Ration Items List – পশ্চিমবঙ্গে রমজানে ডবল রেশন স্পেশাল প্যাকেজ ও সাথে ৩০০০ টাকা। কারা কারা পাচ্ছেন?

চলছে রমজান মাস আর তার সাথে রয়েছে ভোটের মাস। আর এই ভোটের আবহেই রাজ্যবাসীর ভাগ্যের চাকা ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একটি নয়, একসঙ্গে দুটি সুখবর এলো সামনে। প্রথমেই দেওয়া হয়েছে রেশন নিয়ে (Ration Items List) একটি আপডেট। এপ্রিল মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডার এর জন্য অতিরিক্ত রেশন সামগ্রী (Ration Items List) নির্দিষ্ট করেছে রাজ্য।

Advertisement

Ration Items List in April 2024

প্রতিমাসের প্রাপ্য রেশন তো পাবেই তার সাথে বেশি বেশি চাল, গম এবং সঙ্গে অন্যান্য সামগ্রীও উপলব্ধ থাকবে। কোন কার্ডে কি কি রেশন পাবেন, কত পরিমানে পাবেন সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হবে। আর দ্বিতীয় আপডেটটিতে বলা হয়েছে নগদ ৩০০০ টাকা ঢুকবে রাজ্য বাসীর ব্যাংক অ্যাকাউন্টে, যাদের নামের তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। কারা কারা পাবেন এই অতিরিক্ত সুবিধা? সে বিষয়েই আজকের প্রতিবেদন।

Advertisement

Ration Items List

ভোটের মাসে পশ্চিমবঙ্গের রেশন কার্ড হোল্ডারদের দেওয়া হবে অতিরিক্ত রেশন সামগ্রী। এমনই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কয়েকদিন আগে রাজ্য খাদ্য দপ্তরের (West Bengal Food Supply) তরফ থেকে। সরকার জানিয়েছে, নির্দিষ্ট কিছু উপভোক্তাদেরই এই সুবিধা দেওয়া হবে। কি কারনে এই সুবিধা? কারাই বা পাবেন?
উল্লেখ্য এপ্রিল ও মে মাসে রয়েছে রমজান ও পবিত্র ঈদ উৎসব। আর গোটা এপ্রিল মাস জুড়ে চলতে থাকবে রমজানের মাস। এই উপলক্ষে নির্দিষ্ট উপভোক্তাদের রেশনে অতিরিক্ত জিনিসপত্র দেওয়া হবে এই মাসে। এর নাম দেওয়া হয়েছে রমজান স্পেশাল প্যাকেজ। মার্চ মাসের ১১ থেকে এপ্রিল মাসের ১২ তারিখ পর্যন্ত এই রমজান প্যাকেজ (Ration Items List) প্রদান করা হবে উপভোক্তাদের।

উল্লেখ্য, সব রেশন কার্ড হোল্ডারদের কিন্তু এই সুবিধা দেওয়া হবে না। মনে রাখতে হবে কেবল AAY, PHH এবং SPHH ক্যাটেগরির উপভোক্তাদেরই এ মাসে অতিরিক্ত রেশন (Ration Items List) দেবে সরকার। এই রমজান স্পেশাল প্যাকেজ এর মধ্যে থাকছে ছাব্বিশ টাকা কেজি দরে এক কেজি ময়দা, বাষট্টি টাকা কেজি দরে এক কেজি ছোলা এবং বত্রিশ টাকা কেজি দরে এক কেজি চিনি। উপরোক্ত ক্যাটাগরির প্রত্যেক উপভোক্তা তাদের নির্দিষ্ট রেশন দোকানে এই ভর্তুকিযুক্ত রেশন তুলতে পারবেন।

AAY কার্ড হোল্ডারদের প্রতি মাসে ১৩ কেজি ৩০০ গ্রাম আটা বা গম এবং ২১ কেজি চাল, PHH দের ২ কেজি গম ও ৩ কেজি চাল, এবং SPHH দের প্রতিমাসে ২ কেজি গম বা ১ কেজি ৯০০ গ্রাম আটা এবং ৩ কেজি মাথাপিছু চাল দেয় রাজ্য। এ মাসে সাধারণ প্যাকেজের সঙ্গে অতিরিক্ত রমজান প্যাকেজ (Ramadan Package Ration Items List) এর সুবিধা পাবেন তারা। RKSY 1 এবং 2 ক্যাটাগরিতে সাধারণ প্যাকেজ যেমন প্রতি মাসে দেওয়া হয় সেটাই দেওয়া হবে।

Advertisement

Lakhir Bhandar & Old age Pension

শুধু বেশি রেশনই নয়, সঙ্গে ৩০০০ টাকা পেনশন দেওয়ারও ঘোষণা করেছে রাজ্য এই মাসে। কারা পাচ্ছেন এই পেনশন? যাদের ৬০ বছর হয়ে গেছে, তারা ও লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন। তবে সেটা বৃদ্ধ ভাতা প্রকল্প থেকে দেওয়া হবে। তাই অনেকের টাকা ঢুকতে একটু সময় লাগছে। প্রসঙ্গত উল্লেখ্য, এ বছরের রাজ্য বাজেট পেশ করার সময়ই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ভোটের আগে রাজ্য সরকার লক্ষীর ভান্ডারের টাকা বাড়াবে।

Loan On Aadhaar Card (আধার কার্ড লোন)

এতদিন পর্যন্ত সাধারণ মহিলাদের ৫০০ এবং তফসিল মহিলাদের ১০০০ টাকা দেওয়া হতো এর অধীনে। কিন্তু এই মাস থেকে সেই টাকা বাড়িয়ে যথাক্রমে ১০০০ এবং ১২০০ টাকা করা হয়েছে। ইতিমধ্যেই অনেকের ব্যাংক একাউন্টে এই বর্ধিত ভাতা ঢুকেও গেছে। ৩ মাসের টাকা মিলিয়ে একসাথে ৩০০০ টাকা ধোকার কথা। যাদের এখনো ঢোকেনি অপেক্ষা করুন। কয়েক দিনের মধ্যেই মেসেজ আসবে।

টাকার দরকার হলেই সরকারী প্রকল্পে আবেদন করুন, ৫ মিনিটে পেয়ে যাবেন, বিষদ জানতে ক্লিক করুন।

আবার অনেকেই আবেদন ফর্ম বা ব্যাংক একাউন্ট এর তথ্যে কোনো ভুল থাকার কারণেও টাকা পাচ্ছেন না। তাদের সত্ত্বর নিজের এলাকার ব্লক বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে তা সংশোধন করে ফেলতে হবে। গতকাল উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী জানান, যারা লক্ষ্মীর ভান্ডার ও বিধবা ভাতা এর টাকা এখনো পাননি, খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment