ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও (Reliance Jio 5G Recharge Plan) এবার নিয়ে এলো তার গ্ৰাহকদের জন্য দুর্দান্ত অফার। মাত্র একটি রিচার্জ করেই আনলিমিটেড 4G ও 5G ডেটার সুবিধা নিতে পারবেন একসঙ্গে কয়েকজন ব্যবহারকারী। আপনি চাইলে আপনার পরিবারের অথবা বন্ধুবান্ধবদের সঙ্গে এই ডেটা ভাগাভাগি করে নিতে পারেন। প্রতিদিন ৩ জিবি ৪জি এবং আনলিমিটেড ৫জি ডেটা দেওয়া হবে মোট ৩০ দিনের জন্য। এই বিশেষ অফারটি পেতে কত টাকা খরচ করতে হবে ?
Reliance Jio 5G Recharge Plan Unlimited Data
কাদের জন্য এই অফার?
এই প্ল্যানটি সক্রিয় করার জন্য ব্যবহারকারীদের একটি যোগ্য Jio 5G Recharge Plan বা বেস প্ল্যান থাকতে হবে, যা দৈনিক ১.৫ জিবি বা তার বেশি ৪জি ডেটা সরবরাহ করে। যারা ১ জিবি বা তার কম ডেটা সীমার প্ল্যান ব্যবহার করছেন, তাদের জন্য এই অফারটি প্রযোজ্য হবে না। জিওর ১৯৯, ২৯৯, ৩১৯, ৫৭৯, ৮৯৯ এর মতো মাসিক বা ত্রৈমাসিক রিচার্জ প্ল্যান ব্যবহারকারীরা সহজেই এই ভাউচারটি উপভোগ করতে পারবেন।
কিভাবে পাবেন এই অফার?
জিওর এই ভাউচারটি আপনি নিজের জন্য তো ব্যবহার করতেই পারবেন, সেই সঙ্গে এটি উপহার হিসেবেও দিতে পারেন আপনার পরিবার বা বন্ধুদের। ‘মাই জিও’ অ্যাপের মাধ্যমে উপহার দেওয়ার এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। তবে, উপহার দেওয়ার আগে নিশ্চিত হয়ে নিন যে, প্রাপক একটি যোগ্য বেস প্ল্যানে রয়েছেন।
- আরও কী কী সুবিধা থাকছে?
- প্রতিদিন ৩ জিবি ৪জি ডেটার সঙ্গে আনলিমিটেড ৫জি ডেটা।
- বেস প্ল্যানের বৈধতার ওপর নির্ভর করে সর্বাধিক ৩০ দিনের জন্য প্ল্যানটি কার্যকর থাকবে।শুধুমাত্র ৬০১ টাকায় ১২টি ভাউচার পাওয়া যাবে।
আরও পড়ুন, ১ জানুয়ারি থেকে রেশন বন্ধ! ফ্রি রেশন পেতে হলে মানতে হবে এই সরকারি নিয়ম
কেন গুরুত্বপূর্ণ এই প্ল্যান?
ভারতে দ্রুতগতির ইন্টারনেটের চাহিদা ক্রমশ বাড়ছে। বিশেষত Reliance Jio 5G প্রযুক্তির আগমনের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের আকাঙ্ক্ষা এবং প্রয়োজনীয়তাও বেড়েছে। জিওর এই পদক্ষেপ একদিকে যেমন সাধারণ মানুষের কাছে ৫জি প্রযুক্তি সহজলভ্য করছে, তেমনি বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতেও সহায়ক হবে।
এই Jio 5G Recharge Plan অফারটি শুধু ডেটা সুবিধা নয়, বরং অর্থ সাশ্রয়ের সুযোগও দিচ্ছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে ডেটা শেয়ারিংয়ের মাধ্যমে একই ভাউচার থেকে একাধিক ব্যবহারকারী উপকৃত হতে পারবেন। Telecom News সংক্রান্ত আরও তথ্য পেতে EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.