিপোজিটের (FD) ক্ষেত্রেই বৃদ্ধি পেয়েছে। নতুন সুদের হার 10 মে থেকে লাগু করা হয়েছে।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, 7 থেকে 45 দিনের FD-র ক্ষেত্রে সুদের হার বাড়ানো হয়নি।
SBI সূত্রে জানা গিয়েছে, 46 থেকে 149 দিনের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে 50 বেসিস পয়েন্ট বেশি রিটার্ন মিলবে। 40 বেসিস পয়েন্ট রিটার্ন পাওয়া যাবে 1 থেকে 2 বছরের FD-র ক্ষেত্রে। 2 থেকে 3 বছরের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে 65 বেসিস পয়েন্ট রিটার্ন পাওয়া যাবে।
আরো পড়ুন, LIC শেয়ারকে টক্কর দিতে বাজারে Reliance IPO শেয়ার ছাড়লো আম্বানী
এবার দেখে নেওয়া যাক এক নজরে নতুন সুদের হার:
SBI Interest Rates On FD
7 থেকে 45 দিন- 3 শতাংশ।
46 থেকে 179 দিন- 3.5 শতাংশ।
180 থেকে 210 দিন- 3.5 শতাংশ।
211 দিন থেকে 1 বছর- 3.75 শতাংশ।
1 বছর থেকে 2 বছর মেয়াদ- 4 শতাংশ।
2 থেকে 3 বছর মেয়াদ- 4.25 শতাংশ।
3 থেকে 5 বছর মেয়াদ- 4.5 শতাংশ।
5 থেকে 10 বছর মেয়াদে পাওয়া যাবে 4.5 শতাংশ।
Written by Rajib Ghosh
আরো পড়ুন, জলের দামে শেয়ার বিক্রি LIC-র, ডুবতে বসেছেন সাধারন পলিসি হোল্ডাররা