Ration Card – এই কাজটি না করলে বাতিল হবে রেশন কার্ড, অনলাইনে এখুনি করে নিন

রাজ্য সরকারের উদ্যোগে চালু হয়েছে ডিজিটাল রেশন কার্ড (Ration Card )। আর ইতিমধ্যেই বহু রেশনগ্রহীতাদের আঙ্গুলের ছাপ নিয়ে আধার লিঙ্ক, মোবাইল লিঙ্ক ও করা হয়েছে। তবে রেশন কার্ড নিয়ে এবার জারী হলো আরেকটি নির্দেশিকা।

অতিমারি পরিস্থিতিতে বিনামুল্যে দেওয়া হচ্ছে রেশন (Ration Card )। আর রাজ্য সরকার ও চালু করেছে দুয়ারে রেশন। এবার রেশন বন্টন প্রক্রিয়ার সাথে যুক্ত হলো আরেকটি নিয়ম।

রাজ্য খাদ্য দপ্তর সুত্রে জানানো হয়েছে, এ বার থেকে রেশন কার্ডের (Ration Card) ক্ষেত্রে নমিনির নাম দিতে হবে। আপনাকে কি কি করতে হবে, সহজ ভাবে রইলো বিস্তারিত তথ্য।

গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ খাদ্য দফতরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও ব্যক্তি যদি রেশন তুলতে না যেতে পারেন, এবং সেইসাথে তাঁর রেশন কার্ডের (Ration Card) সঙ্গে আঁধার কার্ডের লিঙ্কও (Aadhaar Card Link) যদি না করা থাকে, তবে সেই ব্যক্তিকে কোনও ভাবেই রেশন পাওয়া থেকে বঞ্চিত করা যাবে না। এর জন্যই এই নয়া পদক্ষেপ।

খাদ্য দপ্তরের ওই নির্দেশিকা অনুযায়ী, একজন ব্যক্তি সর্বাধিক দুজন করে নমিনি করতে পারবেন। নমিনি হওয়া ব্যক্তিরা ওই ব্যক্তির বদলে রেশন তুলতে পারবেন। খাদ্য দপ্তর সুত্রে জানা গেছে, মূলত বয়স্ক ও শয্যাশায়ী ব্যক্তিদের কথা মাথায় রেখেই এই প্রকল্প শুরু করা হচ্ছে। যদিও আপাতত তিন মাসের জন্য পরীক্ষামূলকভাবে নতুন এই প্রকল্প চালু থাকবে, পরবর্তীতে এর মেয়াদ বাড়ানো হবে। Ration Card

নমিনি সংক্রান্ত খাদ্যদপ্তরের বিজ্ঞপ্তির সাথেই, দুই পাতার একটি নমিনি ফর্মও প্রকাশ করা হয়েছে। সেই ফর্ম মারফত আবেদনকারীরা আবেদন করতে পারবেন। তবে বেশকিছু শর্তও দেওয়া হয়েছে। বলা হয়েছে, যে ব্যক্তি বা ব্যক্তিবর্গকে নমিনি করা হবে, তাঁদের যেন রেশন কার্ডের (Ration Card) সঙ্গে আঁধার লিঙ্ক করা থাকে।

আবার পরিবারের বাইরের কোনও ব্যক্তিকে নমিনি করা হলে, তাঁর সঙ্গে নমিনি করা ব্যক্তির পরিবারের কোনও সদস্য সঙ্গে এলে রেশন দেওয়া হবে। কার্ড গ্রহীতার (Ration Card) পরিবারের সদস্য না এলে রেশন দেওয়া যাবে না। সঙ্গে যাঁকে নমিনি করা হবে, তিনি যেন সংশ্লিষ্ট রেশন দোকানের কার্ডধারী হন। এই নমিনি সংযোজন প্রক্রিয়া অনলাইনেও আবেদন চালু করার কথা ভাবা হচ্ছে।

এদিকে রেশন ডিলার অ্যাসোসিয়েশনের তরফে খাদ্য দফতরের এই নতুন উদ্যোগকে জটিল পদক্ষেপ বলেই ব্যাখ্যা করছেন। তাদের মতে, ‘‘রেশন দোকান মারফত খাদ্যসামগ্রী বণ্টনের প্রক্রিয়া সরল ও সোজা পদ্ধতিতে হওয়া উচিত। কিন্তু খাদ্য দফতরের (Ration Card) যে পদ্ধতি চালুর কথা বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে জটিলতা আরও বাড়বে।’’

আরও পড়ুন, নতুন বছরে এই কাজটি না করলে ব্যাঙ্কে টাকা তুলতে পারবেন না

যদিও এই বিষয়ে খাদ্য দফতরের এক কর্তা বলেন, ‘‘খাদ্য দফতর ইতিমধ্যে ৭১ শতাংশ মানুষের রেশন কার্ডের (Ration Card) সঙ্গে আঁধার লিঙ্ক করে ফেলেছে। কিন্তু যাঁরা এখনও এই কাজ করতে পারেননি, তাঁরা যাতে রেশন থেকে বঞ্চিত না হন। সে কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে।’’

আরও পড়ুন, নতুন বছর কেমন যাবে, রাশিফল ২০২২

আপনার কি মনে হয়, Ration Card এর এই পদ্ধতিতে গ্রাহকের সুবিধা হবে, নাকি জটিলতা বাড়বে, নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

আরও পড়ুন, গ্যাস বুকিং করে আগে টাকা দিলে ৫০ টাকা ছাড়, জানতে ক্লিক করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment