গ্রাহকদের জন্য আবারও এক বড়সড়ো ধামাকা নিয়ে এলো Reliance Jio, যেখানে জিও গ্রাহকেরা ৫০ দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে হোম ইন্টারনেট এবং Hotstar সহ একাধিক OTT প্লাটফর্ম এর সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। সম্প্রতি জানা যাচ্ছে, IPL চলাকালীন বিপুল সংখ্যক গ্রাহকদের মন জয় করার পর এবার ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা Reliance বাড়াতে চলেছে তাদের বিশেষ ‘Jio Home Unlimited Offer 2025’ অফারটি। এই অফারের মাধ্যমে ৫০০ টাকা রিফান্ড এর পাশাপাশি গ্রাহকরা পাবেন ৫০ দিনের বিনামূল্যে ওয়াইফাই কানেকশন এবং জিও হটস্টারের অ্যাক্সেস। তাহলে আর দেরি করছেন কেন? এক্ষুনি জেনে নিন এই দুর্দান্ত অফারের বিস্তারিত তথ্য।
Reliance Jio AirFiber Home Internet Unlimited Offer
রিলায়েন্স জিও কোম্পানির Jio AirFiber এর জন্য এই দুর্দান্ত অফারটি চালু করা হয়েছিল IPL এর জন্য। তবে এবার IPL শেষ হয়ে যাবার পরেও এই অফারটি জারি রাখতে চলেছে সংস্থা। দুর্দান্ত এই অফারের মাধ্যমে ফ্রি হোম ওয়াইফাই পরিষেবার পাশাপাশি মিলবে একাধিক সুযোগ-সুবিধা এবং রিফান্ড পাওয়ার সুযোগ। জিও এর সমস্ত প্রিপেইড ও পোস্টপেইড ব্যবহারকারীদের জন্যই এবার এই দুর্দান্ত পরিষেবা চালু করছে।
বর্তমানে রিলায়েন্স জিও এর যে সমস্ত গ্রাহকেরা সক্রিয় প্রিপেইড বা পোস্টপেইড লাইন চালু রেখেছেন, তাদের জন্যই ১ জুলাই ২০২৫ তারিখ থেকে এই বিশেষ অফার চালু করেছে ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা। তবে এই অফারের সুযোগ সুবিধা গুলি পাওয়ার জন্য গ্রাহকদের Jio Prime এর সদস্য হওয়া বাধ্যতামূলক এবং গ্রাহককে অবশ্যই অন্ততপক্ষে ৩৪৯ টাকার রিচার্জ করতে হবে।
কীভাবে এই দুর্দান্ত অফারটি পাবেন?
Reliance Jio এই ধামাকা অফার, বিশেষত তিন মাসের জন্য Hotstar সাবস্ক্রিপশন পেতে হলে বর্তমান প্লানের মেয়াদ শেষ হওয়ার 48 ঘন্টা আগেই রিচার্জটি করতে হবে। এক্ষেত্রে 28 দিনের রিচার্জ প্লানের সঙ্গে একমাস, 56 দিনের প্ল্যান এর সঙ্গে 2 মাস আর তার বেশি প্ল্যানের সঙ্গে একসাথে 3 মাসের ফ্রি সাবসক্রিপশন পাবেন গ্রাহকেরা।
Reliance Jio Home Wifi Offer
জিও হোম ওয়াইফাই অফার এর সাথে সংস্থা দিচ্ছে ৫০ দিন পর্যন্ত Jio Fiber ও AirFiber এর সম্পূর্ণ বিনামূলক ট্রয়্যাল করার সুযোগ। এই অফার শুরু হচ্ছে মাত্র ৩৪৯ টাকা থেকে। গ্রাহকেরা নিজেদের সুবিধামতো প্রিপেইড অথবা পোস্টপেইড প্ল্যান বেছে নিতে পারেন এই দুর্দান্ত অফারের মাধ্যমে। এর পাশাপাশি অতিরিক্ত ডেটার জন্য ১০০ টাকার অ্যাড-অন প্ল্যানও নেওয়া যেতে পারে।
সাথে ৫০০ টাকা ক্যাশব্যাক এর অফার
জিও কোম্পানির এই বিশেষ অফার পাওয়ার জন্য প্রাথমিকভাবে ৫০০ টাকা অগ্রিম জমা দিতে হবে গ্রাহকদের। এর ছয় মাস পরে ১০০ টাকার ৫ টি কুপনের মাধ্যমে সম্পূর্ণ ৫০০ টাকা ফেরত দিয়ে দেওয়া হবে গ্রাহকদের।
আরও পড়ুন, AI ব্যবহার করে বাড়িতে বসে প্রচুর টাকা রোজগারের সুযোগ। দেখুন কিভাবে।
How to Apply Jio Home Wifi Offer?
জিও কোম্পানির এই দুর্দান্ত অফার পাওয়ার জন্য অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন জানানো যাবে। গ্রাহকেরা রিলায়েন্স জিও কোম্পানির মাইজিও অ্যাপ বা জিও এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর সরাসরি জিও কোম্পানির তরফে আপনার সাথে যোগাযোগ করে অফারের বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন, ২১শে জুলাই থেকে নতুন প্রকল্প চালু, সজ থেকে আবেদন করুন।
উপসংহার
ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও তার গ্রাহকদের জন্য সারা বছর ধরেই বিভিন্ন ধরনের দুর্দান্ত অফার নিয়ে আসে। এবারে এই ৫০০ টাকা ক্যাশব্যাক সহ বিনামূল্যে পরিষেবা পাওয়ার অফারটি সংস্থার ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত সুযোগ। বিশেষ করে হাই স্পিড ইন্টারনেট এবং বিনোদনের জন্য এখনই রিচার্জ করুন আর সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা উপভোগ করুন।