SBI ATM Franchaise – বাড়িতে SBI এর ATM ফ্র্যাঞ্চাইজি নিয়ে মাসে ৬০ হাজার টাকা আয় করুন, এই অফার খুব সীমিত।

সরকারি ব্যাংক সংস্থা SBI ATM Franchaise এবার সবার জন্য চালু করলো এই অফার। আসলে লকডাউনের বাজারে বেকারত্তের কথা মাথায় রেখে হটাৎ এই রকম বড় মাপের সিদ্ধান্ত নিল এই সরকারি ব্যাংক সংস্থা। এই অফারে কাজ নেই বললেই চলে আর ইনকাম মাসে ৬০ হাজার টাকা । আর যদি আপনি সমস্ত শর্ত মেনে চলতে পারেন, তবে আরও বেশি কামাতে পারবেন।

বাড়িতে বসে ব্যবসা শুরু করার জন্য SBI ATM Franchaise এর থেকে ভাল আর কিছু নেই। কারন একদিকে SBI হল সরকারি সংস্থা এর ফলে সরকারি সুবিধা রয়েছে। অন্যদিকে কোন কাজ ছাড়া সম্পূর্ণ বিনাশ্রমে মাসে মাসে টাকা ইনকাম করা। সাধারণত ব্যাংকের তরফে এটিএম লাগানোর দায়িত্ব অন্য সংস্থাকে দেওয়া হয়ে থাকে। তাই চলুন দেখে নেওয়া যাক কিভাবে পাবেন এই ATM আর কিভাবে মাসে পাবেন কমপক্ষে ৬০ হাজার টাকা।

সবার প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে জায়গায় ATM বসাতে চাইছেন তার ১০০ মিটারের মধ্যে অন্য কোন ATM থাকলে হবে না। দ্বিতীয়ত ২৪ ঘণ্টা পাওয়ার সাপ্লাই থাকতে হবে আর ১ কিলোওয়াট বিদ্যুতের কানেকশন লাগবে। কনক্রিটের ছাদ থাকতে হবে। এবং দিনে ৩০০ টা ট্রানজাকশন করাতে হবে। SBI ATM Franchaise

কি কি ডকুমেন্টস প্রয়োজনঃ-

১.আইডি প্রুফঃ Aadhaar Card , Pan Card , Voter Card
২. অ্যাড্রেস প্রুফ- রেশন কার্ড, ইলেক্ট্রিসিটি বিল
৩. ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও পাসবুক

৪. ফটোগ্রাফ, ই-মেল আইডি, ফোন নম্বর
৫. জিএসটি নম্বর
৬. ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস

SBI এটিএম ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন কীভাবে করবেনঃ-

আমাদের  দেশের বেশির ভাগ এটিএম লাগানোর কন্ট্র্যাক্ট দেওয়া হয়ে থাকে Tata Indicash, Muthoot ATM আর India One ATM ৷ এই সব সংস্থার ওয়েবসাইটে অনলাইনে লগইন করে এটিএমের জন্য আবেদন করতে পারবেন ৷

ওয়েবাসাইটগুলোর লিঙ্ক
Tata Indicash – www.indicash.co.in
Muthoot ATM – www.muthootatm.com/suggest-atm.html
India One ATM – india1atm.in/rent-your-space

আপনাকে কত টাকা খরচা করতে হবে

সব থেকে সুরক্ষিত, পুরনো আর বড় সংস্থা হল Tata Indicash৷ এই Tata Indicash  সংস্থা ২ লক্ষ টাকার সিকিউরিটি ডিপোজিটে ফ্র্যাঞ্চাইজি দিয়ে থাকে যা হবেই৷ হিসেব করলে মোট ৫ লক্ষ টাকা খরচা করতে হবে ৷

আপনি কত টাকা আয় করতে পারবেন ?

১টা ক্যাশ ট্রানজাকশনের ফলে আপনি পাবেন ৮ টাকা আর নন ক্যাশ ট্রানজাকশনে ২ পাবে টাকা৷ প্রতি বছরে বছরে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ৩৩-৫০ শতাংশ পাওয়া যায় ৷ ধরুন এটিএম-এর মাধ্যমে ১ দিনে ২৫০টি ট্রানজাকশন হল, এবার তার মধ্যে ৬৫ শতাংশ ক্যাশ ট্রানজাকশন ও ৩৫ শতাংশ নন-ক্যাশ ট্রানজাকশন হয় তাহলে মাসে আয় প্রায় ৪৫ হাজার টাকা আয় করা যাবে। আর দিনে ৫০০ ট্রানজাকশন হলে প্রায় ৮৮-৯০ হাজার টাকা পাওয়া যাবে।

আরও পড়ুন, বিনামুল্যে আমূলের ফ্রাঞ্চাইজি নিয়ে মাসে লাখ টাকা আয় করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment