Ration Card – পশ্চিমবঙ্গে রেশন দোকান বন্ধ। তাহলে আপনার রেশন কবে পাবেন? মাসের শেষে গ্রাহকদের ভোগান্তি চরমে।

পশ্চিমবঙ্গের রেশন গ্রাহকদের জন্য বড় খবর। রেশন দোকান বা Ration Shop আবার বন্ধ থাকতে চলেছে। বিগত কয়েক বছর ধরেই ফ্রি রেশন (Free Ration) লাভ করছে রাজ্যে সহ দেশের মানুষ। তাই রেশন সামগ্রী (Ration Items) নিতে ক্রমশ ভিড় বেড়ে চলেছে দিনকে দিন। অনেকে সকাল সকাল উঠে লাইন দিয়ে দাঁড়িয়েও রেশন তোলেন। কিন্তু এ মাসের রেশন নিয়ে এক বিরাট সমস্যা তৈরি হওয়ায় অসুবিধায় পড়তে হবে সেই সকল মানুষকে।

West Bengal Ration Shop remain Close.

সম্প্রতি রাজ্যের অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অ্যাসোসিয়েশনের রেশন ডিলাররা (Ration Dealer) মিলে ধর্মঘটের ডাক দিয়েছেন রাজ্যের সমস্ত রেশন দোকান গুলিতে (Ration Shop). যার ফলে টানা বন্ধ থাকতে চলেছে এই গুলি। এই মুহূর্তে তাই কেউ যদি রেশন তোলার পরিকল্পনা করে থাকেন তবে সতর্ক হয়ে যান। হঠাৎ কি কারনে এই ধর্মঘট? কবে আবার খুলবে দোকানগুলি? কবে মাল পাবে সাধারণ মানুষ? জেনে নেওয়া যাক।

করোনা মহামারির পর থেকেই সারা দেশ তথা রাজ্যজুড়ে শুরু হয়েছে বিনামূল্যের রেশন দেওয়া। এই রাজ্যে সকল ক্যাটাগরির রেশন উপভোক্তাদের নির্ধারিত সামগ্রী বিনামূল্যে প্রদান করে রাজ্য সরকার। এই দিকে জিনিস যত বাড়ছে, তত বিভিন্ন দুর্নীতির অভিযোগও শোনা যাচ্ছে বেশি করে। এর আগে ই রেশন ডিলারদের রেশন সামগ্রী জালিয়াতির খবর একাধিকবার ভাইরাল হয়েছে সংবাদ মাধ্যমে (Ration Shop).

কি কারনে রেশন দোকানে তালা?

এবার আবারও সেই রকমই একটি অভিযোগ উঠেছিল কিছু দিন আগে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার এক রেশন ডিলারের বিরুদ্ধে ওই অভিযোগ করেছিলেন গ্রাহকরা। ডিলারের নাম সুকুমার দাস।
অভিযোগটি কি?
ডিলারদের সংগঠনের তরফ থেকে দাবি করা হচ্ছে, ই-পস মেশিনে (E-Pos Machine) অনেক ক্ষেত্রেই খাদ্য সামগ্রী মজুত রাখার পরিমাণ ভুল দেখাচ্ছে। যে কারণে এই বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে (Ration Shop).

তাতেই মানুষ খারাপ ভাবছে রেশন ডিলারদের (Ration Dealer). জানা গেছে এই ঘটনায় মানসিকভাবে অবসাদ গ্রস্ত হয়েই নাকি সুকুমার দাস আত্মহত্যা করেন। এদিকে বিষয়টিকে তারা উপর মহলের কাছে পাঠিয়েছেন। খাদ্য দপ্তরের প্রধান সচিবের কাছেও চিঠি দেওয়া হয়েছে এই নিয়ে। কিন্তু তাদের তরফ থেকে তেমন কোন সারা শব্দ করা হয়নি। এমনকি সেই ডিলারের মৃত্যুর কথা নিয়েও কোন উচ্চবাচ্য করা হয়নি। এই জন্য রেশনের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

PM Awas Yojana (প্রধানমন্ত্রী আবাস যোজনা)

তাই অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাজ্যের সমস্ত রেশন দোকান গুলিতে ডিলাররা ধর্মঘট পালন করেছেন। এই দিন সমস্ত রেশন দোকান বন্ধ থাকায় সমস্যায় পড়তে হয়েছে গ্রাহকদেরকে। রেশন সামগ্রী (Ration Item List) পাননি অনেক মানুষ। Ration Shop এর আগেও অনেক কারণের জন্য একাধিকবার বন্ধ রাখা হয়েছে।

পশ্চিমবঙ্গে 1 লক্ষ সিভিক ভলান্টিয়ার নিয়োগ। মাধ্যমিক পাশে আবেদন করুন

কিন্তু আগামী ভবিষ্যতে এই কারণের জন্য আবার পশ্চিমবঙ্গে রেশন দোকান বন্ধ রাখা হবে কিনা। কিন্তু এই দোকান বন্ধ থাকলে সত্যিই সকল গরিব ও মধ্যবিত্ত মানুষদের খুবই অসুবিধা হয়। আর এই কারণের জন্য অনেকেই মনে করছেন যে এই ধরণের সমস্যার সমাধান নিয়ে চিন্তা কড়া উচিত সরকারের। এবারে দেখার অপেক্ষা যে ভবিষ্যতে কি হতে চলেছে।
Written by Nabadip Saha.

পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিল ফ্রি ঘোষণা। কত ইউনিট পর্যন্ত এই ছাড় পাবেন?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment