SBI Annuity Deposit Scheme: স্টেট ব্যাংকের এই স্কীমে প্রতিমাসে ৫০০০ টাকা পাবেন। সুদের হার ও হিসাব দেখে নিন

যারা নিয়মিত বিনিয়োগ করেন, তারা SBI Annuity Deposit Scheme এর সুদের হার বা নিয়ম কানুন একবার জেনে রাখতে পারেন। হয়তো এই স্কীম ই আপনাকে আপনার চাহিদামতো রিটার্ন দিতে সক্ষম।

Advertisement

SBI Annuity Deposit Scheme Calculator for Monthly Income

আজকের মুদ্রাস্ফীতির বিশ্বে, বেতনের সামান্য টাকায় সংসার চালিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা একটি কষ্টকর বিষয়। তবে আর চিন্তা নেই। এবার আপনার পাশে দাঁড়াবে স্টেট ব্যাংক। ভারতের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) গ্রাহকদের আর্থিক লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য বিভিন্ন আকর্ষণীয় স্কিম প্রদান করে। এমন একটি জনপ্রিয় স্কিম হল SBI Annuity Deposit Scheme (SBI ADS)। এই স্কিমটি গ্রাহকদের এককালীন বিনিয়োগের মাধ্যমে নিয়মিত আয়ের সুযোগ করে দেয়।

Advertisement

SBI Annuity Deposit Scheme benefits

SBI ADS-এর সুবিধাঃ

১. নিশ্চিত রিটার্নঃ
SBI ADS নিশ্চিত রিটার্ন প্রদান করে, যা বিনিয়োগকারীদের আর্থিক ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত থাকতে সাহায্য করে।
২. নিয়মিত আয়ঃ
এই স্কিম গ্রাহকদের নিয়মিত আয়ের মাধ্যমে তাদের আর্থিক চাহিদা পূরণ করতে সাহায্য করে।
৩. ঝুঁকিমুক্ত বিনিয়োগঃ
SBI ADS একটি ঝুঁকিমুক্ত বিনিয়োগ বিকল্প, কারণ এটি একটি সরকারি ব্যাঙ্ক দ্বারা পরিচালিত হয়।

৪. কোন বয়সেও বিনিয়োগ করা যায়ঃ
যেকোনো বয়সের ব্যক্তিই এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।
৫. মেয়াদ অনুসারে সুদের হারঃ
বিভিন্ন মেয়াদের জন্য আলাদা আলাদা সুদের হার প্রযোজ্য।
৬. কর সুবিধাঃ
এই স্কিমের অধীনে আয়কর সুবিধা পাওয়া যায়।

কত বছর বয়সে বিনিয়োগ করা যায়?

যেকোনো বয়সের ব্যক্তিই এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। নাবালক থেকে শুরু করে প্রবীণ নাগরিক সবাই।
তবে বয়স অনুসারে সুদের হার ও সুযোগ সুবিধা ভিন্ন হতে পারে। বিনিয়োগের আগে জেনে নেবেন।

সর্বনিম্ন ও সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ কত?
প্রতিমাসে ন্যূনতম ১০০০ টাকা বিনিয়োগ করতে হয় এসবিআই এডিএস স্কিমে। বিনিয়োগের কোনো উর্ধ্বসীমা নেই।

Advertisement

ম্যাচিওরিটির মেয়াদঃ
২ বছর থেকে ১০ বছর পর্যন্ত।
মেয়াদ অনুসারে সুদের হার পরিবর্তিত হয়।
তাই বিনিয়োগের আগে সুদের হার সম্মন্ধে নিশ্চিত হয়ে নেবেন।

SBI Annuity Deposit Scheme interest rate

সুদের হারঃ
সাধারণ গ্রাহকদের জন্য ২-৩ বছর পর্যন্ত ডিপোজিটের ওপর ৭% এবং ৫-১০ বছর পর্যন্ত বিনিয়োগে ৬.৫০% সুদ দেওয়া হয়।
আবার প্রবীণ নাগরিক হলে ২-৩ বছর বিনিয়োগে ৭.৫% এবং ৫-১০ বছর জমায় ৭% সুদ প্রদান করে ব্যাংক।

SBI Annuity Deposit Scheme calculator

কত রিটার্ন মিলবে?
ধরা যাক, একজন ব্যক্তি এই স্কিমে ১০ লক্ষ টাকা ২ বছরের জন্য বিনিয়োগ করলেন। এই ক্ষেত্রে,

  • সুদের হার: ৭%
  • প্রতিমাসিক আয়: (১০,০০,০০০ X ৭%) / ১২ = ₹৫৮৩৩
  • ম্যাচুরিটির পরিমাণ: (১০,০০,০০০ + (৫৮৩৩ X ২৪)) = ₹১৪,০০,০০০
    একইভাবে, একজন প্রবীণ নাগরিক যদি ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি প্রতিমাসে ₹৬২৫০ করে পাবেন এবং ম্যাচুরিটিতে পাবেন ₹১৫,০০,০০০.

আরও পড়ুন, ফিক্সড ডিপোজিট না কি পাবলিক প্রভিডেন্ট ফান্ড? কোথায় টাকা রাখলে বেশি লাভ?

কিভাবে আবেদন করবেন?

অনলাইনে SBI-এর ওয়েবসাইট এ গিয়ে অথবা নিকটতম SBI শাখাতে গিয়ে ডিপোজিটের জন্য ফর্ম ফিলাপ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে।

বিশেষ দ্রষ্টব্যঃ
উপরের তথ্যগুলি কেবলমাত্র এই স্কীম সংক্রান্ত তথ্য প্রদানের উদ্দেশ্যে এবং কোনো আর্থিক পরামর্শ হিসেবে বিবেচিত হবে না। বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া শেয়ার মার্কেটে বিনিয়োগ বাজারজাত ঝুকি সাপেক্ষ। বিনিয়োগের আগে সমস্ত নথি ও নিয়ম কানুন পড়ে নেবেন।
Written by Nabadip Saha.

আরও পড়ুন, মাসিক আয় ২০ হাজার টাকা হলে, ১ কোটি টাকা জমাতে কিভাবে বিনিয়োগ করবেন, জেনে নিন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment