রথ যাত্রার শুভক্ষণে নতুন প্রকল্প চালু হলো। সুভদ্রা যোজনা তথা Subhadra Yojana ও সমৃদ্ধ কৃষক নীতি প্রকল্পের মাধ্যমে মহিলা ও পুরুষ প্রতিমাসে পাবেন সরকারি ভাতা। এই সরকারি প্রকল্প কাদের জন্য বিস্তারিত জেনে নিন।
Subhadra Yojana details and eligibility criteria
আধুনিক সমাজের উন্নয়নের মূল চাবিকাঠি হলো সমাজের সকল স্তরের মানুষের ক্ষমতায়ন। এই লক্ষ্য অর্জনের লক্ষ্যে রাজ্য সরকার সম্প্রতি মহিলাদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে। যাতে তারা স্বনির্ভর হতে পারে, নিজেরা নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে, সেই লক্ষ্যে রাজ্য সরকার শুরু করেছে সুভদ্রা প্রকল্প বা Subhadra Yojana. যেখানে ব্যবসা করার জন্য প্রত্যেক মাসে ৪২০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে সরাসরি তাদের ব্যাঙ্ক একাউন্টে। রাজ্যের কয়েক কোটি মহিলাকে এই সুবিধায় নেওয়া হবে বলে জানানো হয়েছে।
সুভদ্রা যোজনা ডিটেইলস
গত মাসেই বিধানসভা নির্বাচন পর্ব শেষ হয়েছে ওড়িশা রাজ্যে। প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক কে হারিয়ে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন মোহন চরণ মাঝি। মুখ্যমন্ত্রীসহ মোট ১৫ জন মন্ত্রী রাজ্যের মন্ত্রিসভার দায়িত্ব নিয়ে শপথ গ্রহণ করেছেন। আর তারপর প্রথম বৈঠকে ই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে নবনির্বাচিত সরকারের তরফে।
এর মধ্যে যেমন রয়েছে মহিলাদের জন্য সুভদ্রা যোজনা তেমনি কৃষকদের জন্য চালু করা হয়েছে সমৃদ্ধ কৃষক প্রকল্প বা Samrudha Krushak Niti. এছাড়াও ওড়িশার ঐতিহ্য পুরীর জগন্নাথ মন্দির কে ঘিরেও বেশ কয়েকটি নতুন কর্মসূচি নিয়েছে সরকার।
Subhadra Yojana online apply
১. সুভদ্রা যোজনাঃ মহিলাদের স্বনির্ভরতার নতুন পথ বর্তমান চাকরির অবস্থা ও কর্মসংস্থানের সীমাবদ্ধতার কারণে অনেকেই ব্যবসার দিকে ঝুঁকছেন। কিন্তু মূলধনের অভাবে অনেকেই পিছিয়ে পড়ছেন। সুভদ্রা প্রকল্প সেই সমস্যা দূর করবে। কেবলমাত্র মহিলারাই এই প্রকল্পের আওতায় আসবেন। সরাসরি ৪২০০ টাকা ভাতা প্রদান করা হবে যাতে মহিলারা ব্যবসা করতে পারেন।
আরও পড়ুন, সমস্ত মহিলাদের মাসে ১৫০০ টাকা দেওয়া হচ্ছে। আবেদন করুন লাডলি বেহেন যোজনায়
২. কৃষকদের জন্য সমৃদ্ধ কৃষক প্রকল্পঃ
সমৃদ্ধ কৃষক প্রকল্পের আওতায় ধান চাষের জন্য কৃষকরা ৩১০০ টাকা করে সহায়ক মূল্য পাবেন। ইতিমধ্যেই ৫০০ কোটি টাকার ফান্ড বরাদ্দ করা হয়েছে। অতি শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং ১০০ দিনের মধ্যেই এই সুবিধা চালু করা হবে।
৩. জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশদ্বার উন্মুক্তঃ
করোনার সময় থেকে মন্দিরের চারটি প্রবেশদ্বার বন্ধ ছিল। বিজেপি সরকার নির্বাচনে জিতে জনসাধারণের জন্য চারটি প্রবেশদ্বারই উন্মুক্ত করার প্রতিশ্রুতি পূরণ করেছে। মন্দিরের এই উদ্যোগ রাজ্যের সাড়ে চার কোটি মানুষের আবেগকে গুরুত্ব দিয়েছে।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুদের কৃষি যন্ত্রপাতি কেনার টাকা দিচ্ছে সরকার। কিভাবে আবেদন করবেন?
নতুন সরকারের এই উদ্যোগগুলি রাজ্যের মহিলাদের ও কৃষকদের জন্য একটি নতুন পথ উন্মুক্ত করেছে, যা তাদের স্বনির্ভরতার দিকে এগিয়ে নেবে।
Written by Nabadip Saha.