RBI Penalty – জনপ্রিয় 10 টি ব্যাংককে কড়া শাস্তি দিলো রিজার্ভ ব্যাংক। গ্রাহকদের টাকা নিয়ে সমস্যা।

যে কোন ক্ষেত্রেই হোক, নিয়ম ভঙ্গ করলে শাস্তি (RBI Penalty) তো পেতে হবেই। এটাই তো নিয়ম। সরকারও এই প্রথার ঊর্ধ্বে নয়। এটি প্রমাণ করে দিয়েছে দেশের বিভিন্ন ব্যাংক গুলির নিয়ন্ত্রক সংস্থা আরবিআই। এর আগেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি ব্যাংক নিয়ম ভঙ্গের জন্য জরিমানার শাস্তি পেয়েছে RBI (Reserve Bank Of India) থেকে। আর এইবার একসঙ্গে ১০ টি বড় বড় ব্যাংক পেল এই শাস্তি।

RBI Penalty Impose On 10 Banks.

সবচেয়ে যে অবাক করা বিষয় সেটা হল এই তালিকায় এবার রয়েছে পশ্চিমবঙ্গের এক নামকরা ব্যাংক। যেখানে অনেক গ্রাহকের টাকা পয়সা গচ্ছিত রয়েছে। তাই সেই সব একাউন্ট হোল্ডারদের এখন আশংকার বিষয় এর দ্বারা তাদের টাকা পয়সার (RBI Penalty) উপর হয়তো প্রভাব পড়তে পারে। এই কারণে অনেকেই সাবধান হয়ে যাচ্ছেন। আপনারও যদি সেখানে একাউন্ট থেকে থাকে, তাহলে আপনিও সতর্ক হয়ে যান এক্ষুনি।

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকিং সিস্টেমের কিছু রুলস না ফলো করার জন্য এক্ষেত্রে সেই ১০ টি ব্যাংককে জরিমানার শাস্তি দিয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মারফত জানা গেছে, নিয়ন্ত্রক নির্দেশিকা এবং গ্রাহক একাউন্টের নিরাপত্তা সঠিকভাবে মেনে চলেনি এই ব্যাংক গুলি। তাই এই শাস্তি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India) ইতিমধ্যেই প্রকাশ (RBI Penalty) করেছে এই সমস্ত ব্যাংকের তালিকা।

মহারাষ্ট্র (Maharastra), পশ্চিমবঙ্গ (West Bengal), উত্তরপ্রদেশ (Uttarpradesh), তামিলনাড়ু (Tamilnadu) এবং হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাংক এই তালিকায় রয়েছে। গত ২৬ ও ২৭ শে মার্চ তারিখে এই ব্যাংক গুলির কাছে জরিমানার (RBI Penalty) নোটিশ পাঠিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। কোন কোন ব্যাংক এই জরিমানা দেবে দেখুন।

Which Bank Provide RBI Penalty?

১. মহারাষ্ট্রের সোলাপুর জনতা সহকারী ব্যাংক রিজার্ভ ব্যাংকের গাইড লাইন (RBI Guidelines) সঠিকভাবে মেনে চলেনি। তাই একে ২৮.৩০ লক্ষ টাকা RBI Penalty শাস্তি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
২. নাসিকের জনলক্ষ্মী কো অপারেটিভ ব্যাংক পেয়েছে ৫৯.৯০ লক্ষ টাকা জরিমানার শাস্তি। কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যাংক ম্যানেজমেন্ট বোর্ড গড়ে তোলার নির্দেশিকা মানেনি এই ব্যাংক।

৩. মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের আরবান কো অপারেটিভ ব্যাংককে ৫০০০০ টাকা জরিমানা দেওয়ার জন্য বলেছে রিজার্ভ ব্যাংক। কারণ, নির্দিষ্ট সময়ের মধ্যে এই ব্যাংক তহবিল স্থানান্তর করেনি।
৪. মুম্বাইর এক্সিলেন্ট কো অপারেটিভ ব্যাংককেও তহবিল সংক্রান্ত নিয়ম না মানার জন্য শাস্তি দেওয়া হয়েছে। এই ব্যাংককে ১ লক্ষ টাকা জরিমানা (RBI Penalty) দিতে বলা হয়েছে।

৫. তামিলনাড়ুর রাজাপালায়ম কো অপারেটিভ আরবান ব্যাংককে দিতে হবে ৭৫ হাজার টাকা জরিমানা। ঋণ এবং অগ্রিম সংক্রান্ত কিছু নির্দেশিকা মানেনি এই ব্যাংক।
৬. উত্তরপ্রদেশের মথুরা জেলা সমবায় ব্যাংক ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট (Banking Regulation Act) ১৯৪৯ এর ধারা লংঘন করেছে। তাই একে এখন ১ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।

৭. মান্ডি আরবান কো অপারেটিভ ব্যাংক গ্রস এবং কাউন্টারপার্টি নির্দেশিকা লংঘন করেছে। তাই একে ৬ লক্ষ টাকা জরিমানার (RBI Penalty) শাস্তি দিয়েছে রিজার্ভ ব্যাংক।
৮. ডিন্ডিগুল আরবান কো অপারেটিভ ব্যাংক যা তামিলনাড়ুতে অবস্থিত, তারা পেয়েছে ২৫ হাজার টাকা জরিমানার সাজা। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম কানুন মানে নি এই ব্যাংক বিশেষ ক্ষেত্রে।

ব্যাংক লোন (Bank Loan, সিবিল স্কোর (CIBIL Score)

৯. কর্ণাটকের চিকমাগালুরু জেলা কো অপারেটিভ ব্যাংকের ওপর ৫০০০০ টাকা জরিমানার (RBI Penalty) শাস্তি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অভিযোগ, NABARD এর নিয়ম সঠিকভাবে মেনে চলেনি সেই ব্যাংক।
১০. আমাদের রাজ্যের হাওড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংক কেওয়াইসি সংক্রান্ত গাইডলাইন মানেনি রিজার্ভ ব্যাংকের। তাই এর ওপর ১ লক্ষ টাকা জরিমানা (RBI Penalty) আরোপ করা হয়েছে।

আধার কার্ড গ্রাহকদের সুখবর। টাকার দরকার হলেই টাকা দিচ্ছে ব্যাংক। 5 মিনিটে ব্যাংক একাউন্টে ঢুকবে।

ব্যাংক গুলোর ওপর এই শাস্তির জেরে সেখানকার একাউন্ট হোল্ডারদের এখন চিন্তা এর দ্বারা তাদের কোন ক্ষতি হবে না তো। তাদের গচ্ছিত সমস্ত টাকা পয়সা কি মার যেতে চলেছে এবার তাহলে? যদিও রিজার্ভ ব্যাংক তরফে এই ব্যাপারটি নিয়ে গ্রাহকদের উদ্দেশ্যে স্পষ্টভাবে ঘোষণা করেছে। RBI আশ্বাসবাণী দিয়েছে সকলকে জানিয়েছে, ১০ টি ব্যাংকের ওপর ব্যাংক উপর মোটা অংকের জরিমানা (RBI Penalty) প্রদানের শর্ত দেওয়া হলেও এর মাধ্যমে কোনো গ্রাহকের একাউন্টের কোন ক্ষতি হবে না। তাদের টাকা পয়সা যেমন ছিল তেমনি থাকবে।
Written by Nabadip Saha.

50 হাজার টাকা পাবেন আধার কার্ড থাকলে। আপনি কিসের অপেক্ষা করছেন?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment