পড়াশোনা করা এখনকার দিনে সবচেয়ে জরুরি জিনিসের মধ্যে অন্যতম। আর এই জন্য অনেকেই শিক্ষা ঋণ তথা Education Loan বা পড়াশোনার জন্য ঋণ নিয়ে থাকেন। গত ২ মে মাধ্যমিকের রেজাল্ট এবং আজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হলো। অনেক ছাত্র ছাত্রীরাই ভালো নম্বর করে উত্তীর্ণ হয়েছে পরীক্ষায়। ভবিষ্যতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের পায়ে দাঁড়াতে চায় তারা। কিন্তু সবার তো আর সাধ থাকলেও সাধ্য থাকে না।
Get Instant Education Loan Online Apply.
বিশেষত যারা দুস্থ পরিবার থেকে পড়াশোনা করছে তারা বেশিরভাগই মাধ্যমিকের পর পড়াশোনাই ছেড়ে দেয়। সেখানে উচ্চ শিক্ষার চিন্তা করা তো বাহুল্যতা। তবে এই সব শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ হতে চলেছে এবারে Education Loan বা পড়াশোনার ঋণের মাধ্যমে। মাধ্যমিকের পর যারা উচ্চশিক্ষা অনুসরণে ইচ্ছুক সেই সমস্ত ছাত্র ছাত্রীদের সহজ শর্তে লোন বা শিক্ষা ঋণ দেওয়া চালু করেছে দেশের ব্যাংক গুলি।
তারা শিক্ষিত হোক, নিজেদের পায়ে দাঁড়াক এটাই প্রধান উদ্দেশ্য। আপনিও যদি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হন এবং চান মাধ্যমিকের পর কোন উচ্চ শিক্ষার কোর্স করতে তবে সহজেই পেতে পারেন এই ব্যাংক লোন (Education Loan). কিন্তু কোন ব্যাংকে লোন নেওয়া সুবিধা জনক? কোথায় সুদের হার (Loan Interest Rate) সবচেয়ে কম? লোন পেতে আবেদনই বা করবেন কিভাবে। এই সব কিছু নিয়ে আগে জেনে নেওয়া দরকার।
দেশের যে কোনো পাবলিক অথবা প্রাইভেট সেক্টর ব্যাংক থেকে আপনি এডুকেশন লোন (Education Loan) পেতে পারেন। তবে বিভিন্ন ব্যাংকের শর্ত ও সুদের হার ভিন্ন ভিন্ন হয়। আর যে কোন ধরণের ঋণ নেওয়ার আগে আপনারা সকল তথ্য সম্পর্কে আগের থেকে জেনে নিয়ে তবেই আবেদন করবেন। এবারে আপনার পক্ষে কোনটা সুবিধা জনক দেখে নিন।
Education Loan rate of interest
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকদের স্বল্প সুদের হারে সেরা কাস্টমাইজড এডুকেশন লোন প্রদান করে। এই ব্যাংকের শিক্ষাঋনের ওপর সুদের হার নেওয়া হয় ৮.১৫ থেকে ১১.১৫ শতাংশ। আইসিআইসিআই ব্যাংক থেকে আপনি এদেশে বা বিদেশে যে কোনো উচ্চশিক্ষার কোর্স করার জন্য লোন পেতে পারেন। তবে কানাডায় নামকরা কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলিতে পড়ার জন্য এই ব্যাংক বিশেষ লোন অফার করে। ICICI এডুকেশন লোনের সুদের হার বার্ষিক ৯.৫০ শতাংশ।
Axis Bank Education Loan interest rate
মাধ্যমিকের পর স্কুলে, পলিটেকনিক, নার্সিং, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, ভোকেশনাল, ম্যানেজমেন্ট ও অন্যান্য যে কোন উচ্চশিক্ষার কোর্সে পড়ার জন্য ছাত্র ছাত্রীরা অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে শিক্ষা ঋণ পেতে পারেন। বর্তমানে এই ব্যাংক ১৩.৭০ থেকে ১৫.২০ শতাংশ হারে সুদ নিচ্ছে শিক্ষা ঋণের ক্ষেত্রে। উপরোক্ত ব্যাংক গুলি ছাড়াও Punjab National Bank, Bank Of Maharastra, Bank Of Baroda, Bank Of India, Central Bank Of India ইত্যাদি যে কোন ব্যাংক সহজ শর্তে শিক্ষা দিন প্রদান করে।
Documents required
১. যে কোনো ধরনের ফটো আই ডি প্রুফ যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স।
২. পাসপোর্ট সাইজের এক কপি ছবি।
৩. ঠিকানার প্রমাণ।
৪. ব্যাংক পাসবুক।
৫. আগের ক্লাসের পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিট।
৬. নতুন কোর্সের এডমিশন টেস্টে পাসের মার্কশিট।
৭. ছাত্র বা ছাত্রীর নতুন প্রতিষ্ঠানে কোর্সে ভর্তি হওয়ার রশিদ।
৮. ভালো সিভিল স্কোর (CIBIL Score For Education Loan) থাকলে সহজে মিলবে লোন।
How to Apply Online & Offline for Education Loan
শিক্ষা ঋনের জন্য আবেদন অনলাইন বা অফলাইন দুভাবেই করা যায়। আপনি যে ব্যাংক থেকে লোন নেবেন তার ওয়েবসাইটে গিয়ে Education Loan সেকশনে প্রবেশ করে আবেদন করতে পারেন। এর জন্য নির্দিষ্ট ফর্ম ফিলাপ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি আপলোড করতে হবে। অন্য দিকে যারা অফলাইনে আবেদন করতে চাইবেন তারা সরাসরি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন।
5 লাখ টাকা দিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। সঠিক আবেদন করলেই একাউন্টে টাকা ঢুকবে?
সেখানে Education Loan এর জন্য আবেদনপত্র হাতে লিখে পূরণ করুন এবং সঙ্গে ডকুমেন্ট গুলির জেরক্স জমা দিন। আপনার আবেদন পাওয়ার পর ব্যাংক সব কিছু বিচার করে দেখবে। আপনার আবেদন গৃহীত বা আপনি যোগ্য হয়ে থাকলে কয়েক ঘণ্টার মধ্যে লোনের টাকা ট্রান্সফার হয়ে যাবে একাউন্টে। আর এই সহজ পদ্ধতি অনুসারে আপনারা এই কাজ সম্পন্ন করে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করে নিতে পারবেন।
Written by Nabadip Saha.
বাড়ি বানানোর জন্য 20 লাখ টাকার Home Loan নিলে, প্রতিমাসে কত টাকা EMI দিতে হবে আপনাকে?