RBI Penalty – রিজার্ভ ব্যাংকের নিয়ম না মানায় ভারতীয় স্টেট ব্যাংকের কোটি কোটি টাকা জরিমানা। গ্রাহকের টাকার কি হবে?

সারা দেশের ব্যাংক ও আর্থিক লেনদেন এর বিষয়টি খতিয়ে দেখে রিজার্ভ ব্যাংক। আর রিজার্ভ ব্যাংকের নিয়ম তথা RBI Rules না মানলে পেতে হয় কড়া শাস্তি (RBI Penalty). আর কোনও আর্থিক সংস্থাকে শাস্তি দিলে সেই প্রভাব পরে তাদের শেয়ার মার্কেটে এবং বিনিয়োগকারীদের বিনিয়োগে। এমনও দেখা গেছে, সামান্য অংকের জরিমানার ফলে গ্রাহকদের মনে আতংক সৃষ্টি হওয়ায় অনেকেই টাকা তুলে নিয়েছেন, এবং সাথে সাথে তাদের শেয়ার ভ্যালু অনেক কমে গেছে। আর এরই মধ্যে বড় অংকের জরিমানার নির্দেশ দেওয়া হলো ভারতের সর্ববৃহৎ ব্যাংক ভারতীয় স্টেট ব্যাংকের। যার ফলে গ্রাহকেরা টেনশনে পড়ে গেছেন। এতে গ্রাহকদের সঞ্জিত অর্থের কোনও সমস্যা হবে কিনা, জেনে নিন।

RBI Penalty Rules and Regulations

যে কোন ক্ষেত্রেই হোক নিয়ম ভঙ্গ করলে শাস্তি তো পেতে হবেই। এবারে RBI Penalty বা রিজার্ভ ব্যাংকের জরিমানার স্বীকার হল দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক SBI বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আর এই জরিমানার মাধ্যমে এটি প্রমাণ করে দিয়েছে দেশের বিভিন্ন ব্যাংক গুলির নিয়ন্ত্রক সংস্থা RBI (Reserve Bank Of India). দেশের সবচেয়ে বড় ব্যাংক স্টেট ব্যাংককে দেওয়া হলো শাস্তি। মোটা টাকা জরিমানা দিতে হবে এই ব্যাংককে এখন।

RBI Penalty On State Bank Of India.

দেশের প্রধান ব্যাংক হওয়ায় স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি মানুষ এর গ্রাহক। তাই এসবিআই এর ওপর এই জরিমানার (RBI Penalty) ভার আসায় একাউন্ট হোল্ডারদের এখন আশঙ্কার বিষয় এর দ্বারা তাদের টাকা পয়সার উপরও হয়তো প্রভাব পড়তে পারে। এই কারণে অনেকেই সাবধান হয়ে যাচ্ছেন। আপনার যদি একাউন্ট থেকে থাকে সেই ব্যাংকে, তাহলে আপনিও সতর্ক হয়ে যান এক্ষুনি।

এর আগেও ২০২৩ সালে একই ঘটনা ঘটে বেশ কয়েকটি নামকরা ব্যাংকের সঙ্গে। ICICI Bank, Punjab And Sind Bank, Punjab National Bank, কয়েকটি কো অপারেটিভ ব্যাংক (Co-Operative Bank) এমনকি স্টেট ব্যাংক ছিল সেই তালিকায়। ব্যাংকিং ব্যবস্থার নিয়ম না মানায় কোটি কোটি টাকা জরিমানা (RBI Penalty) দিতে হয় এই সব ব্যাংককে। ফলে অ্যাকাউন্টে বড়সড় ক্ষতি হয় তখন। কিন্তু কোনো মতে বেঁচে যান গ্ৰাহকরা। ফের একবার একই ভুল করল SBI (State Bank Of India). এবারে সুরক্ষিত তো গ্ৰাহকদের একাউন্ট?

Why RBI Penalty Impose On SBI?

RBI এর তথ্য অনুসারে জানা যায় ২০২২ সালের ৩১ শে মার্চ স্টেট ব্যাংকে আর্থিক সম্পত্তির একটি সার্ভে করা হয়েছিল। এই সার্ভেতে দেখা যায় যে স্টেট ব্যাংক বেশ কয়েকটি কোম্পানির 30% এরও বেশি শেয়ার বন্ধক হিসেবে রেখে দিয়েছে। ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী, নির্দিষ্ট সময় সীমার মধ্যে Depositor Education And Awareness Fund এ অর্থ জমা করতে ব্যর্থ হয় এসবিআই। আর এই জন্যই RBI Penalty দেওয়ার নির্দেশ দেয় এই ব্যাংককে।

নগদ ২ কোটি কোটি টাকার জরিমানা এক্ষেত্রে ব্যাংকের উপর চাপানো হয়েছে বলে জানা যাচ্ছে। আর খব ছড়িয়ে পড়তেই গ্রাহকদের মধ্যে এক আলাদাই চিন্তা লক্ষ করা গেছে। কারণ প্রত্যেকের একটাই প্রশ্ন যে তাদের কষ্টের পুঁজি সুরক্ষিত আছে তো? এই সম্পর্কে কি জানানো হয়েছে দেখুন। দেশের প্রধানতম ব্যাংক হল এস বি আই। সবচেয়ে বেশি মানুষের একাউন্ট এই ব্যাংকেই রয়েছে (RBI Penalty).

PNB Online (পিএনবি অনলাইন)

তাই এই ব্যাংকের উপর জরিমানার ভার চাপায় চিন্তায় রয়েছেন কোটি কোটি গ্রাহক। এই নিয়ে দুবার ব্যাংকের কোষাগারে বড় ধাক্কা এল। তাই সকলেরই মনে ভয় ঢুকেছে যে তাদের গচ্ছিত সমস্ত টাকা পয়সা কি মার যেতে চলেছে এবার? এই ব্যাপারে RBI আশ্বাসবাণী দিয়েছে সকলকে। তারা বলেছেন স্টেট ব্যাংকের উপর মোটা অংকের জরিমানা (RBI Penalty) প্রদানের শর্ত দেওয়া হয়েছে ঠিকই।

বন্ধন ব্যাংক থেকে লোন নিয়েছেন বা নেবেন? কিস্তি নিয়ে চিন্তার দিন শেষ। বড় সুখবর ঘোষণা।

গ্রাহকদের টাকার কি হবে?

রিজার্ভ ব্যাংক ভারতীয় স্টেট ব্যাংক কে মোটা টাকা জরিমানা করেছে এটা সত্য। যার জেরে গ্রাহকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কিন্তু এর মাধ্যমে কোন গ্রাহকের একাউন্টে থেকে অর্থের কোন ক্ষতি হবে না। তাদের টাকা পয়সা যেমন ছিল তেমনি থাকবে। আগামী দিনে যাতে আর কোন ব্যাংক এই ধরণের অনিয়ম না করতে পারে সেই নিয়ে যেন সতর্ক থাকে। RBI Penalty নিয়ে ঠিক করছেন না ভুল? একজন নাগরিক হিসাবে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Nabadip Saha.

আধার কার্ড থাকলে নগদ টাকা পাবেন আপনি। টাকার দরকার হলে আবেদন করুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment