Radicalization in Bangladesh Inspired By Taliban Takeover of Afghanistan

তালিবানের উত্থানে Bangladesh-এ মাথাচাড়া দিতে পারে সাম্প্রদায়িক শক্তি, আশঙ্কা আওয়ামি লীগের। আফগানিস্তানে তালিবানের উত্থানে উদ্বিগ্ন বিশ্ব। কাবুলের পতনে হাওয়া লেগেছে গ্লোবাল জেহাদ-এর পালে। এহেন সংকট কালে বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করল দেশের শাসকদল আওয়ামি লীগ।বর্তমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামি লীগের সাধারণ সম্পাদক তথা সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বুধবার আওয়ামি লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে বঙ্গবন্ধুর দর্শন ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভা এবং করোনা ভাইরাস প্রতিরোধী সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। আওয়ামি লিগের দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজ কল্যাণ উপ-কমিটি এই অনুষ্ঠানেএদিনের অনুষ্ঠানে আফগানিস্তানের নাম উল্লেখ না করে ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্র চলছে। দক্ষিণ এশিয়ার একটি দেশে রাজনৈতিক পরিবর্তনে অনেকেই স্বপ্ন দেখছেন। মনে রাখবেন রক্ত দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। যে কোনও ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। কোনও সাম্প্রদায়িক শক্তি এখানে যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আন্দোলনের নামে বিএনপি কোথায় পৌঁছেছে সেটা চন্দ্রিমা উদ্যানে তাদের তাণ্ডব থেকে প্রমাণিত হয়। তারা পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়েছে। এখানে ষড়যন্ত্রের কোনও ঠাঁই নেই। ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সোনালি সোপানে পৌঁছাব।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment