রাজ্য সরকারি কর্মীদের জন্য Retirement benefits নিয়ে আবারো বড় চমক। গত গত সপ্তাহে নবান্ন মারফত নির্দেশ এসেছে রাজ্য সরকারি কর্মীদের Govt Employees DA মে থেকে নয় বরং এপ্রিল থেকেই বাড়ানো হবে। সেই অনুযায়ী আরো এক মাসের বকেয়া মহার্ঘ ভাতা লাভ করবেন তারা। এবার রাজ্য সরকারের আরেক সিদ্ধান্তে পুনরায় লক্ষ্মী লাভ ঘটতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের। এক ধাক্কায় অবসরকালীন ভাতা (Retirement Benefits) বেড়ে গেল ২ লক্ষ টাকা।
WB Govt Employees will get 2 lakh Retirement Benefits
এ বিষয়ে গত মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন। যেখানে জানা যাচ্ছে, যাদের আগে অবসরকালীন ভাতা ছিল ৩ লক্ষ টাকা, তাদের এখন থেকে ৫ লক্ষ টাকা দেওয়া হবে, অর্থাৎ এক লাফে ২ লক্ষ টাকা Retirement Benefits বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। এই বড় প্রাপ্তিতে খুশির হওয়ার বইছে রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে। কিন্তু কাদের এই সুবিধা দিচ্ছে সরকার? জেনে নেব।
Retirement Benefits of Government employees
ভোটের আগেই রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মা বোনেদের লক্ষীর ভাণ্ডার (Lakshmir Bhandar) বাড়িয়ে ৫০০ থেকে ১০০০ এবং ১০০০ থেকে ১২০০ টাকা করে দিয়েছে। শুধু তাই নয় রাজ্য সরকারী কর্মীদের (WB Govt Employees) জন্য দুবার ৪ শতাংশ করে ডিএ (Dearness Allowance) ও দিয়েছেন তিনি।
এবার ভোটে বিরাট সাফল্য পেয়ে জয়লাভ করার পর আরো একাধিক জনকল্যাণমূলক কর্মসূচী নিল মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। যেখানে রাজ্য সরকারি কর্মীদের এক মাসের বকেয়া DA দেওয়ার সঙ্গে সঙ্গে অবসরকালীন ভাতা বাড়ানোর বিষয়টিও স্থির করা হয়েছে।
কাদের এই ভাতা বাড়ছে?
কলকাতা পুলিশ (Kolkata Police) এবং রাজ্য পুলিশের (West Bengal Police) অধীনে কর্মরত হোম গার্ড দের জন্য এই ভাতা বাড়ানোর কথা জানিয়েছে রাজ্য সরকার। বর্তমানে দুই বিভাগ বিলিয়ে প্রায় ১৮ হাজার হোমগার্ড কর্মরত রয়েছে রাজ্যে। প্রথমদিকে অবসরকালীন ভাতা হিসেবে তাদের দেওয়া হতো মাত্র 50 হাজার টাকা। তারপরে সেই অ্যামাউন্ট বাড়িয়ে ৩ লক্ষ টাকা করে সরকার।
Retirement benefits calculator india
এতদিন পর্যন্ত এই টাকাই তারা পেতেন। কিন্তু নতুন সিদ্ধান্তের পর এখন থেকে সেই ভাতা কে আরো ২ লক্ষ টাকা বাড়িয়ে মোট ৫ লক্ষ দেওয়া হবে তাদেরকে। অর্থাৎ প্রথম থেকে এখনো পর্যন্ত মোট ৪.৫০ লক্ষ টাকা বৃদ্ধি পেল হোম গার্ডদের অবসরকালীন ভাতা।
আরও পড়ুন, সরকারি কর্মীদের টাকার দরকার হলে মাত্র ৫ মিনিটে দিচ্ছে সরকার। ক্লিক করে জানুন।
বিজ্ঞপ্তি প্রকাশের পরই নবান্ন এবিষয়ে চিঠিও দিয়ে দিয়েছে কলকাতা ও রাজ্য পুলিশের সমস্ত ডিজি দের কাছে। বর্তমানে কর্মরত সকল হোমগার্ডের অবসরকালীন ভাতা (Retirement benefits) এত দ্বারা বৃদ্ধি পেল এবং এই হারেই তাদেরকে ভাতা প্রদান করতে হবে এরপর থেকে, সেই বিষয়টি স্পষ্ট করে জানানো হয়েছে ওই চিঠিতে।
Written by, Nabadip Saha.
আরও পড়ুন, ভোটে জিতেই নতুন প্রকল্প। মহিলারা পাবে ৪২০০ টাকা, পুরুষরা ৩১০০ টাকা প্রতিমাসে। কারা পাবেন জেনে নিন।