Primary TET Result এর দিন ঘোষণা, 3 মাসের মধ্যেই জয়েনিং লেটার, কথা রাখলেন মুখ্যমন্ত্রী।

টেট তো দিলেন, Primary TET Result কবে?

প্রাইমারি টেট যারা দিলেন, Primary TET Result কবে? চাকরি পাবেন কবে? ঘুরেফিরে এই একটাই প্রশ্ন চাকরিপ্রার্থীদের মনের মধ্যে জেগে উঠছে। কারণ ইতিমধ্যেই শিক্ষকের চাকরির পাওয়ার দাবিতে আন্দোলনরত বহু চাকরিপ্রার্থীরা।

২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণরা সেই আন্দোলনে অংশ নিয়েছেন। এখনো পর্যন্ত শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা হাইকোর্টের বিচারাধীন। ফলে সেই সমস্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ২০২২ সালে উত্তীর্ণরা কিভাবে চাকরি পাবেন সেই বিষয়ে সংশ্লিষ্ট মহলেও আশঙ্কা তৈরি হয়েছে। এই বিষয়ে আইনজীবীদের ব্যাখ্যা, যে সমস্ত মামলা চাকরি সংক্রান্ত চলছে সেগুলি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরি দেওয়া সম্ভব নয়।

বিষয়টি একটু খতিয়ে দেখলে দেখা যাবে, এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ১১৭৬৫ শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষা নেওয়া হয়। প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী টেট পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর আগে ২০১৭ সালে প্রায় ৯০০০ টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা চাকরির দাবিতে আন্দোলন করছেন। ইতিমধ্যে প্রশ্ন ভুল মামলায় ২৭০ জনের বেশি পরীক্ষার্থীদের চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পর্ষদের ১১ হাজার ৭৬৫ পদের মধ্যে ২০১৭ সালের পরীক্ষার্থীরা যোগ দেওয়ায় সেই শূন্য পদ কমে দাঁড়িয়েছে ৭ হাজার। তার উপরে রয়েছে ২০১৪ সালের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা।

পর্ষদ সভাপতি গৌতম পাল ইতিমধ্যেই জানিয়েছেন, যত শীঘ্র সম্ভব Primary TET Result প্রকাশ করে, নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। চলতি মাসের মধ্যেই টেট পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুও বলেছেন, স্বচ্ছতার সঙ্গে শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে সরকার। মামলার বিষয়ে আদালতের নির্দেশ এলেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পর্ষদ সুতে জানা গেছে, চলতি বছরের প্রথমেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, আর তা আগামী ৩ মাসের মধ্যে অর্থাৎ পঞ্চায়েত ভোটের আগে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ডিসেম্বরে সবার SBI Account থেকে কাটা হচ্ছে টাকা, কি কারনে ও কত করে চার্জ দিতে হবে জেনে নিন।

আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, টেট উত্তীর্ণদের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে যে সমস্ত মামলাগুলি চলছে তার সমাধান হওয়া জরুরী। তার আগে কখনোই এই প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়। পর্ষদ শুরু করলেও ফের মামলা গেরোয় তা আটকে যেতে পারে। সেক্ষেত্রে প্রক্রিয়া আরও বিলম্বিত হবে। কিন্তু আগের নিয়োগ সম্পন্ন না করেই শুধুমাত্র পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে ফের টেট নিলো, এবং Primary TET Result এর কাজ ও শুরু হয়েছে। এবার এর ফলে সমস্যা বাড়বে বই কমবে না।

এছাড়াও আরও কোন কোন জায়গায় TET উত্তীর্ণদের নিয়োগের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, দেখে নেওয়া যাক। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বি.এড উত্তীর্ণরা যোগ্য কিনা সেই বিষয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। ফলে সুপ্রিম কোর্টের সেই মামলা ফয়সালা না হওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া সম্ভব নয়।

আবার আদালতের নির্দেশে একাডেমিক স্কোর কমিটি তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে পূর্বে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছেন আর এখন যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করছেন তাদের বিষয়ে একই ভাবে মূল্যায়ন করা হবে কিনা সেই দিকটি খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পর্ষদের তরফে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে।

নতুন বছরে ফুড ইন্সপেক্টর পদে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরে বড় নিয়োগ।

এখন প্রশ্ন হচ্ছে, টেট উত্তীর্ণরা যদি মামলার নিষ্পত্তির পরে শিক্ষক পদে চাকরিতে বহাল হন সে ক্ষেত্রে সেই সময় কত দিন লাগতে পারে? কবে নাগাদ এই টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা (Primary TET Result) শিক্ষক হয়ে ক্লাস রুমে গিয়ে চক ডাস্টার হাতে নিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষা দান করতে পারবেন।

আর এই প্রক্রিয়া যত দেরি হবে দেখা যাবে আগামী পাঁচ বছর পরে এই ২০২২ সালের TET উত্তীর্ণরাও (Primary TET Result) প্রাথমিক শিক্ষক পদের চাকরির জন্য অংশগ্রহণ করতে চলেছেন। একের পর এক মামলার জট শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে জটিল করে তুলেছে। ফলে সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপর প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে গিয়েছে। কিন্তু আখেরে সব কিছুর মূলে, Primary TET Result প্রকাশিত হলেও, চাকরি টা হবে তো? প্রশ্ন উঠছে।
Written by Rajib Ghosh.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment