Salary Hike for IT professional Wipro, Infosys, TCS. IT কর্মীদের জন্য সুখবর, মাইনে বাড়াচ্ছে TCS থেকে ইনফোসিস..
বাড়ছে চাকরির সুযোগ, চমক দিচ্ছে আইটি সেক্টর। ভারতে কোভিড অতিমারির জন্য বিগত দেড় বছরে কাজ হারিয়েছেন অজস্র মানুষ। মাইনে কাটা গিয়েছে অজস্র কর্মীর। অর্ধেক মাইনেতে কাজ করেছেন এমন মানুষের সংখ্যাও প্রচুর। দেশের ইনফর্মেশন টেকনোলজি সেক্টর বা আইটি সেক্টরেও (IT professional) এর চাপ প্রবল। কিন্তু এবার খেলা ঘুরছে খানিক। অতিমারির প্রকোপ এখনও শেষ হয়নি। তার মাঝেই নিয়োগের ফরমান জারি করেছে টিসিএস থেকে ইনফোসিস বিভিন্ন কোম্পানি। আর সেখানেই উলটপূরাণ। নিয়োগপত্রে থাকছে বেতন বৃদ্ধির খবর। সঙ্গে প্রয়োজনীয় বোনাসও।সম্প্রতি বিষয়টি নিয়ে একটি সমীক্ষা করে বিশিষ্ট এক সংস্থা। সেই সমীক্ষায় দেখা গিয়েছে IT সেক্টরে চাহিদা বেড়েছে কর্মীদের। সেই চাহিদা বৃদ্ধির হার প্রায় 400%। প্রচুর কোম্পানি তারা নয়া কর্মী নিয়ীগের জন্য বিজ্ঞাপন দিচ্ছে। উল্লেখ্য, কর্মীদের জন্য রয়েছে, ভালো মাইনে, সঙ্গে উন্নত সুযোগসুবিধা। এছাড়াও নিজের পুরোন কর্মীদের জন্য থাকছে বেতনবৃদ্ধি, সঙ্গে বোনাসের সুযোগ। সব মিলিয়ে আইটি সেক্টরে যেন আচমকাই বান ডেকেছে চাকরির সুযোগের।
চাকরির সুযোগ ও বেতন বৃদ্ধির এই তালিকার সঙ্গে যুক্ত হয়েছে বিশিষ্ট কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিস বা ( Tata Consultancy Service) বা TCS এর নাম। এই কোম্পানি সম্প্রতি ঘোষণা করেছে, যে তারা দেশের বৃহত্তম Employment Drive এর পথে হাঁটবে। তবে এই কর্মসূচি অবশ্য মহিলাদের জন্য। TCS জানিয়েছে বর্তমানে দেশে প্রতিভা ও কার্যকরীতার কোনও অভাব নেই। এবং তারা সেটিকেই স্বীকৃতি দিতে চায়। উল্লেখ্য, আইটি সেক্টরের সাম্প্রতিক অগ্রগমণের দিকে চোখ রাখলে বোঝা যায়, চলতি 2021, 2022 অর্থবর্ষে এই সেক্টরে শুধু বেতন বাবদ খরচ হতে চলেছে 1.6 থেকে 1.7 বিলিয়ন মার্কিন ডলার। শুধু তাই নয়, গোটা দেশের যে আইটি কেন্দ্রগুলি রয়েছে, যেমন হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই প্রভৃতি শহরে রিয়েল এস্টেটের ব্যবসাও বাড়তে চলেছে।
সমীক্ষা বলছে, চলতি সময়টা আইটি সেক্টরের জঅন্য সোনার সময়। যে সকল ইঞ্জিনিয়াররা চাকরি খুঁজছেন তাঁরা নিজেদের ভাগ্য পরীক্ষা করতে পারেন সহজেই। উল্লেখ্য গত বছর থেকেই প্রচুর চাকরির শুন্যপদ তৈরি হচ্ছিল। এই বছর সেই শুন্যপদ আরও বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে ইঞ্জিনিয়ারের সংখ্যাও। এক বছরের ভিতর 150 থেকে 300% ইঞ্জিনিয়ারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়া বেড়েছে বেতন বৃদ্ধিও। এই বৃদ্ধির পরিমান প্রায় 70 থেকে 120%।