পুজোর আগেই কর্মীদের জন্য প্রভিডেন্ট ফান্ডের সুদ ঘোষিত হলো, কে কত পাচ্ছেন দেখুন – সুদ (Provident Fund New Interest Rate)

বিগত কয়েকমাস ধরে পিএফ বা প্রভিডেন্ট ফান্ডের সুদ (Provident Fund New Interest Rate) ঘোষিত না হওয়ায় কর্মী মহলে অসন্তোষ সৃষ্টি হচ্ছিলো। অবশেষে প্রভিডেন্ট ফান্ডের সুদ (Provident Fund New Interest Rate) ঘোষণা হলো।সংবাদ সুত্রে জানা যাচ্ছে, চলতি মাস শেষ হলেই অ্যাকাউন্টে ঢুকবে সুদের টাকা। ৮.৫ শতাংশ হারে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-র ২০২০, ২০২১ অর্থবর্ষের টাকা পাবেন কর্মীরা। ৮ কোটির বেশি কর্মীরা পেতে চলেছেন এই টাকা।

কোভিড কালে কাজ হারিয়ে নাজেহাল অবস্থা হয়েছে বহু কর্মীর। সংসার খরচ চালাতে হাত দিতে হয়েছে ইপিএফ এর টাকায়। পরিসংখ্যান বলছে, জমার থেকে বিগত বছরে টাকা তোলার প্রবণতা ছিল বেশি। সেই কারণে ৮.৫ শতাংশ সুদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিটায়ারমেন্ট বডি (Provident Fund New Interest Rate)। করোনাকালেই সুদের হার কমায় ইপিএফও। চলতি মাস শেষ হলেই ৮ কোটির বেশি অ্যাকাউন্টে ঢুকবে সুদের টাকা।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment