সাধারণ মানুষকেও Mandhan Yojana পেনশন প্রকল্প এর মাধ্যমে প্রতিমাসে পেনশন দিতে চলেছে মোদি সরকার। এতদিন পর্যন্ত আমরা জানতাম, সরকারি চাকরি যারা করেন, তাদের যখন চাকরি থেকে অবসর নেওয়ার সময় হয়, তারপরেই তারা নিয়মিত পেনশন (Pension) পেতে থাকেন। যদিও বর্তমানে বহু সরকারি চাকরি থেকে পেনশন প্রক্রিয়া ধীরে ধীরে তুলে নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। তবুও পেনশন শব্দটি মাথায় আসলেই মনে পড়ে যায়, সরকারি চাকরির কথা। কারণ পেনশন একমাত্র সরকারি চাকুরীরাই পেয়ে থাকেন।
অন্যদিকে বেসরকারি ও অসংগঠিত ক্ষেত্রের কর্মীরাদের জন্য তাদের নিয়োগকর্তা নিয়মিত পেনশনের পথে হাটেন না। তারা কখনো সখনো এককালীন একটু মোটা অংকের টাকা দিয়ে সেই কর্মচারীকে রাস্তা দেখিয়ে দেন। এটাই বর্তমানে দেশের আসল চিত্র। দেশের অধিকাংশ মানুষ দুবেলা দুমুঠো ভাত জোগাড়ের জন্য উদয়াস্ত পরিশ্রম করছেন। বহু বেসরকারি সংস্থায় নিয়মিত কাজ করার পরেও প্রচুর মানুষ সঠিক সময়ে বেতন পাচ্ছেন না। ন্যূনতম বেতনে ঘন্টার পর ঘন্টা বেসরকারি সংস্থাগুলোতে কাজ করতে হয়।
এই সমস্ত সমস্যার দিকে কেন্দ্রীয় সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। তবে এর মধ্যেই যা জানা গেল, সেটি সাধারণ মানুষের পক্ষে একটু হলেও সুখবর হতে পারে। যদি অবশ্য নিয়ম অনুযায়ী সঠিক সময়ে সেই মানুষগুলি এখান থেকে সুবিধা পান। কারণ কেন্দ্রের তরফে বহু প্রকল্পের ঘোষণা হয়, যা সঠিক সময়ে অনেক সময় দেখা যায়, বাস্তবে রূপায়িত হচ্ছে না। ফলে সেই সুবিধা থেকেও বঞ্চিত থেকে যান দেশবাসী। কিম্বা অনেক প্রকল্প থাকলেও মানুষ না জানার কারনে বঞ্চিত হন। তবে এবার জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার জনধন যোজনার একাউন্ট হোল্ডারদের জন্য নতুন পেনশন প্রকল্প এনেছে, যেখানে প্রতি মাসে ৩ হাজার টাকা করে পেনশন দেওয়ার নতুন প্রকল্প ঘোষণা করেছেন।
কেন্দ্রীয় সরকারের নতুন পেনশন প্রকল্প – Mandhan Yojana.
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে, দেশে যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাদের জন্য শূন্য ব্যালেন্সে এই জনধন যোজনার অ্যাকাউন্ট তৈরীর প্রকল্প শুরু করেছিলেন। কিছুদিনের মধ্যেই কয়েক কোটি মানুষ সেই জনধন যোজনার অ্যাকাউন্ট হোল্ডার হয়ে যান। এবার তাদের জন্যই প্রধানমন্ত্রী যে পেনশন প্রকল্প নিয়ে এসেছেন, সেটি হল প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা বা Pradhan Mantri Shram Yogi Mandhan Yojana. এই যোজনার মাধ্যমেই জনধন একাউন্টের হোল্ডাররা প্রতিমাসে ৩ হাজার টাকা করে পেনশন পাবেন। এবার সেই নিয়মটি কি, একবার জেনে নেওয়া যাক।
শ্রমযোগী মানধন যোজনা বা Pradhan Mantri Shram Yogi Mandhan Yojana
এবার গরমে ঠান্ডায় কাঁপিয়ে দেবে, মাত্র 12000 টাকার এই ফ্যান, লোকে নাম দিয়েছে গরিব মানুষের AC.
কারা এই Mandhan Yojana পেনশন প্রকল্প পাওয়ার যোগ্যঃ
প্রধানমন্ত্রী শ্রমযোগী মান ধন যোজনায় অংশ নিতে গেলে কমপক্ষে ১৮ বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ ৪০ বছর বয়স হতে হবে। ৪০ বছরের পরে আর এই প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়া যাবেনা। যখন সেই ব্যক্তির ৬০ বছর বয়স হবে, তারপর থেকেই তিনি ৩০০০ টাকা করে প্রতিমাসের হিসেবে বছরে ৩৬ হাজার টাকা তার ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন।
মধ্যবিত্তের মুখে হাসি, দাম কমলো ভোজ্য তেলের, দেখে নিন নতুন দাম।
কোন পেশার কর্মীরা Mandhan Yojana সুবিধা পেতে পারেন:
সাধারণত এই পেনশন প্রকল্প বা প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনায় ফুটপাতের হকার, ছোটখাটো বিক্রেতা, রাজমিস্ত্রি, নির্মাণ কর্মী, মুচি, কাগজ কুড়ানি, যে কোনো ক্ষেত্রের লেবার, মিড ডে মিল কর্মী, হেডলোডার সহ এই ধরনের পেশায় যারা যুক্ত তারা এই পেনশন পাবেন। তাছাড়া যাদের প্রতি মাসে ১৫০০০ টাকার কম উপার্জন হয়, তারাও এই প্রকল্পের সুবিধা নিতে পারেন।
Written by Rajib Ghosh.