JIO Annual Plan – 1 মাসের রিচার্জে চলবে সারা বছর। গ্রাহক বাড়াতে Jio এর ধামাকা রিচার্জ অফার।

আবারো দুর্দান্ত অফার জিওর (JIO Annual Plan). এবার থেকে কম টাকায় ফোনে রিচার্জ করে পাবেন বেশি সুবিধা। সম্প্রতি কোম্পানির তরফ থেকে ঘোষণা করা হয়েছে এক দীর্ঘমেয়াদী সস্তা প্ল্যানের (JIO Recharge Plan) বিষয়ে। যেখানে মাত্র একবার রিচার্জ করিয়েই বছরভর পাবেন আনলিমিটেড কলিং, এসএমএস এবং ডেটার সুবিধা। এছাড়াও থাকছে আমাজন প্রাইম এবং আরো অনেকগুলো ওটিটি অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন। কত টাকায় রিচার্জ করবেন দেখুন।

JIO Annual Plan Recharge Benefits.

বর্তমানে ভারতের বহুল প্রচলিত নেটওয়ার্ক কোম্পানি গুলোর মধ্যে জিও হল বৃহত্তম। ২০১৬ সালের রিলায়েন্স কোম্পানি ভোল বদলে বাজারে আসে জিও নামে। আর শুরু থেকেই এই কোম্পানি ভালোবাসা পায় বিপুল লোকের। আসলে এটিই ছিল ভারতের প্রথম কোম্পানি যে চালু করেছিল আনলিমিটেড রিচার্জ প্ল্যান (JIO Annual Plan). তার ওপর অন্যান্য কোম্পানি গুলোর তুলনায় জিওর রিচার্জ প্ল্যান গুলিও দামে সস্তা এবং সুবিধার পরিমাণ অনেক বেশি।

সেই কারণেই বেশিরভাগ নেটওয়ার্ক ব্যবহার কারীর পছন্দই হল জিও। মাঝে মধ্যেই রিচার্জে (JIO Annual Plan) নানা অফার দেওয়া হয় এই কোম্পানির থেকে। সেই রকমই একটি অফার নিয়ে আজ কথা বলব। আর এই অফারের মাধ্যমে আপনাদের প্রতি মাসে আর টাকা ভরার চিন্তা থাকে না। আপনারা নিশ্চিন্তে সারা বছর কাটিয়ে উঠতে পারবেন।

JIO Annual Plan Worth Rupees 3227

১. এই প্ল্যান দিয়ে আপনি একবার রিচার্জ করালে ৩৬৫ দিন আনলিমিটেড সুবিধা পাবেন অর্থাৎ বারবার রিচার্জ করানোর হ্যাপা নেই।
২. এই প্ল্যানটি 4G এবং 5G উভয় ধরনের নেটওয়ার্ক ব্যবহারকারীদের জন্যই উপলব্ধ।
৩. ফাইভ জি ব্যবহারকারীরা এই প্ল্যান রিচার্জ করলে Jio True 5G নেটওয়ার্কের আওতায় দিনভর আনলিমিটেড ডেটার সুবিধা পাবেন।
৪. প্ল্যানের বৈধতা অর্থাৎ ১ বছর পর্যন্ত আপনি পাবেন প্রতিদিন আনলিমিটেড কলিং এর সুবিধা (JIO Annual Plan).

Personal Loan VS Credit Card (পার্সোনাল লোন নাকি ক্রেডিট কার্ড, কোনটি ভালো)

৫. প্রতিদিন ১০০ টি এসএমএস।
৬. 2GB Day ডেটা অর্থাৎ ডাটা শেষ হওয়ার কোন ভয় নেই। যত খুশি সারাদিন ধরে ব্যবহার করতে পারবেন।
৭. বিভিন্ন জিও অ্যাপস (JIO Cinema, JIO TV, JIO Cloud) এর ফ্রী সাবস্ক্রিপশন।
৮. ১ বছর পর্যন্ত আমাজন প্রাইম ভিডিওর (Amazon Prime Video) ফ্রি সাবস্ক্রিপশন।

হটাৎ টাকার দরকার হলে টাকা দেবে ব্যাংক। এই কার্ড করে নিন, যখন খুশি টাকা তুলুন।

JIO Annual Plan এর মাধ্যমে আপনারা আরও অনেক ধরণের সুবিধা পেতে পারবেন। আর আপনারা যদি My JIO অ্যাপের মাধ্যমে এই প্ল্যানটি কেনেন তাহলে আপনাদের আরও অনেক সুবিধা হবে। এরই সঙ্গে আপনারা অনেক ধরণের Offer, Coupon পেয়ে যাবেন। তাহলে আপনারা কি এই প্ল্যান কিনতে চলেছেন? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
Written by Nabadip Saha.

কাজের ফাঁকে প্রতিদিন 1000 টাকা উপরি আয় করুন। কিভাবে করবেন জেনে নিন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment