Primary TET 2022 – রেজাল্ট ঘোষণার পর পরই আবার বের হতে চলেছে নতুন বিজ্ঞপ্তি।
দীর্ঘ অপেক্ষা এবং আন্দোলনের পর অবশেষে ২০১৭ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশিত হয় (Primary TET 2022)। নতুন বছরে আশার আলো দেখলো পরীক্ষার্থীরা। আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলো টেট পরিক্ষার ফলাফল। আর চাকরির চিন্তা নয়। টেট পরীক্ষার ফলাফল এবং আগামী পরীক্ষার নোটিশ দুটি সুসংবাদ একইসাথে পেলো পরীক্ষার্থীরা।
আর অপেক্ষা নয়, চলতি বছরেই হবে আগামী টেট পরিক্ষা। সম্প্রতি কিছু দিন আগেই টেট পরিক্ষার ফলাফল ফিরিয়ে এনেছে পরীক্ষার্থীদের মুখের হারিয়ে যাওয়া হাসি। সমস্ত অবকাশের অবসান ঘটিয়ে বের হয় টেট পরিক্ষার রেজাল্ট। তবুও কিছু পরীক্ষার্থীদের মনে থেকে গেছে বিক্ষোভ যা কিছু সংখ্যক মানুষকে আনন্দ দিয়েছিলেও কিছু সংখ্যক মানুষকে করেছে নিরাশ। সূত্রে খবর, যে এই সমস্ত নিরাশের অবসান ঘটিয়ে পুনরায় হতে চলেছে টেট পরিক্ষা। যা জাগিয়ে তুলেছে আসার আলো সমগ্র পরীক্ষার্থীদের মনের মধ্যে। Primary TET 2022
সমস্ত খারাপ পরিস্থিতির মধ্যেও আশার আলো খুঁজে পেলো পরীক্ষার্থীরা। ২০১৭ সালে টেট পরিক্ষার যে বিজ্ঞপ্তি প্রকাশ পায় তাতে সমগ্র পরীক্ষার্থীদের মনে জেগে উঠেছিল এক অদম্য আনন্দ এবং ভবিষ্যতের অনেকটা আশা। ২০১৭ এর ৩১ জানুয়ারি নানান অনিশ্চয়তার পর পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৪৫ হাজার ৩৪৪ জন এবং পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ লক্ষ ৮৯ হাজার ৮১৪ জন। এবার Primary TET 2017 এ পাশ করেছেন ৯ হাজার ৮৯৬ জন। এবং প্রশ্নপত্রের সেটে কিছু ত্রুটির ফলস্বরূপ পরীক্ষা বাতিল হয়েছে ১২ জনের। Primary TET 2022
অন্যান্য পরীক্ষার তুলনায় টেট পরীক্ষার ফলাফল প্রকাশ পেতে সময় নেয় অনেকটা তাতে বিক্ষোভ প্রকাশ করে পরীক্ষার্থীরা। তাদের মতে এত বিলম্ব হলে তাদের ভবিষ্যতের অনিশ্চয়তা থেকেই যাচ্ছে যা নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। কিন্তু সমস্ত প্রকার রাগ, ও ক্ষোভের অবসান ঘটিয়ে জারি করা হল আগামি টেট পরিক্ষার নোটিশ, যা পুনরায় ফিরিয়ে আনল আশার আলো। Primary TET 2022
চলুন আর জেনে নেওয়া যাক কি বলা হয়েছে নোটিশে। কবে হবে পরবর্তী Primary TET 2022?
২০১৭ সালের টেট পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর বর্তমানে খুবই আশাবাদী পরীক্ষার্থীরা। জানা যাচ্ছে, যে ঠিক দু-মাস পর ২০১৭ তে টেট পরিক্ষায় সফল হওয়া ছাত্র ছাত্রীদের Interview এর জন্য ডাকা হবে এবং বলা হয়, যে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হলেই আগামি টেট পরীক্ষার নোটিশ দেওয়া হবে। অর্থাৎ এটি অনুমান করা যাচ্ছে যে পরবর্তী কয়েক মাসের মধ্যেই বেরিয়ে যেতে পারে অফিসিয়াল নোটিশ। Primary TET 2022
আপনাদের এই টেট পরীক্ষার ফলাফল এবং পরবর্তী পরীক্ষায় নাম নথিভুক্ত করনের প্রক্রিয়া নিয়ে কোনো জিজ্ঞাস্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি আমাদের এই প্রতিবেদনটি আপনাদের মনে এক অদম্য ইচ্ছা ও হার না মানার সাহস নিয়ে আসবে যা আগামী টেট পরীক্ষার জন্য আপনাকে অনুপ্রানিত করবে।