দীর্ঘ ১০ বছর পর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) সমস্ত গ্রাহকদের এটিএম কার্ড ব্যাবহারের চার্জ তথা SBI ATM Charges এবং নিয়মে সংশোধন এনেছে। এই পরিবর্তনের ফলে গ্রাহকদের পকেটে অতিরিক্ত খরচের চাপ পড়তে পারে। মূলত ইন্টারচেঞ্জ ফি বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত কয়েক বছরে এই ATM Withdrawal Charge মকুব করেছিলো স্টেট ব্যাংক। আর হটাত এই চার্জ বেড়ে যাওয়ায় কার্যত গ্রাহকদের মাথায় হাত। সেভিংস, কারেন্ট ও স্যালারি সমস্ত ধরনের অ্যাকাউন্টধারীদের জন্য এই পরিবর্তন প্রযোজ্য হবে। চের্জ তো বেড়ে গেল, কিন্তু কোন ক্ষেত্রে কত টাকা চার্জ লাগবে, বিস্তারিত জেনে নিন।
Revised SBI ATM Charges, Withdrawal and all transactions
SBI -এর এই নতুন এটিএম লেনদেন চার্জ কাঠামো ২০২৩ সালের ডিসেম্বর থেকে শুরু হয়েছে। পরবর্তীতে কিছু আপডেট এসেছে ২০২৫ সালেও। আর এবার ২০২৬ এর শুরু থেকেই স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, খরচ বাড়ার কারণে এই পদক্ষেপ নিতে হয়েছে। এবার থেকে বাড়তি লেনদেন ও এটিএম কার্ড ব্যাবহার করলেই টাকা কাটবে। তাই গ্রাহকদের সঠিক নিয়ম জেনে নেওয়া উচিৎ। যদিও ফ্রি লেনদেনের সীমা অবশ্য একই রাখা হয়েছে।
ATM Withdrawal Limit: এটিএম থেকে টাকা তুললে কত টাকা চার্জ লাগবে?
সেভিংস বা স্যালারি অ্যাকাউন্টধারীরা অন্য ব্যাঙ্কের ATM থেকে মাসে ৫টি লেনদেন বিনামূল্যে করতে পারবেন। এর বেশি হলে আর্থিক লেনদেনে (নগদ তোলা) প্রতিবার ২৩ টাকা প্লাস জিএসটি দিতে হবে। আগে এটা ছিল ২১ টাকা। নন-ফিনান্সিয়াল লেনদেন যেমন ব্যালেন্স চেক বা মিনি স্টেটমেন্টে ১১ টাকা প্লাস জিএসটি লাগবে। আগের থেকে ১ টাকা বেশি। এই পরিবর্তন অনেক গ্রাহকের জন্য চাপ সৃষ্টি করতে পারে। তাই নিজের ব্যাঙ্কের এটিএম ব্যবহার করাই ভালো।
SBI এর নিজস্ব এটিএম এ লেনদেন
আগে স্টেট ব্যাংকের গ্রাহকেরা প্রতিমাসে যত খুশি বার ATM Withdrawal বা টাকা তোলা, জমা করা, স্টেটমেন্ট ও ব্যালেন্স দেখতে পারতেন। তবে, এই নতুন নিয়মের ফলে Unlimited Free Transaction বাতিল করে, প্রতিমাসে এখন সর্বোচ্চ ১০টি লেনদেন (আর্থিক ও নন-আর্থিক মিলিয়ে) বিনামূল্যে করতে পারবেন। ১০ এর সীমা ছাড়িয়ে গেলে নগদ তোলার জন্য ২৩ টাকা এবং অন্যান্য লেনদেনে ১১ টাকা প্লাস জিএসটি দিতে হবে। এতে গ্রাহকরা নিজের এটিএম-এ বেশি নির্ভর করতে চাইবেন। এই নিয়ম মেট্রো-ননমেট্রো শহর, গ্রাম সমস্ত ধরনের এটিএম এর জন্য প্রযোজ্য।
আরও পড়ুন, পঞ্চায়েত ও গ্রামের মানুষের জন্য বিরাট সুখবর। মুখ্যমন্ত্রী চালু করলেন।
কোন কোন ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি?
তবে এই SBI ATM Charges এর নিয়ম থেকে বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট (BSBD) কে ছাড় দেওয়া হয়েছে। এই সমস্ত একাউন্টের গ্রাহকদের কোনও বাড়তি টাকা লাগবে না। SBI ডেবিট কার্ড দিয়ে নিজের এটিএম-এ কিছু সুবিধা আগের মতোই থাকবে। কার্ড ছাড়া নগদ তোলার সুবিধা সম্পূর্ণ ফ্রি রয়েছে। এতে সাধারণ গ্রাহকদের কিছুটা স্বস্তি মিলবে। ব্যাঙ্ক এই সুবিধাগুলো বজায় রেখেছে। তাই সবাইকে চিন্তা করতে হবে না।
এটিএম লেনদেন চার্জ কেন বাড়ল?
ব্যাঙ্ক বলছে, এটিএম ও ADWM মেশিনের ইন্টারচেঞ্জ ফি বেড়েছে। এর ফলে খরচ মেটাতে SBI ATM Charges বাড়ানো হয়েছে। গ্রাহকদের পরামর্শ দেওয়া হচ্ছে, যতটা সম্ভব নিজের ব্যাঙ্কের এটিএম ব্যবহার করুন। ডিজিটাল পেমেন্ট যেমন UPI বেশি ব্যবহার করলে এটিএম-এর উপর নির্ভরতা কমবে। মাসিক ফ্রি লিমিট মনে রাখুন। এতে অতিরিক্ত খরচ এড়ানো যাবে।